অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য লিখ ।

অথবা, অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে বৈসাদৃশ্যসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে কোনো পার্থক্য আছে? সংক্ষেপে ব্যাখ্যা কর।
অথবা, অপরাধ ও কিশোর অপরাধের মধ্যকার পার্থক্য সংক্ষেপে উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা :
কিশোর এবং বয়স্ক অপরাধী উভয়ই সমাজবিরোধী কাজে লিপ্ত। তবুও এ দুয়ের মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান । অপরাধ এবং কিশোর অপরাধের মধ্যে নিম্নোক্ত পার্থক্য লক্ষ্য করা যায় :
১. প্রাপ্তবয়স্ক ব্যক্তিগত আইন ও সমাজবিরোধী কাজ করলে তাদেরকে অপরাধী বলা হয়। অন্যদিকে, অপ্রাপ্তবয়স্ক
অনুরূপ আচরণকারীকে বলা হয় কিশোর অপরাধী।
২. কিশোর অপরাধীরা সাধারণত ছোটখাটো অপরাধ করে থাকে। অন্যদিকে, বয়স্ক অপরাধীরা ছোট বড় সবধরনের অপরাধ করে থাকে।
৩. কিশোর অপরাধ সাধারণত তাদের সাময়িক অস্বাভাবিক আচরণ। তারা স্থায়ী অপরাধ মনস্ক নয়। তাই স্থায়ী বা
্বাহিকভাবে অপরাধের সাথে জড়িত থাকে না। পক্ষান্তরে, বয়স্ক অপরাধীরা সাধারণত স্থায়ী অপরাধ মনস্ক হয়ে থাকে। তাই ধারাবাহিকভাবে অপরাধ সংঘটিত করে থাকে।
৪. বয়স্করা প্রধানত বৈষয়িক স্বার্থে অপরাধ করে। কিশোরদের অপরাধের পিছনে সাধারণত বৈষয়িক স্বার্থচিন্তা প্রবল থাকে না।
৫. বয়স্ক অপরাধীগণ উদ্দেশ্যপ্রণোদিত ও সুচিন্তিতভাবে অপরাধ সংঘটিত করে। অপরদিকে, কিশোররা সাধারণত কৌতূহলের বশে কিংবা আবেগতাড়িত হয়ে অথবা নিজেকে জাহির করার মানসিকতা নিয়ে অপরাধে লিপ্ত হয়।
৬.বয়স্ক অপরাধীরা কোনো না কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সাথে যুক্ত থাকে। অপরদিকে, কিশোর অপরাধীদের তেমন কোনো সংঘবদ্ধ দল থাকে না।
৭. সাধারণ বিচারব্যবস্থায় অপরাধীকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে। কিন্তু কিশোর আদালত অপরাধীকে সামান্য শারীরিক শাস্তি বা অভিভাবকের সামান্য জরিমানা করতে পারে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বয়সের মাপকাঠি ছাড়াও অপরাধী ও কিশোর অপরাধীদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য বিদ্যমান ।