অনার্স দ্বিতীয় বর্ষ ২০২৩ বিভাগ দর্শন বিষয় মুসলিম দর্শন: ২২১৭০৩ রকেট স্পেশাল সাজেশন

#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

উঃ মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওয়াসিন বিন আতা।

২। ‘বাকা’ শব্দের অর্থ কী?

উঃ বাকা শব্দের অর্থ আল্লাহর ঐশী সত্তায় স্থায়িত্ব লাভ করা।

৩। ইসলামের চারটি মাযহাবের নাম লিখ।

উঃ ইসলামের চারটি মাযহাব হলো- ১. হানাফি ২. মালেকী ৩. শাফেয়ী ও ৪. হাম্বলী।

৪। হাসান আল-বসরি কে ছিলেন?

উঃ হাসান আল বসরি ছিলেন ওয়াসিল বিন আতার গুরু এবং সপ্তম ও অষ্টম শতকের মাঝামাঝি সময়ের একজন শ্রেষ্ঠ জ্ঞানতাপস ও দার্শনিক।

৫। কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : কাদরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মাবাদ-আল-জুহানী ।

৬। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক কে?/’কানুন-ফিত-তিব্ব’ কার লেখা?

উঃ ইবনে সিনা।

৭। ‘কদর’ শব্দের অর্থ কী?

উঃ কদর শব্দের অর্থ হলো শক্তি, মর্যাদা ও পরিমাপ।

৮। ‘সামা’ কী?

উঃ ‘সামা’ একপ্রকার আধ্যাত্মিক সঙ্গীত, যা চিশতিয়া তরিকার সুফিরা ব্যবহার করে।

৯। সুন্নী কাদের বলা হয়?

উঃ রাসুল (সঃ) এর আদেশ, নিষেধ এবং কর্মপ্রণালি অনুসরণকারীদের সুন্নী বলা হয়। 

১০। কিয়াস বলতে কী বুঝ?

উঃ কুরআন, হাদিস ও ইজমার ভিত্তিতে কোনো নতুন সমস্যার সাদৃশ্যমূলক সিন্ধান্তের নাম কিয়াস।

১১। ‘জবর’ শব্দটির অর্থ কী?

উঃ বাধ্যবাধকতা, নিয়তি বা অদৃষ্ট।

১২। “মুরজীয়া” শব্দের অর্থ কী?

উঃ “মুরজীয়া” শব্দের অর্থ স্থগিতকারী, মুলতুবিকারী ও বিলম্বকারী ।

১৩। শিয়া কাদের বলা হয়?

উঃ হযরত আলীর সমর্থক দলকে শিয়া নামে অভিহিত করা হয়।

১৪। ইসলামের পাঁচটি স্তম্ভ কী কী?

উঃ ইসলামের পাঁচটি স্তম্ভ হলো- ১. ইমান বা কালেমা, নামাজ, ৩. রোজা, ৪. হজ ও ৫. যাকাত।

১৫। ‘খারিজি’ শব্দের অর্থ কী?

উঃ ‘খারেজী’ শব্দের অর্থ দলত্যাগী।

১৬। আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

উঃ আশারীয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আবুল হাসান আল-আশারী ।

১৭। আশারিয়াদের মতে কুরআন কী সৃষ্ট?

উঃ আশারিয়াদের মতে, কুরআন সৃষ্ট নয় চিরন্তন।

১৮। মুহাজির কারা?

উঃ মক্কার হাশেমী ও কুরাইশ গোত্রের যারা মদিনায় হিজরত করেছিলেন তারা মুহাজির।

১৯। শরিয়ত শব্দের অর্থ কী?

উঃ এক কথায় বলতে ইসলামি জীবন বিধানকে বুঝায় ।

২০। ‘সিফাত’ অর্থ কী?

উঃ ‘সিফাত’ অর্থ গুণ।

২১। মুরজীয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

উঃ মুরজীয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন আবদুল্লাহ বিন ওমর।

২২। মুতাযিলাদের মতে কুরআন নিত্য না সৃষ্ট?

উঃ আল্লাহর সৃষ্টি ।

২৩। ফালাসিফা সম্প্রদায়ের তিনজন দার্শনিকের নাম লিখ।

উঃ ফালাসিফা সম্প্রদায়ের তিনজন দার্শনিক হলেন- আল কিন্দি, আল ফারাবি ও ইবনে সিনা।

২৪। ইসলামের পাঁচটি স্তম্ভ কী কী?

উঃ ইসলামের পাঁচটি স্তম্ভ হলো- (i). ঈমান বা কালেমা; (ii) নামাজ; (iii) রোজা; (iv) হজ ও (v) যাকাত ।

২৫। ‘একত্ব ও ন্যায় বিচারের ধারক’ কাদেরকে বলা হয়?

উঃ মুতাজিলা ।

২৬। মুসলিম দর্শনে দু’জন পরমাণুবাদীর নাম লিখ।

উঃ মুসলিম দর্শনে দু’জন পরমাণুবাদীর নাম হলো- ১.আল- বাকিল্লানি ও ২. আল- মাতুরিদী ।

২৭। “শরীয়ত” এর অর্থ কী?

উঃ শরীয়ত এর অর্থ হলো পথ বা রাস্তা ও পদ্ধতি।

২৮। মুসলিম দর্শনের প্রধান উৎসগুলোর নাম লিখ।

উঃ (ক) অভ্যন্তরীণ উৎস ও (খ) বাহ্যিক উৎস।

২৯। সুফিদের প্রধান উদ্দেশ্য কী?

উঃ ঐশী সত্তার উপলব্ধি বা বোধই সুফিবাদের প্রধান উদ্দেশ্য ।

৩০। ইখওয়ানুস সাফাদের রচিত বইয়ের নাম কী?

উঃ রাসাইল-ই-ইখওয়ানুস সাফা।

৩১। ‘শরীয়ত’ শব্দের অর্থ কী?

উঃ শরীয়ত এর অর্থ হলো পথা বা রাস্তা ও পদ্ধতি ।

৩২। মুরজিয়া শব্দের অর্থ কী?

উঃ মুরজিয়া শব্দের অর্থ স্থগিতকারী, বিলম্বকারী, ও মুলতুবিকারী ।

৩৩। আশারীয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

উঃ আশারীয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হাসান আল আশারী।

৩৪। সুফিবাদের চারটি মূলনীতি কী কী?

উঃ সুফিবাদের চারটি মূলনীতি হলো— ১. তওবা, ২. পরিবর্তন, ৩. আত্মসমর্পণ ও ৪. ধৈর্য।

৩৫। ইসলামের দুটি মাযহাবের নাম লিখ।

উঃ হানাফী ও মালেকী।

৩৬। আল হোসাইন বিন মনসুর হাল্লাজ কে?

উঃ আল-হোসাইন বিন মনসুর হাল্লাজ হলেন বিশিষ্ট সুফি সাধক, যিনি ঘোষণা করেছিলেন যে, আনাল হক অর্থাৎ আমিই সত্য।

৩৭। সুফিদের চারটি পথের নাম লেখ।

উঃ সুফিবাদের চারটি পথ হলো : (i) শরীয়ত (ii) তরীকত (iii) মারেফাত ও (iv) হকীকত।

৩৮। হানাফী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

উঃ হানাফী মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা।

৩৯। ‘ওয়াসিল বিন আতা’ কার শিষ্য?

উঃ ওয়াসিল বিন আতা ইমাম হাসান আল-বসবির শিষ্য ছিলেন।

৪০। ‘সুফি’ শব্দের অর্থ কী?

উঃ সুফি শব্দটি এসেছে আসহাবে সুফফা থেকে যার অর্থ বারান্দায় বসে ধ্যানমগ্ন থাকা।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। আশারিয়া ও মুতাজিলা কারা? ১০০%

২। সূফীবাদ কী? এর অর্থ কি?  সূফীর বৈশিষ্ট্য কী? ১০০% 

৩। মুসলিম দর্শন ও ইসলামি দর্শনের পার্থক্য কী? ১০০%

অথবা, মুসলিম দর্শনের সাথে ইসলামি দর্শনের পার্থক্য দেখাও।

৪। ইসলামের ধর্মতাত্ত্বিক সম্প্রদায়ের উৎপত্তির কারণ কী? ১০০%

৫। ‘ইচ্ছার স্বাধীনতা’ সম্পর্কে জাবারিয়াদের/মুতাজিলাদের ধারণা কী? ১০০%

৬। খারেজী সম্প্রদায়ের সম্পর্কে একটি টীকা লিখ। ১০০%

৭। আল্লাহর গুণাবলী সম্পর্কে মুতাজিলা মতবাদ আলোচনা কর। ১০০%

৮। মুতাজিলাদের প্রধান পাঁচটি মতবাদ আলোচনা কর। ১০০%

৯। ফানা ও বাকা কি? এ সম্পর্কে সুফি মতবাদ ব্যাখ্যা কর। ১০০%

১০। শরীয়ত কী? ব্যাখ্যা কর। ৯৯%

১১। সুফীবাদ ও গোঁড়া মুসলমানদের মধ্যে পার্থক্য কী? ৯৯%

১২। ইসলামে নারীর অধিকারগুলো কী? ৯৯%

১৩। মুসলিম দর্শনের প্রকৃতি আলোচনা কর। ৯৯%

১৪। আল্লাহর সিফাত সম্পর্কে মুতাজিলাদের মতবাদ লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 

১। সমালোচনাসহ আশারিয়া পরমাণুবাদ ব্যাখ্যা কর। ১০০%

২। সূফীবাদ কী? সূফীবাদের মূলনীতিসমূহ আলোচনা কর। ১০০%

৩। আধুনিক বিজ্ঞানে ইসলামের অবদান মূল্যায়ন কর। ১০০%

৪। মুসলিম দর্শনে ইখওয়ানুস সাফাদের অবদান আলোচনা কর। ১০০%

৫। আশারিয়া কিভাবে কোরআনের নিত্যতা ও আল্লাহর দর্শন প্রমাণ করেন? ১০০%

৬। মুতাজিলা কারা? মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওয়াসিল বিন আতা সম্পর্কে বিস্তারিত লিখ। ১০০%

অথবা, মুতাজিল কারা? ওয়াসিল বিন আতার যে কোনো একটি মতবাদ আলোচনা কর।

৭।  কাদেরিয়া সম্প্রদায় কাদেরকে বলা হয়? কাদেরিয়া কিভা‌বে ইচ্ছার স্বাধীনতা প্রমাণ করে? ১০০%

৮। মুসলিম দর্শন কী? মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উত্থাপিত আপত্তি/অভিযোগগুলো খণ্ডন কর। ১০০%

৯। মুসলিম দর্শন কী? মুসলিম দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা কর। ১০০%

১০। আল্লাহর একত্ব, গুণাবলী ও কুরআনের নিত্যতা সম্পর্কে মুতাজিলাদের মতবাদ আকার কর। ১০০%

১১। ইসলাম ও মানবাধিকার সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও। ৯৯%

১২। ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে জাবারিয়া ও কাদারিয়া মতবাদ ব্যাখ্যা কর। ৯৯%

১৩। মুসলিম দর্শনে দার্শনিক সম্প্রদায়ের উত্পত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর। ৯৯%

১৪। কুরআনের নিত্যতা ও দিব্য দর্শন সম্পর্কে মুতাজিলাদের মতবাদ ব্যাখ্যা কর। ৯৮%