অথবা, হাসপাতালে মাঠকর্ম অনুশীলনের সমস্যা দূরীকরণের উপায়সমূহ লিখ।
অথবা, চিকিৎসা ব্যবস্থায় ব্যবহারিক প্রশিক্ষণের সমস্যা দূরীকরণের উপায় আলোচনা কর।
উত্তর৷। ভূমিকা : চিকিৎসা ব্যবস্থায় মাঠকর্ম অনুশীলনে মাঠকর্মীকে নানা প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হয়। এতে করে মাঠকর্ম অনুশীলন ব্যাহত হয়। এ অবস্থায় এসব সমস্যা বা অন্তরায় দূরীকরণে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
চিকিৎসা ব্যবস্থায় মাঠকর্ম অনুশীলনে সমস্যা দূরীকরণের উপায় : নিম্নে চিকিৎসা ব্যবস্থায় মাঠকর্ম অনুশীলনে সমস্যা দূরীকরণের উপায়সমূহ বর্ণনা করা হলো
১. চিকিৎসা ব্যবস্থার আগ্রহীদের সংস্থাপন করা : চিকিৎসার ব্যবস্থায় যাদের এজেন্সি নিতে ইচ্ছুক কেবল তাদেরকেই এখানে প্রেরণ করতে হবে। অর্থাৎ যেসব শিক্ষার্থীরা এ ধরনের সংস্থা পছন্দ করে না, তাদেরকে অন্যত্র সংস্থাপন করতে হবে।
২. স্টাফদের সমাজকর্মের জ্ঞানদানের ব্যবস্থা করা : শিক্ষার্থীদের যে চিকিৎসা সংস্থায় প্রেরণ করা হয় সেখানে স্টাফদের সমাজকর্মের উপর জ্ঞান নেই বললেই চলে। এক্ষেত্রে তাদের এ বিষয়ে জ্ঞানদানের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তাদেরকে সমাজকর্মের দর্শন ও মূল্যবোধ সম্পর্কে দিতে হবে।
৩. মাঠকর্মের গুরুত্ব তুলে ধরা : মাঠকর্মীদের প্রেরিত চিকিৎসা সংস্থার ব্যক্তি প্রায়ই এ ব্যাপারে তেমন গুরুত্ব দেয় না।তাই শিক্ষার্থীদের বিভাগীয় তত্ত্বাবধায়কের মাধ্যমে সংস্থায় মাঠকর্মের গুরুত্ব তুলে ধরতে হবে।
৪. কারিগরি সহায়তা প্রদান : মাঠকর্ম সম্পাদনের জন্য সংস্থাকে প্রয়োজনে কারিগরি সহায়তা প্রদান করতে হবে।এর ফলে এক্ষেত্রের বাধা দূর হবে এবং মাঠকর্ম অনুশীলন আরও গতিশীল ও কার্যকর হবে।
উপসংহার : পরিশেষে বলা যায়, মাঠকর্ম অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ স্থান হলো মেডিক্যাল সংস্থা।এখানে মাঠকর্ম সম্পাদন করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে এর সমস্যাসমূহ অনেকাংশেই হ্রাস পাবে। ফলে মাঠকর্ম অনুশীলনে পূর্ণ সফলতা আসবে।