অনার্স দ্বিতীয় বর্ষ ২০২৩ বিভাগ বাংলা বিষয় মধ্যযুগের কবিতা: ২২১০০৩ রকেট স্পেশাল সাজেশন

#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। সমুদ্রে ভাসমান পদ্মাবতীকে কে রক্ষা করে?

উঃ সমুদ্রে ভাসমান পদ্মাবতীকে সমুদ্রকন্যা লক্ষ্মী রক্ষা করে।

২। চিতোরের রাজা কে?

উঃ চিতোরের রাজা রত্নসেন।

৩। রাঘবচেতনকে পদ্মাবতী কী দিয়েছিল?

উঃ সূর্যগ্রহণের দান হিসেবে হাতের কঙ্কন দান করে।

৪। দেবী কী রূপ ধারণ করে কালকেতুর কাছে ধরা দিয়েছিলেন?

উঃ স্বর্ণগোধিকা বা গুইসাপ রূপ ধারণ করে তবে পরবর্তীতে সুন্দরী নারীর রূপ ধারণ করে ধরা দিয়েছিলেন।

৫। মজনু শব্দের অর্থ কী?

উঃ ‘মজনু’ শব্দের অর্থ পাগল প্রেমিক।

৬। তোমাদের পাঠ্য ‘লায়লী-মজনু’ কাব্য কে সম্পাদনা করেন?

উঃ ‘লায়লী-মজনু’ কাব্য ড. আহম্মদ শরীফ সম্পাদনা করেন।

৭। লায়লীর পিতার নাম কী?

উঃ লায়লীর পিতার নাম মালিক।

৮। ‘অন্নদামঙ্গল’ কাব্যের প্রকাশকাল লেখ।

উঃ ‘অন্নন্দামঙ্গল’ কাব্যের প্রকাশকাল ১৮১৬ সাল।

৯। হরিহোড়ের বাবার নাম কী?

উঃ হরিহোড়ের বাবার নাম বিষ্ণুহোড়।

১০। অন্নন্দার সখীর নাম কী?

উঃ অনন্দার সখীর নাম ‘জয়া’।

১১। কালকেতুর প্রতিষ্ঠিত নগরের নাম কী?

উঃ কালকেতুর প্রতিষ্ঠিত নগরের নাম গুজরাট নগর।

১২। দেবী বনের মধ্যে কী রূপ ধারণ করেছিল?

উঃ দেবী বনের মধ্যে স্বর্ণগোধিকা বা গুইসাপ রূপ ধারণ করেছিল।

১৩। ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের মর্ত্য খণ্ডের নাম কী?

উঃ ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের মর্ত্য খণ্ডের নাম আস্ফেটিক ও বণিক খণ্ড ।

১৪। মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কন’ উপাধি প্রদান করেন কে?

উঃ জমিদার রঘুনাথ রায়।

১৫। পদ্মাবতীর পিতার নাম কি?

উঃ পদ্মাবতীর পিতার নাম গন্ধর্বসেন।

১৬। অভিমকালে লায়লী তার মায়ের কাছে কি অনুরোধ করেছিল?/ মৃত্যুর পূর্বে লায়লী তার মাকে কী অনুরোধ করেছিল?

উঃ তার মৃত্যু সংবাদ যেন মজনুকে পৌছে দেয়া হয় এই অনুরোধ করে।

১৭। “তাম্বুল রাতুল হৈল অধর পরশে”-চরণটির অর্থ লেখ।

উঃ তাম্বুল রাতুল (লাল) হলো পদ্মাবতীর অধর বা ঠোঁটের পরশে বা স্পর্শে।

১৮। পদ্মাবতীর বাবা কেন শুকপাখির মৃত্যুদণ্ড দিয়েছিল?

উঃ রাজার বিশ্বাস যে, শুকপাখি তার যুবতী কন্যা পদ্মাবতীকে প্রেমকথা বলে তাকে বিগড়ে দেবে এবং পদ্মাবতী শেষে বংশের মুখে কলঙ্ক দেবে এই ভয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল।

১৯। মজনুর মৃত্যু হয় কোথায়?

উঃ লায়লীর কবরের পাশে মজনুর মৃত্যু হয়।

২০। “কুকথায় পঞ্চমুখ কন্ঠভরা বিষ”-কে, কার সম্পর্কে বলেছেন?

উঃ অনন্দা দেবী নিজের স্বামী সম্বন্ধে এ উক্তিটি করেছেন।

২১। ‘অন্নদামঙ্গল’ কাব্যের শ্রেষ্ঠ কবি কে?

উঃ ভারতচন্দ্র রায় গুণাকর।

২২। “সোনা-রূপা নহে বাপা এ বেঙ্গা পিতল”-উক্তিটি কার?

উঃ উক্তিটি করেছে কালকেতু উপাখ্যানের বেনে- মুরারীশীলের।

২৩। তাম্বুল রাতুল হলো কিভাবে?

উঃ তাম্বুল রাতুল (লাল) হলো পদ্মাবতীর অধর বা ঠোঁটের পরশে বা স্পর্শে।

২৪। লক্ষ টাকা দিয়ে রত্নসেন যে শুকপাখি কিনেছিলেন তার নাম কি?

উঃ তার নাম হীরামন পাখি

২৫। মজনুকে বিষপানে হত্যা করতে চেয়েছিল কে?

উঃ নয়ফল রাজ মজনুকে বিষপানে হত্যা করতে চেয়েছিল।

২৬। ইবনে সালাম কে?

উঃ ইবনে সালাম লায়লীর স্বামী।

২৭। দৌলত উজির বাহরাম খাঁ কোন রাজসভার কবি?

উঃ দৌলত উজির বাহরাম খাঁ নিযাম শাহর রাজসভার কবি ।

২৮। দিল্লীশ্বর কে?

উঃ দিল্লীশ্বর হচ্ছেন সম্রাট জাহাঙ্গীর।

২৯। যাবনী মিশাল ভাষা কি?

উঃ আরবি-ফারসি মিশ্রিত বাংলা ভাষাকে যাবনী মিশাল ভাষা বলে ।

৩০। কোন তিথিতে অন্নন্দার পূজা হয়?

উঃ অন্নন্দার পূজা হয় চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে।

৩১। “ক্ষুদ কিছু ধার নিবে সইয়ের ভবনে। কাঁচড়া ক্ষুদের জাউ রান্ধিবে যতনে।”- কে, কাকে বলেছিল?

উঃ কালকেতু তার স্ত্রী ফুল্লরাকে একথা বলেছিল।

৩২। “সোনা-রুপা নহে বাপা এ বেঙ্গা পিতল।”-উক্তিটি কার?

উঃ উক্তিটি করেছে কালকেতু উপাখ্যানের বেনে চরিত্র মুরারীশীল।

৩৩। কালকেতুর প্রতিষ্ঠিত নগরের নাম কী?

উঃ কালকেতুর প্রতিষ্ঠিত নগরের নাম গুজরাট নগর।

৩৪। ‘লায়লী-মজনু’ কোন ধরনের কাব্য?

উঃ ‘লায়লী-মজনু’ বিয়োগান্তক রোমান্টিক প্রণয়োপখ্যান জাতীয় কাব্য ।

৩৫। মৃত্যুর পূর্বে রত্নসেন কার নিকট চিতোরের রাজ্যসভা সমর্পণ করেন?

উঃ বাদলের উপর সমর্পণ করেন।ব্যে অধ্যায় হলো- ‘উপসংহার’।

৩৬। পদ্মাবতীকে প্রথম দেখার পরে রত্নসেনের কী হয়েছিল?

উঃ পদ্মাবতীকে প্রথম দেখার পরে রত্নসেন মূর্হিত হয়।

৩৭। ‘পদুমাবৎ’ কাব্যের রচয়িতার নাম কী?

উঃ হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সি।

৩৮। মৃত্যুর পূর্বে লায়লীর শেষ অনুরোধ কী ছিল?

উঃ মৃত্যুর পূর্বে লায়লীর শেষ অনুরোধ ছিল তার মৃত্যু সংবাদ যেন তার মা মজনুকে পৌছে দেয়।

৩৯। কে বাহরাম খানকে ‘দৌলত উজির’ উপাধিতে ভূষিত করেছিলেন?

উঃ চট্টগ্রামের নৃপতি নিযাম শাহ।

৪০। দেবীর কাছে ঈশ্বরী পাটুনী কী বর প্রার্থনা করেছিল?

উঃ “আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে এই বর প্রার্থনা করেছিল।”

৪১। দাসু ও বাসু কে?

উঃ দাসু ও বাসু ভবানন্দের ভৃত্য।

৪২। ‘মানসিংহ ভবানন্দ উপাখ্যান’ কগুলো অনুচ্ছেদে বিভক্ত?

উঃ ৪৫টি অনুচ্ছেদে বিভক্ত।

৪৩। বারমাস্যা কী?

উঃ মঙ্গল কাব্যে নায়ক-নায়িকার বারমাসের দুঃখের বিবরণকে বারমাস্যা বলে।

৪৪। ফুল্লরার বাবার নাম কী?

উঃ ফুল্লরার বাবার নাম সঞ্জয়কেতু।

৪৫। পদ্মাবতী কাব্য কোন ভাষা থেকে অনুদিত?

উঃ পদ্মাবতী কাব্য সংস্কৃত ভাষা থেকে অনুদিত ৷

৪৬। লায়লী-মজনু কাব্যে ঋতু পরিক্রমা কোন ভাষায় লেখা?

উঃ ব্রজবুলি ভাষায় লেখা।

৪৭। রাজা নয়ফল নজদ বনে কেন গিয়েছিলেন?

উঃ পশু শিকার করতে।

৪৮। কালকেতুর পিতার নাম কী?

উঃ কালকেতুর পিতার নাম ধর্মকেতু।

৪৯। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে?

উঃ চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি চতুর্দশ শতকের কবি মানিকদত্ত।

৫০। চৌতিশা কী?

উঃ চৌত্রিশটি বাংলা বর্ণের এক একটি বর্ণকে চরণের প্রথম শব্দের আদ্যাক্ষর রূপে প্রয়োগ করে বিরহী হৃদয়ের উপর এক এক মাসের প্রাকৃতিক স্বভাব বর্ণনার উদ্দেশ্যে একাধিক চরণ রচনার শৈল্পিক রীতির নাম চৌতিশা।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।

১। ফুল্লরার ও রত্নসেনের পরিচয় দাও। ১০০%

২। পদ্মাবতীর/লাইলীর রূপের বর্ণনা দাও। ১০০%

৩। কালকেতুর ধনপ্রাপ্তির বর্ণনা দাও। ১০০%

৪। কালকেতুর বিবাহের/ভোজনের বর্ণনা দাও। ১০০%

৫। দেবী অন্নদার ভবানন্দের গৃহে যাত্রার কারণ কী? ১০০%

৬। ‘পদ্মাবতী’ কাব্য অবলম্বনে সিংহল দ্বীপের বর্ণনা দাও। ১০০%

৭। “নগর পুড়িলে দেবালয়ে কি এড়ায়”- ব্যাখ্যা কর। ১০০%

৮। “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে”-এ উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর। ১০০%

৯। ‘আছিলাম একাকিনী বসিয়া কননে, আনিয়াছে তোর স্বামী বান্ধি নিজগুণে।”- কে, কেন এ কথা বলেছে? ১০০%

১০। রোমান্টিক প্রণয়োপাখ্যান কাকে বলে? ৯৯%

১১। মুকুন্দরামকে দুঃখবাদী কবি বলা হয় কেন? ৯৯%

১২। যাবনী মিশাল ভাষা কী? ব্যাখ্যা কর। ৯৯%

১৩। মানসিংহের বাংলায় আগমনের কারণ কী? ৯৯%

১৪। কয়েস চরিত্রে শিশুকালে কী কী বৈশিষ্ট্য দেখা যায়? ৯৯%

১৫। চৌতিশা কী? ‘লায়লী-মজনু’ কাব্যে চৌতিশার বিষয়গুলো আলোচনা কর। ৯৯%

১৬। ‘পদ্মাবতী’ কাব্যে শুকপাখির ভূমিকা সংক্ষেপে লেখ। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। “মধ্যযুগে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর মত এতবড় বাস্ত বধর্মী কবি আর জন্মগ্রহণ করেনি।” – কালকেতু উপাখ্যান অবলম্বনে আলোচনা কর। ১০০%

২। “কালকেতু উপাখ্যান” অবলম্বনে ফুল্লরার বারমাস্যর বর্ণনা দাও। ১০০%

৩। “উচ্চবর্ণের চরিত্র অপেক্ষা নিম্নবর্ণের চরিত্র অঙ্কনে ভারতচন্দ্র অধিক সাফল্য দেখিয়েছেন।” – আলোচনা কর। ১০০%

৪। ‘লায়লী-মজনু’ কাব্য কি সার্থক ট্র্যাজেডি? যুক্তিযুক্ত আলোচনা কর। ১০০%

৫। “লায়লী-মজনু” কাব্যে মজনু অপেক্ষা লায়লী অধিক সক্রিয়।” এ উক্তিটির যৌক্তিকতা দেখাও। ১০০%

৬৷ পদ্মাবতীর রূপ বর্ণনা কর। ১০০%

৭। আলাওলের ‘পদ্মাবতী’ কাব্যে বর্ণিত বাঙ্গালী সংস্কৃতির পরিচয় দাও। ১০০%

৮। “ভারতচন্দ্র বাগবৈদগ্ধের কবি”- উক্তিটির সত্যাসত্য বিচার কর। ১০০%

৯। “মুকুন্দরাম এ যুগে জন্মালে ঔপন্যাসিক হতেন।”- আলোচনা কর। ১০০%

১০। ‘মানসিংহ-ভবানন্দ’ উপাখ্যানে রিবৃত তৎকালীন সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও। ১০০%

১১। “কালকেতু উপাখ্যান” অবলম্বনে মুরাবী শীল চরিত্রটি বিশ্লেষণ কর। ৯৯%

১২। ‘পদ্মাবতী’ অনুবাদ কাব্য হলেও আলাওলের প্রতিভা ছিল মৌলিক।”— আলোচনা কর। ৯৯%

১৩। “মুকুন্দরাম ছিলেন গ্রামীণ সমাজের রূপকার।”-কালকেতু উপাখ্যান অবলম্বনে উক্তিটির সত্যতা বিচার কর। ৯৯%

১৪। রোমান্টিক প্রণয়োপাখ্যান হিসেবে ‘লায়লী-মজনু’ কাব্যের সার্থকতা বিচার কর। ৯৯%

১৫। ‘মানসিংহ-ভবানন্দ উপখ্যান’ অবলম্বনে ভারতচন্দ্রের ব্যঙ্গরস, নৈপুণ্যের পরিচয় দাও। ৯৮%