পঞ্চম অধ্যায়, নারী ও গণমাধ্যম,

ক-বিভাগ

গণমাধ্যম কী?
উত্তর : গণমাধ্যম হলো জনগণের সাথে যোগাযোগের মাধ্যম।
তিনটি গণমাধ্যমের উদাহরণ দাও।
উত্তর : সংবাদপত্র, রেডিও ও টেলিভিশন।
নারী উন্নয়নে গণমাধ্যমের ৩টি ভূমিকা লিখ ।
উত্তর : ১. নারীদের অধিকার সম্পর্কে সচেতন করা, ২. শিক্ষা সম্পর্কে সচেতন করা, ৩. জনমত গঠন ।
তথ্য মন্ত্রণালয়ের ইংরেজি নাম লিখ।
উত্তর : Ministry of Information.
জাতীয় সংসদে তথ্য অধিকার আইন পাশ হয় কবে?
উত্তর : ২০০৯ সালের ২৯ মার্চ।
বাংলাদেশে তথ্য অধিকার অধ্যাদেশ জারি হয় কখন?
উত্তর : ২০০৮ সালের ২০ অক্টোবর।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৮০ সালে।
NIMC এর পূর্ণরূপ লিখ।
উত্তর : National Institute of Mass Communication.
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৬ সালের ১৮ আগস্ট।
BPC এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Bangladesh Press Council.
দুইটি সামাজিক যোগাযোগের নাম লিখ।
উত্তর : ১. ফেসবুক ও ২. টুইটার।
ফেসবুক কত সালে চালু হয়?
উত্তর : ২০০৪ সালে।
টুইটার কত সালে চালু হয়?
উত্তর : ২০০৬ সালে।
একটি অডিও ভিজ্যুয়াল মিডিয়ার নাম লিখ।
উত্তর : টেলিভিশন।
টেলিভিশন কত সালে আবিষ্কার হয়?
উত্তর : ১৯২৫ সালে।
বাংলাদেশের টেলিভিশন কত সালে চালু হয়?
উত্তর : ১৯৬৪ সালে।
বাংলাদেশে রঙিন টেলিভিশন কত সালে চালু হয়?
উত্তর : ১৯৮০ সালে।
বিটিভি ওয়ার্ল্ড কবে চালু হয়?
উত্তর : ২০০৪ সালে ১১ এপ্রিল।
‘সংসদ বাংলাদেশ’ কবে চালু হয়?
উত্তর : ২০১১ সালের ২৫ জানুয়ারি।
বাংলাদেশে টেলিভিশনের প্রথম মহাপরিচালক কে?
উত্তর : জামিল চৌধুরী।
বাংলাদেশ টেলিভিশনের প্রথম সংগীত শিল্পী কে?
উত্তর : ফেরদৌসী রহমান।
বাংলাদেশ টেলিভিশনের প্রথম নারী অভিনেত্রী কে?
উত্তর : ফেরদৌসী মজুমদার।
বাংলাদেশ সরকার কতটি বেসরাকারি স্যাটেলাইট টেলিভিশন অনুমোদন করেছে?
উত্তর : ৪১টি।
বাংলাদেশ বেতার কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৩৯ সালে।
বেতার যন্ত্র কে আবিষ্কার করেন?
উত্তর : ইতালির বিজ্ঞানী মার্কনী ।
বেতার যন্ত্র আবিষ্কারের পিছনে বাংলাদেশের কোন বিজ্ঞানীর অবদান রয়েছে?
উত্তর : স্যার জগদীশ চন্দ্র বসুর অবদান রয়েছে।
কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়?
উত্তর : কালুরঘাট বেতার কেন্দ্র, চট্টগ্রাম !
সবচেয়ে প্রাচীন গণমাধ্যম কোনটি?
উত্তর : সংবাদপত্র।
সমাচার দর্পণ কাদের প্রচেষ্টার ফল?
উত্তর : শ্রীরামপুর মিশনারিদের।
বাংলাদেশে নারী প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার নাম কী?
উত্তর : বেগম।
“বেগম” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : নূরজাহান বেগম।
‘বেগম’ পত্রিকা কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৪৭ সালের ২০ জুলাই।
‘ভারতী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : স্বর্ণকুমারী দেবী।
বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি?
উত্তর : দিগ্‌দর্শন।
ঢাকার প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?
উত্তর : ঢাকা প্রকাশ ।
“ঢাকা প্রকাশ’ কবে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৬১ সালের ৭ মার্চ।
উপমহাদেশের প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর : বেঙ্গল গেজেট।
বেঙ্গল গেজেট সাপ্তাহিক পত্রিকাটি কবে প্রকাশিত হয়?
উত্তর : ১৭৮০ সালের ২৯ জানুয়ারি।
বাংলা চলচ্চিত্রে প্রথম নারী অভিনেত্রীর নাম কী?
উত্তর : পূর্ণিমা সেনগুপ্ত।
বাংলা চলচ্চিত্রের প্রথম মুসলিম নারী অভিনেত্রী কে?
উত্তর : বনানী চৌধুরি।
বাংলাদেশের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৬ সালের ২১ জুন।
উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে?
উত্তর : হীরালাল সেন।
বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে?
উত্তর : আব্দুল জব্বার খান।
বাংলাদেশের কোন চলচ্চিত্র অভিনেত্রী ‘ডক্টরেট’ ডিগ্রি লাভ করেন?
উত্তর : ববিতা।
বাংলা চলচ্চিত্রে প্রথম মুসলমান অভিনেত্রী অভিনীত চলচ্চিত্রের নাম কী?
উত্তর : বিশ বছর আগে।
বাংলাদেশের প্র থম সবাক চলচ্চিত্রের নাম কী?
উত্তর : মুখ ও মুখোশ।
প্রথম মুসলমান চলচ্চিত্রকার কে?
উত্তর : কাজী নজরুল ইসলাম।
গণমাধ্যমের ২টি সঠিক ব্যবহার উল্লেখ কর।
উত্তর : ১. চিত্তবিনোদন, ২. জ্ঞানের উৎকর্ষ সাধন।
গণমাধ্যমের অপব্যবহারের ফলে সমাজে কী ঘটতে পারে?
উত্তর : ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হতে পারে।
গণমাধ্যম কিসে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে?
উত্তর : নারী উন্নয়নে।
সংবাদপত্রে নারীর অবস্থানের ৩টি ক্ষেত্র লিখ।
উত্তর : ১. নির্যাতিত নারী হিসেবে, ২. অসহায় ও দুর্বল নারী হিসেবে ও ৩. আদর্শ ও সুন্দরী নারী হিসেবে।
টেলিভিশনে নারীর অবস্থানের ২টি ক্ষেত্র লিখ।
উত্তর : ১. টিভি বিজ্ঞাপন ও ২. সংবাদ পাঠিকা হিসেবে।
চলচ্চিত্রে নারী উপস্থাপন কেমন?
উত্তর : নিষ্ক্রিয়।
Sima
স্বাভাবিক অবস্থায় নারীদের জন্য সংবাদপত্রে কত শতাংশ জায়গা থাকে?
উত্তর : ৫ শতাংশ।
বিজ্ঞাপনে যে সকল নারীর অবদান অনস্বীকার্য তাদের মধ্যে ২ জনের নাম লিখ।
উত্তর : ১. হাসপাসিয়া ২. মার্গারেট স্যাঙ্গার।
To sell and to tell কিসের উদ্দেশ্য?
উত্তর : সংবাদপত্রের।
Mass Media এর বাংলা প্রতিশব্দ লিখ।
উত্তর : গণমাধ্যম।
Mass Media and National Development গ্রন্থের লেখক কে?
উত্তর : ড. উইলার শ্রাম ।
বেশিরভাগ চলচ্চিত্রে নারীকে কীভাবে উপস্থাপন করা হয়?
উত্তর : লাস্যময়ী ও ছলনাময়ী নারী হিসেবে।
চলচ্চিত্র নির্মাণকারীদের মুখ্য উদ্দেশ্য কী?
উত্তর : মুনাফা অর্জন ।
আমাদের সমাজে নারীদের অবস্থান কেমন?
উত্তর : অবহেলিত ও শোষিত।
দুটি ইলেক্ট্রনিক মিডিয়ার উদাহরণ দাও।
উত্তর : ১. রেডিও ২. টেলিভিশন।
কোন মাধ্যমটিতে শুধু শোনার উপর নির্ভর করতে হয়?
উত্তর : রেডিও।
নারী উন্নয়নে কোন মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
উত্তর : গণমাধ্যমের।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥ গণমাধ্যম বলতে কী বুঝ?
প্রশ্ন॥২॥ গণমাধ্যম কি? গণমাধ্যম কত প্রকার ও কী কী?
প্রশ্ন॥৩॥‘নারী ও গণমাধ্যম’ প্রত্যয়টি ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৪॥ নারী উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা কী?
প্রশ্ন॥৫॥নারী উন্নয়নে গণমাধ্যমকে কীভাবে কার্যকর করা যায়?
প্ৰশ্ন৷৬৷গণমাধ্যমের সাথে কীভাবে নারীর ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা যায়?
প্রশ্ন॥৭॥সংবাদপত্রে নারীর অবস্থান কেমন?
প্রশ্ন॥৮॥টেলিভিশনে নারীর অবস্থান কেমন?
প্রশ্ন॥৯॥চলচ্চিত্রে নারীর উপস্থাপন কেমন?
প্ৰশ্ন৷৷১০৷৷৷বিজ্ঞাপনে নারীকে ইতিবাচকভাবে উপস্থাপন করার জন্য সুপারিশমালা উপস্থাপন কর।
প্রশ্ন।১১।গণমাধ্যমে নারীর উপস্থাপন সম্পর্কে জাতিসংঘ কর্তৃক গৃহীত সুপারিশমালা তুলে ধর।

গ-বিভাগ

প্রশ্ন॥ ১৷৷গণমাধ্যম কী? নারী উন্নয়ন গণমাধ্যমের প্রভাব বিস্তারিত আলোচনা কর ।
প্রশ্ন॥২॥নারী উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন॥৩॥বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে নারীকে কিভাবে উপস্থাপন করা হয় বর্ণনা কর।
প্রশ্ন॥৪॥গণমাধ্যম কী? নারী ও গণমাধ্যমের সম্পর্ক কি? এ বিষয়ে বিস্তারিত আলোচনা কর।
প্রশ্ন॥৫॥গণমাধ্যমে নারীকে ইতিবাচকভাবে তুলে ধরার ক্ষেত্রে গৃহীত পন্থাসমূহের আলোকে একটি সুপারিশমালা তৈরি কর।
প্রশ্ন॥৬॥বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে নারীকে কিভাবে উপস্থাপন করা হয়? বর্ণনা কর।
প্রশ্ন॥৭॥লিঙ্গ বৈষম্য কিভাবে নারীদের সাংবাদিক হিসেবে কাজ করার সুযোগকে সীমাবদ্ধ করে? আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৮॥সাংবাদিক হিসেবে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? আলোচনা কর।
প্রশ্ন॥৯॥গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের পাতায় কীভাবে নারীকে উপস্থাপন করা হয়? আলোচনা কর।
প্ৰশ্ন৷॥১০৷৷বাংলাদেশের বিজ্ঞাপনগুলোতে নারীর উপস্থাপন সম্পর্কে আলোচনা কর। কিভাবে বিজ্ঞাপনে নারীকে ইতিবাচকভাবে তুলে ধরা যায় বলে মনে কর?
প্রশ্ন৷৷১১৷৷বাংলাদেশের দৈনিক সংবাদপত্রগুলোতে যে নারীদের জন্য বিশেষ ‘নারীপাতা’ বের হয়, এটা কি নারী উন্নয়নের জন্য ইতিবাচক ভূমিকা পালন করে?
প্ৰশ্ন৷৷ ১২৷৷বাংলাদেশের টিভি নাটকে নারীদের গতানুগতিক ভূমিকাকেই তুলে ধরা হয়- তুমি কি এর সাথে একমত? আলোচনা কর।
প্রশ্ন৷৷১৩৷। চলচ্চিত্র কী? বাংলাদেশের বর্তমান মূলধারার চলচ্চিত্রে নারীকে কিভাবে উপস্থাপন করা হয়? দর্শক হিসেবে তোমার মতামত ব্যক্ত কর।
প্ৰশ্ন৷১৪৷৷ বিভিন্ন গণমাধ্যমে নারীকে কিভাবে ইতিবাচকভাবে তুলে ধরা যায়? আলোচনা কর।