উপজেলা পরিষদের গঠন ও উদ্দেশ্য লিখ ।

অথবা, উপজেলা পরিষদের গঠন ও উদ্দেশ্য উল্লেখ কর।
অথবা, উপজেলা পরিষদের গঠন ও উদ্দেশ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, উপজেলা পরিষদের গঠন ও উদ্দেশ্য বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা :
স্বাধীনতা লাভের পর বিভিন্ন পরিবর্তনের মধ্যদিয়ে ১৯৭৬ সালে স্থানীয় সরকার অধ্যাদেশ অনুযায়ী থানা পর্যায়ে থানা পরিষদ গঠন করে। ১৯৮২ সালে সামরিক সরকার ক্ষমতায় আসে এবং থানাকে উন্নীত করে উপজেলায় রূপান্তরিত করেন। প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌছাতে, উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আর্থসামাজিক ও রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যেই উপজেলা প্রশাসনের সূচনা হয়। পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়ায় উপজেলা পদ্ধতি বাতিল হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুনঃপ্রবর্তনের চিন্তাভাবনা করছেন ।
গঠন : স্থানীয় সরকার (উপজেলা) অধ্যাদেশ, ১৯৮২ মোতাবেক প্রতিটি উপজেলায় একটি উপজেলা পরিষদ থাকবে, যার গঠন প্রকৃতি হবে নিম্নরূপ :

Voting Members:
১.এক জন নির্ধারিত চেয়ারম্যান। তিনি উপজেলার জনগণের ভোটে নির্বাচিত হবেন।
২. নির্বাচিত সদস্যবৃন্দ (ইউ.পি.চেয়ারম্যানগণ)
৩. তিন জন মহিলা সদস্য (মনোনীত)
৪. এক জন উপজেলা কেন্দ্রীয় সমবায় সভাপতি
৫. এক জন মনোনীত সদস্য।
Non-Voting member :
১.উপজেলা নির্বাহী অফিসার (স্টাফ অফিসার)
২. সকল উন্নয়ন বিভাগের অফিসারবৃন্দ।
৩. স্থানীয় সংসদ সদস্য।
উদ্দেশ্য : প্রশাসনকে গতিশীল এবং কার্যকর করে তুলতে হলে প্রশাসনে জনগণের অংশগ্রহণ বাড়াতে এবং নিশ্চিত করতে হবে। এ ধরনের একটি উদ্দেশ্য হচ্ছে প্রশাসনকে জনগণের সান্নিধ্যে নিয়ে যাওয়া। আর এ উদ্দেশ্যেই উপজেলা ব্যবস্থার প্রবর্তন। অন্যান্য উদ্দেশ্য সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো :
১. প্রশাসন বিকেন্দ্রীকরণ।
২. জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।
৩. স্থানীয় সম্পদ সৃষ্টি, সংগ্রহ ও একত্রীকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহারের প্রচেষ্টা।
৪.স্থানীয় পর্যায়ের পরিকল্পনা।
৫.তৃণমূল পর্যায়ে জনগণ ও অফিসারের মধ্যে আন্তঃসম্পর্ক।
৬. প্রশাসনে রাজনৈতিক নিয়ন্ত্রণ।
৭. প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা প্রবর্তন এবং
৮. উন্নয়নমূলক কার্যাবলি সম্প্রসারণ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উপজেলা পরিষদের অন্যতম উদ্দেশ্য হলো প্রশাসনকে জনগণের সান্নিধ্যে নিয়ে যাওয়া । অর্থাৎ উপজেলা পরিষদ স্থানীয় পর্যায়ের বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন, নিয়ন্ত্রণ এবং বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে।