
১. ফিলাডেলফিয়া সম্মেলনকে সাংবিধানিক সম্মেলন বলা হয় কেন?
উত্তর: মার্কিন সংবিধানের জন্মলগ্ন ঘোষিত হওয়ার ফিলাডেলফিয়া সম্মেলনকে সাংবিধানিক সম্মেলন বলা হয়।
২. মার্কিন সংবিধানের জন্মলগ্ন ঘোষিত হয় কবে কোন সম্মেলনে?
উত্তর: ১৭৮৭ সালে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে ফিলাডেলফিয়া সম্মেলনে মার্কিন সংবিধানের জন্মলগ্ন ঘোষিত হয়।
৩. মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধান কোনটি?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধান হল- ফিলাডেলফিয়া সম্মেলনে গৃহীত সংবিধান।
৪. মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধান কয়টি রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হয়?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধান প্রথমে ১২ এবং শেষ পর্যন্ত ১৩টি রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হয়।
৫.মার্কিন সংবিধান কবে ব গৃহীত ও অনুমোদিত হয়?
উত্তর: মার্কিন সংবিধান ১৭৮৭ সালে গৃহীত ও অনুমোদিত হয়।
৬ . মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকরিত লাভ করে কবে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ১৭৮৯ সালে কার্যকারিতা লাভ করে।
৭.১৭৮৭ সালের মার্কিন সংবিধানের অনুচ্ছেদ ছিল কয়টি?
উত্তর: ১৭৮৭ সালের মার্কিন সংবিধানে ৭টি অনুচ্ছেদ ছিল।
৮. এ পর্যন্ত মার্কিন সংবিধানের সংশোধন গৃহীত হয়েছে কয়টি?
উত্তর: এ পর্যন্ত ২৬ বার মার্কিন সংবিধানের সংশোধনী গৃহীত হয়েছে।
৯. মার্কিন সংবিধানে সংশোধন পদ্ধতি দুটি কি কি?
উত্তর: মার্কিন সংবিধানের সংশোধন পদ্ধতি দুটি হল- ১. সংশোধনী প্রস্তাব উত্থান, ২. সংশোধনী প্রস্তাব অনুমোদন।
১০ . মার্কিন যুক্তরাষ্ট্রের যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতার উৎস কোনটি?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতার উৎস সংবিধান।
১১. কোন দেশের সংবিধান বিশ্বের সর্বপ্রাচীন লিখিত সংবিধান?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের সর্বপ্রাচীন লিখিত সংবিধান।
১২ . বিশ্বের সংক্ষিপ্ততম সংবিধান কোনটি?
উত্তর: বিশ্বের সংক্ষিপ্ততম সংবিধান হল মার্কিন সংবিধান।
১৩ . মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রকৃতি কিরূপ?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রকৃতি যুক্তরদ্রীয়।
১৪. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান ও চরম আইন কোনটি?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান ও চরম আইন হল সংবিধান।
১৫. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের সর্বপ্রথম বৈশিষ্ট্য কোনটি?
উত্তর। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল এর যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি। বা
১৬. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের তাত্ত্বিক ভিত্তি কোন নীতির উপর প্রতিষ্ঠিত।
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের তাত্ত্বিক ভিত্তি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত।
১৭. কার হাতে ক্ষমতাস্থতন্ত্রীকরণ নীতির চরম বিকাশ সাধিত হয়?
উত্তর: মন্টেছু এবং ব্লাকস্টেনের হাতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির চরম বিকাশ সাধিত হয়।
১৮. সামগ্রিক বিচারে মার্কিন সংবিধানের কাঠামো কোন দুটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত।
উত্তর: সামগ্রিক বিচারে মার্কিন সংবিধানের কাঠামো ক্ষমতাস্থতন্ত্রীকরণ নীতি এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির উপর প্রতিষ্ঠিত।
১৯. নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কি?
উত্তর: যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় সরকারের তিনটি বিভাগের প্রত্যেকটি এমন কতকগুলো আনুষ্ঠানিক উপায় লাভ করে, যা দ্বারা একটি অপরাধ দুটি বিভাগের দ্বারা স্ব স্ব সাংবিধানিক ক্ষমতার লক্ষণ নিবৃত্ত করতে পারে তাকে নিয়ন্ত্রণ
ও ভারসাম্য নীতি বলা হয়।
২০. মার্কিন সংবিধানের ব্যবহারিত ভিত্তি কোন নীতির উপর প্রতিষ্ঠিত?
উত্তর: মার্কিন সংবিধানের ব্যবহারিক ভিত্তি ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির উপর প্রতিষ্ঠিত।
২১. নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির মূল কথা কি?
উত্তর: নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির মূল কথা হল- এক বিভাগের ক্ষমতা অন্য বিভাগের সহযোগিতায় ও সম্মতিতে প্রয়োগ করা।
২২. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিকে যে দুভাবে প্রয়োগ করা হয়েছে তা কি কি?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিকে যে দুভাবে প্রয়োগ করা হয়েছে তাহল-
১. প্রতিষ্ঠানগত নিয়ন্ত্রণ,
২. ক্ষমতা ব্যবহার সংক্রান্ত নিয়ন্ত্রণ।
২৩. আমেরিকা মহাদেশের নামকরণ করা হয় কার নামানুসারে?
উত্তর: আমেরিগোভেসপুচি এর নামানুসারে।
২৪. আয়তনে আমেরিকার সবচেয়ে বড় অঙ্গরাজ্য কোনটি?
উত্তর: আলাস্কা।
২৫. আমেরিকার কৃষ্ণাঙ্গরা কত খ্রিস্টাব্দে ভোটাধিকার পায়?
উত্তর: ১৯৩৬ সালে ভোটাধিকার পায়।
২৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: ফ্রাঙ্কলিন ডি রুজভেট/ হেনরি এস ট্রুম্যান।
খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন
ফিলাডেলফিয়া সম্মেলন সম্পর্কে কী জান?
মার্কিন সংবিধান সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয় উল্লেখ কর।
মার্কিন সংবিধানে বর্ণিত জনগণের সার্বভৌমত্বের ধারণা ব্যাখ্যা কর।
মার্কিন সংবিধান সংশোধন পদ্ধতি কী কী?
মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির যথাযথ প্রয়োগ সম্ভব হয়েছে কী?
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির গুরুত্ব আলোচনা কর।
নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কী বুঝ?
মার্কিন আইনসভার উপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির প্রয়োগ দেখাও।
মার্কিন শাসনবিভাগের উপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির প্রয়োগ ব্যাখ্যা কর।
মার্কিন বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির প্রয়োগ দেখাও।
মার্কিন রাষ্ট্রপতি সম্পর্কে যা জান লিখ।
মার্কিন রাষ্ট্রপতি পদের যোগ্যতাগুলো উল্লেখ কর।
মার্কিন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আলোচনা কর।
মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎস কী কী?
মার্কিন প্রেসিডেন্টের উপর সিনেটের নির্বাহী ক্ষমতার প্রভাব দেখাও।
গ বিভাগ রচনামূলক প্রশ্ন
মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
জাতীয় নেতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ভূমিকা আলোচনা কর।
মার্কিন রাষ্ট্রপতি ও কংগ্রেসের মধ্যে সম্পর্ক আলোচনা কর।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রপতির ভূমিকা আলোচনা কর।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? কংগ্রেসের সাথে তাঁর সম্পর্ক আলোচনা কর।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলির তুলনামূলক আলোচনা কর।