অনার্স দ্বিতীয় বর্ষ ২০২৩ বিভাগ ভূগোল পরিবেশ বিষয় অর্থনৈতিক ভূগোল ২২৩২০৫ রকেট স্পেশাল সাজেশন

#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]

১। পূর্ণরূপ লিখ-ASEAN, NAFTA, BIMSTEC, OPEC, 

২। Hard currency বলতে কী বুঝায়? 

উঃ আন্তর্জাতিক বাণিজ্যে যে মুদ্রা ব্যবহার করা হয়, তাকে Hard Currency বা আন্তর্জাতিক মুদ্রা বলে ।

৩। কোন দেশকে ধীবরের দেশ বলা হয়? 

উঃ নরওয়েকে ধীবরের দেশ বলা হয়।

৪। বিশ্বায়ন বলতে কী বুঝ? 

উঃ বিশ্বায়ন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অর্থনীতি, বাণিজ্য, শিল্পায়ন, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ ইত্যাদি বিশ্বব্যাপী নিবিড়ভাবে সম্পর্কযুক্ত হয়ে একটি সামগ্রিক সম্পদের মধ্যে পৃথিবীর সকল মানুষকে নিয়ে আসার প্রচেষ্টা।

৫। ‘White Collar Workers’ কোন শ্রেণির অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত? 14,19

উঃ ‘White coller Workers’ চতুর্থ পর্যায়ের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত।

৬। আইসোডোপেন কী? 

উঃ আইসোডোপেন হলো কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের মিলিত বা যৌথ বা মোট পরিবহণ ব্যয় রেখাকে বোঝায়।

৭। জাতীয় আয় নির্ণয়ের সূত্রটি লিখ। 

উঃ আয়ের দিক থেকে জাতীয় আয় = খাজনা + মজুরি + সুদ + মুনাফা। = ব্যয়ের দিক থেকে জাতীয় আয় = ভোগ + বিনিয়োগ বা C+1।

৮। নবায়নযোগ্য শক্তির দুটি উদাহরণ দাও। 

উঃ নবায়নযোগ্য শক্তির দুটি উদাহরণ হলো-(i) সূর্যশক্তি ও (ii) সমুদ্র স্রোত।

৯। গ্র্যান্ড ব্যাংক কী? 

উঃ গ্র্যান্ড ব্যাংক হলো পৃথিবীর বিখ্যাত মৎস্যচারণ ক্ষেত্র, যা আটলান্টিক মহাসাগরে অবস্থিত।

১০। পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক ব্লক কোনটি? 

উঃ পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক ব্লক হলো ইউরোপীয় ইউনিয়ন।

১১। দু’টি অনবায়নযোগ্য সম্পদের নাম লিখ।

উঃ দু’টি অনবায়নযোগ্য সম্পদের নাম হলো- কয়লা ও প্রাকৃতিক গ্যাস।

১২। একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম লিখ।

উঃ একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদ হলেন ওয়াল্টার ক্রিস্টোলার (Walter Christaller)।

১৩। অর্থনৈতিক ভূগোলের বিষয়বস্তুর মূল উপাদানগুলো কী?

উঃ অর্থনৈতিক ভূগোলের বিষয়বস্তুর মূল উপাদান হলো মানুষ, পরিবেশ এবং মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড।

১৪। অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা দাও ।

উঃ প্রাকৃতিক পরিবেশ অনুসারে অর্থনৈতিক কর্মকাণ্ডের অনুশীলনই হচ্ছে অর্থনৈতিক ভূগোল ।

১৫। ট্রাক কৃষি কী?

উঃ বিস্তৃত অঞ্চল জুড়ে ব্যবসায়ের উদ্দেশ্যে শাকসবজি ও তরিতরকারি চাষকে সবজি কৃষি বা ট্রাক কৃষি বলে।

১৬। প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল বৈশিষ্ট্য উল্লেখ কর।

উঃ প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কাজের উৎস হচ্ছে প্রাকৃতিক সম্পদ ।

১৭। শিল্পের ক্ষেত্রে ‘ভৌগোলিক স্থিতিপ্রবণতা’ বলতে কী বুঝায়?

উঃ শিল্পক্ষেত্রে ‘ভৌগোলিক স্থিতিস্থাপকতা’ বলতে শিল্পের এমন একটি পর্যায় বর্ণনা করে যেখানে একটি শিল্প তার পূর্ববর্তী স্থানে চালানোর জন্য পছন্দ করে তবে সেখানে প্রয়োজনীয় প্রধান কাঁচামালের উৎস হ্রাস পায়।

১৮। কুইনারি অর্থনৈতিক কর্মকাণ্ডের দু’টি উদাহরণ দাও।

উঃ কুইনারি অর্থনৈতিক কর্মকাণ্ডের দু’টি উদাহরণ হলো (i) উন্নত প্রযুক্তিভিত্তিক চিকিৎসা, (ii) জি.আই.এস সংক্রান্ত কাজ ।

১৯। ‘Blue-color worker’ কোন শ্রেণির অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত?

উঃ ‘Blue-color worker’ দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড।

২০। পৃথিবীর কোন অঞ্চলে পর্ণমোচী বৃক্ষের অরণ্য দেখা যায়?

উঃ ভারত, জাপান, চীন, ব্রাজিল, মধ্য রাশিয়ার পার্বত্য অঞ্চল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপেলেসিয়ান পর্বত, দক্ষিণ চিলি প্রভৃতি অঞ্চলে পর্ণমোচী বৃক্ষের অরণ্য দেখা যায়।

২১। ‘খনিজ তেল উত্তোলন’ এবং ‘খনিজ তেল রপ্তানি’ কোনটি কোন শ্রেণির অর্থনৈতিক কর্মকাণ্ড?

উঃ খনিজ তেল উত্তোলন প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং খনিজ তেল রপ্তানি ৩য় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড !

২২। চিনি উৎপাদনে কোন দেশ বিশ্বে শীর্ষস্থানীয়?

উঃ চিনি উৎপাদনে কিউবা বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। 

২৩। ধান চাষ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড?

উঃ ধান চাষ প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড।

২৪। স্বয়ংভোগী কৃষি কাকে বলে?

উঃ যে কৃষি ব্যবস্থায় অধিবাসীরা কেবলমাত্র তাদের দৈনন্দিন জীবনের চাহিদা অনুযায়ী ফসলাদি উৎপাদন করে তাকে স্বয়ংভোগী কৃষি বলে।

২৫। সম্পদ কী?

উঃ সম্পদ বলতে চাহিদার তুলনায় কম ও বিনিময়যোগ্য, যার উপযোগিতা রয়েছে এরূপ মূল্যবান দ্রব্যকে সম্পদ বলা হয় ।

২৬। পৃথিবীর সর্বোৎকৃষ্ট মৎস্যক্ষেত্র কোনটি?

উঃ পৃথিবীর সর্বোৎকৃষ্ট মৎস্যক্ষেত্র হলো ডগার্স ব্যাংক।

২৭। ভারত মহাসাগরের দু’টি সমুদ্রবন্দরের নাম লিখ।

উঃ ভারত মহাসাগরের দু’টি সমুদ্রবন্দরের নাম হলো- কলম্বো সমুদ্র বন্দর ও কক্সবাজার সমুদ্র বন্দর।

২৮। রাবার কী?

উঃ রাবার হলো হভিয়া ব্রাজিলিয়েন্সিস নামক গাছের রস বা আঠা।

২৯। শক্তি সম্পদ বলতে কী বুঝ?

উঃ শক্তিকে কাজে রূপান্তরিত করলে যে কার্যকারিতা বা উপযোগিতা প্রকাশ প্রায়, তাই হলো শক্তি সম্পদ।

৩০। সড়কপথের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উঃ সড়কপথের দুটি বৈশিষ্ট্য হলো- ১. সড়কপথে দেশের যেকোনো স্থানে যে-কোনো সময় যাত্রা করা যায়।

২. সড়কপথের যানবাহন তুলনামূলকভাবে কম দ্রুতগামী হয়।

৩১। অর্থনৈতিক কর্মকাণ্ডের দু’টি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উঃ অর্থনৈতিক কর্মকাণ্ডের দু’টি বৈশিষ্ট্য হলো-(ক) প্রকৃতি হতে সম্পদ আহরণ করা ও (খ) মানুষের স্থায়ী সম্পদ সৃষ্টি করা।

৩২। রেমিট্যান্স কি জি.ডি.পি-এর অন্তর্ভুক্ত?

উঃ রেমিট্যান্স জি.ডি.পি নয় এটি জি.এন.পি।

৩৩। নিবিড় কৃষি কী?

উঃ যে কৃষিব্যবস্থায় জমিতে বেশি শ্রমিক নিয়োগ করে, সার সরবরাহ করে, নতুন নতুন কৃষিযন্ত্র, কলাকৌশল ও মূলধন প্রয়োগ করে অধিক ফসল উৎপাদন করাকে প্রগাঢ়

বা নিবিড় কৃষি বলে।

৩৪। তুলা উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশের নাম কী?

উঃ তুলা উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হলো চীন।

৩৫। নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদের মূল পার্থক্য কী?

উঃ নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করলে হ্রাস পায় না বা হ্রাস পেলেও স্বাভাবিক নিয়মে তা পূরণ হয়। আর অনবায়নযোগ্য সম্পদ ব্যবহারের ফলে হ্রাস পায় এবং স্বাভাবিকভাবে তা পূরণ হয় না কিংবা একেবারে শেষ হয়ে যায় ।

৩৬। W. Alexander রচিত অর্থনৈতিক ভূগোল বইটির নাম উল্লেখ কর।

উঃ J. W. Alexander রচিত অর্থনৈতিক ভূগোল বইটির নাম “Economic geography.

৩৭। জি.এন.পি কী?

উঃ জি.এন.পি বলতে Gross National Product বা মোট জাতীয় উৎপাদনকে বোঝায়। 

৩৮। আন্তর্জাতিক পরিবহণ নেটওয়ার্ক কী?

উঃ পার্শ্ববর্তী দেশের মধ্যে চুক্তির মাধ্যমে মহাদেশীয় পরিবহণ ব্যবস্থাকে আন্তর্জাতিক পরিবহণ নেটওয়ার্ক বলে।

৩৯। সেবা কেন্দ্র বলতে কী বুঝ?

উঃ সেবা কেন্দ্র হচ্ছে ঐ অঞ্চল যেখান থেকে প্রত্যেক স্তরের মানুষ পণ্য সুবিধা পেয়ে হয়ে থাকে।

৪০। বাজার নীতি বা K, নীতি কী?

উঃ বাজার নীতি অনুসারে প্রতিটি Higher order centre তার নিজের অংশ এবং তার বাজার সংলগ্ন ৬টি Lower order centre এর প্রত্যেকটি ১/৩ অংশ করে সেবা প্রদান করে থাকে। অর্থাৎ কোনো কেন্দ্র তার পূর্ববর্তী কেন্দ্রের তুলনায় তিনগুণ বেশি জনসংখ্যাকে সেবা প্রদান করবে। এই প্রকার বিন্যাসকে বাজার নীতি বা K, বলে।

৪১। বিশ্ব কৃষি অঞ্চলকে হুইটলেসী কয়টি অঞ্চলে বিভক্ত করেন?

উঃ হুইটলেসি বিশ্ব কৃষি অঞ্চলকে ১৩টি অঞ্চলে ভাগ করেছেন।

৪২। উত্তমালা অন্তরীণ পথ কে আবিষ্কার করেন?

উঃ উত্তমালা অন্তরীণ পথ ভাস্কো-দা-গামা আবিষ্কার করেন।

৪৩। “Economic Geography of Bangladesh” গ্রন্থটির “প্রণেতা কে?

উঃ “Economic Geography of Bangladesh” গ্রন্থটির প্রণেতা হারুনূর রশিদ।

৪৪। কুইনারী অর্থনৈতিক কর্মকাণ্ডের দু’টি উদাহরণ দাও।

উঃ কুইনারি অর্থনৈতিক কর্মকাণ্ডের দুটি উদাহরণ হলো- উন্নত প্রযুক্তিভিত্তিক চিকিৎসা ব্যবস্থা ও জি.আই.এ সংক্রান্ত কাজ ।

৪৫। উর্বর অর্ধচন্দ্রাকৃতি ভূমি কোথায় অবস্থিত?

উঃ ভূমধ্যসাগরের তীর ঘেষে অর্ধচন্দ্রাকৃতি উর্বর ভূমি অবস্থিত।

৪৬। ‘Geography of Economic’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ ‘Geography of Economic’ গ্রন্থটির রচয়িতা Michacl E. Eliot Hurst.

৪৭। বিশ্ব কৃষি অঞ্চলকে হুইটলেসি কয়টি অঞ্চলে বিভক্ত করেছেন?

উঃ হুইটলেসি বিশ্ব কৃষি অঞ্চলকে ১৩টি অঞ্চলে ভাগ করেছেন।

৪৮। বাংলাদেশের ‘সাদা স্বর্ণ’ কী?

উঃ বাংলাদেশের চিংড়িকে সাদা স্বর্ণ বা হোয়াইট গোল্ড বলে ।

৪৯। ‘Geography : A Modern Synthesis’ গ্রন্থের লেখক কে?

উঃ ‘Geography : A Modern Synthesis’ গ্রন্থের লেখক Peter Haggett.

৫০। খনিজ তেল উৎপাদনের বিশ্বের শীর্ষস্থানীয় দেশের নাম কী?

উঃ খনিজ তেল উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হলো সৌদি আরব।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। অর্থনৈতিক ভূগোলের গুরুত্ব লেখ। ১০০%

২। চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের বৈশিষ্ট্য লেখ। ১০০%

অথবা, প্রথম/দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের বৈশিষ্ট্য লেখ। 

৩। বাগানকৃষির বৈশিষ্ট্যসমূহ লেখ। ১০০%

৪। সম্পদ সংরক্ষণের সাধারণ কৌশলসমূহ বর্ণনা কর। ১০০%

৫। আন্তর্জাতিক বাণিজ্যে সুয়েজ খালের গুরুত্ব আলোচনা কর। ১০০%

অথবা, পানামা খালপথের অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব লিখ। 

৬। কার্ল মার্কসের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্তরসমূহ আলোচনা কর। ১০০%

৭। শিল্পের স্থানীয়করণের নিয়ামকসমূহ ব্যাখ্যা কর। ১০০%

৮। প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব আলোচনা কর। ১০০%

৯। রাবার চাষের অনুকূল ভৌগলিক নিয়ামকসমূহ লিখ। ১০০%

১০। আন্তর্জাতিক বাণিজ্য কৌশল সংক্ষেপে লিখ। ১০০%

১১। দেশীয় উৎপাদনে গ্রামীণ খাতের অবদান ব্যাখ্যা কর। ৯৯%

১২। অর্থনৈতিক ভূগোলের বিষয়বস্তু লিখ। ৯৯%

১৩। নবায়নযোগ্য ও অ নবায়নযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%

১৪। W.W. Rostov এর অর্থনৈতিক প্রবৃদ্ধির স্তরসমূহ লিখ। ৯৯%

১৫। BIMSTEC কী? এর লক্ষ্য ও উদ্দেশ্য লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। অর্থনেতিক ভূগোলের সংজ্ঞা দাও এবং এর পরিধি ও বিষয়বস্তু  আলোচনা কর। ১০০%

২। গম উৎপাদনের নিয়ামক ও বিশ্ববণ্টন আলোচনা কর। ১০০%

৩। যেকোনো একটি উন্নত দেশের লৌহ ও ইস্পাত শিল্পের বিবরণ দাও। ১০০%

৪। উত্তর আটলান্টিক সমুদ্রপথের বিবরণ দাও এবং বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে এর গুরুত্ব লেখ। ১০০%

৫। আলফ্রেড ওয়েবারের শিল্প অবস্থান তত্ত্ব আলোচনা কর। ১০০%

৬। বিশ্ববাণিজ্য প্রসারে পরিবহণের ভূমিকা বিশ্লেষণ কর। ১০০%

৭। উতপাদন ও আন্তর্জাতিক বাণিজ্যসহ পৃথিবীর তুলা/চা উত্পাদনকারী অঞ্চলের বর্ণনা দাও। ১০০%

৮। জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলো উল্লেখ কর এবং জাতীয় আয় পরিমাপের গুরুত্ব ও পদ্ধতি ব্যাখ্যা কর। ১০০%

৯। বাংলাদেশের মোট জাতীয় উতপাদনে প্রধান তিনটি খাতের অবদান মূল্যায়ন কর। ১০০%

১০। বিশ্বে খনিজ তেল সরবরাহে মধ্যপ্রাচ্যের ভূমিকা আলোচনা কর। ১০০%

১১। উন্নয়নশীল দেশসমূহের প্রেক্ষাপটে বিশ্বায়নের ফলাফল আলোচনা কর। ৯৯%

১২। কৃষি পদ্ধতির শ্রেণিবিভাগ কর। স্বয়ংভোগী কৃষি ও বাণিজ্যিক কৃষির বিবরণ দাও। ৯৯%

১৩। ভন থুনেনের কৃষি অবস্থান তত্ত্বটি ব্যাখ্যা কর। ৯৯%

১৪। অর্থনৈতিক ব্লক বলতে কি বুঝ? ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে বিস্তারিত লিখ। ৯৯%

১৫। কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল প্রাকৃতিক অবস্থা বর্ণনা কর। যেকোনো এক‌টি উন্নত দেশের কার্পাস বয়ন শিল্পের বর্ণনা দাও। ৯৯%