ক-বিভাগ
গণমাধ্যম কী?
উত্তর : গণমাধ্যম হলো জনগণের সাথে যোগাযোগের মাধ্যম।
তিনটি গণমাধ্যমের উদাহরণ দাও।
উত্তর : সংবাদপত্র, রেডিও ও টেলিভিশন।
নারী উন্নয়নে গণমাধ্যমের ৩টি ভূমিকা লিখ।
উত্তর : ১. নারীদের অধিকার সম্পর্কে সচেতন করা, ২. শিক্ষা সম্পর্কে সচেতন করা, ৩. জনমত গঠন ।
তথ্য মন্ত্রণালয়ের ইংরেজি নাম লিখ।
উত্তর : Ministry of Information.
জাতীয় সংসদে তথ্য অধিকার আইন পাশ হয় কবে?
উত্তর : ২০০৯ সালের ২৯ মার্চ।
বাংলাদেশে তথ্য অধিকার অধ্যাদেশ জারি হয় কখন?
উত্তর : ২০০৮ সালের ২০ অক্টোবর।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৮০ সালে।
NIMC এর পূর্ণরূপ লিখ।
উত্তর : National Institute of Mass Communication.
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৬ সালের ১৮ আগস্ট।
BPC এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Bangladesh Press Council.
দুইটি সামাজিক যোগাযোগের নাম লিখ।
উত্তর : ১. ফেসবুক ও ২. টুইটার।
ফেসবুক কত সালে চালু হয়?
উত্তর : ২০০৪ সালে।
টুইটার কত সালে চালু হয়?
উত্তর : ২০০৬ সালে।
একটি অডিও ভিজ্যুয়াল মিডিয়ার নাম লিখ।
উত্তর : টেলিভিশন।
টেলিভিশন কত সালে আবিষ্কার হয়?
উত্তর : ১৯২৫ সালে।
বাংলাদেশের টেলিভিশন কত সালে চালু হয়?
উত্তর : ১৯৬৪ সালে।
বাংলাদেশে রঙিন টেলিভিশন কত সালে চালু হয়?
উত্তর : ১৯৮০ সালে।
বিটিভি ওয়ার্ল্ড কবে চালু হয়?
উত্তর : ২০০৪ সালে ১১ এপ্রিল।
সংসদ বাংলাদেশ’ কবে চালু হয়?
উত্তর : ২০১১ সালের ২৫ জানুয়ারি।
বাংলাদেশে টেলিভিশনের প্রথম মহাপরিচালক কে?
উত্তর : জামিল চৌধুরী।
বাংলাদেশ টেলিভিশনের প্রথম সংগীত শিল্পী কে?
উত্তর : ফেরদৌসী রহমান।
বাংলাদেশ টেলিভিশনের প্রথম নারী অভিনেত্রী কে?
উত্তর : ফেরদৌসী মজুমদার।
বাংলাদেশ সরকার কতটি বেসরাকারি স্যাটেলাইট টেলিভিশন অনুমোদন করেছে?
উত্তর : ৪১টি।
বাংলাদেশ বেতার কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৩৯ সালে।
বেতার যন্ত্র কে আবিষ্কার করেন?
উত্তর : ইতালির বিজ্ঞানী মার্কনী।
বেতার যন্ত্র আবিষ্কারের পিছনে বাংলাদেশের কোন বিজ্ঞানীর অবদান রয়েছে?
উত্তর : স্যার জগদীশ চন্দ্র বসুর অবদান রয়েছে।
কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়?
উত্তর : কালুরঘাট বেতার কেন্দ্র, চট্টগ্রাম।
সবচেয়ে প্রাচীন গণমাধ্যম কোনটি?
উত্তর : সংবাদপত্র।
সমাচার দর্পণ কাদের প্রচেষ্টার ফল?
উত্তর : শ্রীরামপুর মিশনারিদের।
বাংলাদেশে নারী প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার নাম কী?
উত্তর : বেগম।
বেগম” পত্রিকার সম্পাদক কে ছিলেন।
উত্তর : নূরজাহান বেগম।
বেগম’ পত্রিকা কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৪৭ সালের ২০ জুলাই।
ভারতী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : স্বর্ণকুমারী দেবী।
বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি?
উত্তর : দিগ্বদর্শন ।
ঢাকার প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?
উত্তর : ঢাকা প্রকাশ ।
ঢাকা প্রকাশ’ কবে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৬১ সালের ৭ মার্চ।
উপমহাদেশের প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর : বেঙ্গল গেজেট।
বেঙ্গল গেজেট সাপ্তাহিক পত্রিকাটি কবে প্রকাশিত হয়?
উত্তর : ১৭৮০ সালের ২৯ জানুয়ারি।
বাংলা চলচ্চিত্রে প্রথম নারী অভিনেত্রীর নাম কী?
উত্তর : পূর্ণিমা সেনগুপ্ত।
বাংলা চলচ্চিত্রের প্রথম মুসলিম নারী অভিনেত্রী কে?
উত্তর : বনানী চৌধুরি।
বাংলাদেশের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৬ সালের ২১ জুন।
উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে?
উত্তর : হীরালাল সেন।
বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে?
উত্তর : আব্দুল জব্বার খান।
বাংলাদেশের কোন চলচ্চিত্র অভিনেত্রী ডক্টরেট’ ডিগ্রি লাভ করেন?
উত্তর : ববিতা।
বাংলা চলচ্চিত্রে প্রথম মুসলমান অভিনেত্রী অভিনীত চলচ্চিত্রের নাম কী?
উত্তর : বিশ বছর আগে।
বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী?
উত্তর : মুখ ও মুখোশ।
প্রথম মুসলমান চলচ্চিত্রকার কে?
উত্তর : কাজী নজরুল ইসলাম।
গণমাধ্যমের ২টি সঠিক ব্যবহার উল্লেখ কর।
উত্তর : ১. চিত্তবিনোদন, ২. জ্ঞানের উৎকর্ষ সাধন।
গণমাধ্যমের অপব্যবহারের ফলে সমাজে কী ঘটতে পারে?
উত্তর : ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হতে পারে।
গণমাধ্যম কিসে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে?
উত্তর : নারী উন্নয়নে।
সংবাদপত্রে নারীর অবস্থানের ৩টি ক্ষেত্র লিখ।
উত্তর : ১. নির্যাতিত নারী হিসেবে, ২. অসহায় ও দুর্বল নারী হিসেবে ও ৩. আদর্শ ও সুন্দরী নারী হিসেবে।
টেলিভিশনে নারীর অবস্থানের ২টি ক্ষেত্র লিখ।
উত্তর : ১. টিভি বিজ্ঞাপন ও ২. সংবাদ পাঠিকা হিসেবে।
চলচ্চিত্রে নারী উপস্থাপন কেমন?
উত্তর : নিষ্ক্রিয়।
স্বাভাবিক অবস্থায় নারীদের জন্য সংবাদপত্রে কত শতাংশ জায়গা থাকে?
উত্তর : ৫ শতাংশ।
বিজ্ঞাপনে যে সকল নারীর অবদান অনস্বীকার্য তাদের মধ্যে ২ জনের নাম লিখ।
উত্তর : ১. হাসপাসিয়া ২. মার্গারেট স্যাঙ্গার।
To sell and to tell কিসের উদ্দেশ্য?
উত্তর : সংবাদপত্রের।
Mass Media এর বাংলা প্রতিশব্দ লিখ।
উত্তর : গণমাধ্যম।
Mass Media and National Development গ্রন্থের লেখক কে?
উত্তর : ড. উইলার শ্রাম।
বেশিরভাগ চলচ্চিত্রে নারীকে কীভাবে উপস্থাপন করা হয়?
উত্তর : লাস্যময়ী ও ছলনাময়ী নারী হিসেবে।
চলচ্চিত্র নির্মাণকারীদের মুখ্য উদ্দেশ্য কী?
উত্তর : মুনাফা অর্জন।
আমাদের সমাজে নারীদের অবস্থান কেমন?
উত্তর : অবহেলিত ও শোষিত।
দুটি ইলেক্ট্রনিক মিডিয়ার উদাহরণ দাও।
উত্তর : ১. রেডিও ২. টেলিভিশন।
কোন মাধ্যমটিতে শুধু শোনার উপর নির্ভর করতে হয়?
উত্তর : রেডিও।
নারী উন্নয়নে কোন মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
উত্তর : গণমাধ্যমের।
খ-বিভাগ
প্ৰশ্ন৷॥১॥গণমাধ্যম বলতে কী বুঝ?
প্রশ্ন॥২॥ গণমাধ্যম কি? গণমাধ্যম কত প্রকার ও কী কী?
প্ৰশ্ন৷৩৷৷নারী ও গণমাধ্যম’ প্রত্যয়টি ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৪॥নারী উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা কী?
প্রশ্ন॥৫॥নারী উন্নয়নে গণমাধ্যমকে কীভাবে কার্যকর করা যায়?
প্রশ্ন॥৬॥গণমাধ্যমের সাথে কীভাবে নারীর ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা যায়?
প্ৰশ্ন৷॥৭॥সংবাদপত্রে নারীর অবস্থান কেমন?
প্রশ্ন॥৮॥টেলিভিশনে নারীর অবস্থান কেমন?
প্রশ্ন॥৯॥চলচ্চিত্রে নারীর উপস্থাপন কেমন?
প্ৰশ্ন৷ ১০৷৷বিজ্ঞাপনে নারীকে ইতিবাচকভাবে উপস্থাপন করার জন্য সুপারিশমালা উপস্থাপন কর।
প্রশ্ন৷ ১১৷গণমাধ্যমে নারীর উপস্থাপন সম্পর্কে জাতিসংঘ কর্তৃক গৃহীত সুপারিশমালা তুলে ধর।
গ-বিভাগ
প্রশ্ন৷।১৷৷গণমাধ্যম কী? নারী উন্নয়ন গণমাধ্যমের প্রভাব বিস্তারিত আলোচনা কর।
প্রশ্ন॥২॥নারী উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন॥৩॥বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে নারীকে কিভাবে উপস্থাপন করা হয় বর্ণনা কর।
প্ৰশ্ন৷॥৪॥গণমাধ্যম কী? নারী ও গণমাধ্যমের সম্পর্ক কি? এ বিষয়ে বিস্তারিত আলোচনা কর।
প্রশ্ন॥৫॥গণমাধ্যমে নারীকে ইতিবাচকভাবে তুলে ধরার ক্ষেত্রে গৃহীত পন্থাসমূহের আলোকে একটি সুপারিশমালা তৈরি কর।
প্রশ্ন॥৬॥বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে নারীকে কিভাবে উপস্থাপন করা হয়? বর্ণনা কর।
প্ৰশ্ন৷॥৭॥লিঙ্গ বৈষম্য কিভাবে নারীদের সাংবাদিক হিসেবে কাজ করার সুযোগকে সীমাবদ্ধ করে? আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৮॥সাংবাদিক হিসেবে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৯॥গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের পাতায় কীভাবে নারীকে উপস্থাপন করা হয়? আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১০৷৷বাংলাদেশের বিজ্ঞাপনগুলোতে নারীর উপস্থাপন সম্পর্কে আলোচনা কর। কিভাবে বিজ্ঞাপনে নারীকে ইতিবাচকভাবে তুলে ধরা যায় বলে মনে কর?
প্রশ্ন৷ ১১৷৷বাংলাদেশের দৈনিক সংবাদপত্রগুলোতে যে নারীদের জন্য বিশেষ ‘নারীপাতা’ বের হয়, এটা কি নারী উন্নয়নের জন্য ইতিবাচক ভূমিকা পালন করে?
প্ৰশ্ন৷৷১২৷৷বাংলাদেশের টিভি নাটকে নারীদের গতানুগতিক ভূমিকাকেই তুলে ধরা হয়- তুমি কি সাথে একমত? আলোচনা কর।
প্রশ্ন॥১৩৷৷চলচ্চিত্র কী? বাংলাদেশের বর্তমান মূলধারার চলচ্চিত্রে নারীকে কিভাবে উপস্থাপন করা হয়? দর্শক হিসেবে তোমার মতামত ব্যক্ত কর।
প্ৰশ্ন৷১৪৷৷ বিভিন্ন গণমাধ্যমে নারীকে কিভাবে ইতিবাচকভাবে তুলে ধরা যায়? আলোচনা কর।