ক-বিভাগ
সামাজিক কার্যক্রম সমাজকর্মের কোন ধরনের পদ্ধতি?
উত্তর৷ সামাজিক কার্যক্রম সমাজকর্মের একটি সহায়ক পদ্ধতি ।
সমাজকর্মে কারা প্রথম সামাজিক কার্যক্রম গ্রহণ করেছিলেন?
উত্তর৷ সমাজকর্মে প্রথম সামাজিক কার্যক্রমকে গ্রহণ করেছিলেন জেন অ্যাডামস, লিলিয়্যান ওয়ার্ল্ডাস, ফ্লোরেন্স কেলি
প্রমুখ সমাজকর্মীবৃন্দ ।
সামাজিক কার্যক্রম কী?
উত্তর৷ সমাজে বিদ্যমান রীতিনীতির প্রথা সামাজিক অগ্রগতির পথে বাধার সৃষ্টি করে যেসবের দূরীকরণ বা সংশোধনের জন্য সমাজকর্মী কর্তৃক দলীয় প্রচেষ্টাকে সামাজিক কার্যক্রম বলা হয়।
Robert L. Barker সম্পাদিত গ্রন্থের নাম কী?
উত্তরা The Social Work Dictionary.
‘Introduction to Social Welfare’ গ্রন্থের লেখক কে?
উত্তরu W.A Friedlander.
একজন লেখক প্রদত্ত সামাজিক কার্যক্রমের সংজ্ঞা দাও।
উত্তর৷ আর্থার ডানহাম এর মতে, “সামাজিক কার্যক্রম হচ্ছে এমন একটি সম্মিলিত প্রচেষ্টা, যার মাধ্যমে সমাজের বাঞ্ছিত পরিবর্তন আনা অথবা অবাঞ্চিত পরিবর্তনকে বাধা প্রদান করা হয়।”
সামাজিক কার্যক্রমের ৩টি নীতি লিখ।
উত্তর৷ সামাজিক কার্যক্রমের ৩টি নীতি হলো :
ক. বিশ্বাসযোগ্যতা স্থাপন বা অর্জনের নীতি,
খ. বৈধকরণ নীতি ও
গ. নাটিকীয়তা প্রদানের নীতি ।
ড. ডি পাল চৌধুরী এর মতে সামাজিক কার্যক্রমের স্তর কয়টি?
উত্তর॥ ড.ডি পাল চৌধুরী এর মতে সামাজিক কার্যক্রমের স্তর ৪টি।
মনীষী R. Lees সামাজিক কার্যক্রমের কয়টি পর্যায়ের কথা বলেছেন।
উত্তর৷ মনীষী R. Lees সামাজিক কার্যক্রমের ৪টি পর্যায়ের কথা করা হয়েছে।
সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য কী কী পদক্ষেপ বা কৌশল অবলম্বন করা যায়?
উত্তর৷ জনগণকে সচেতন করার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা যায় সেগুলো হলো : জারি ও সারি গান, রেডিও, টিভি, সিনেমা, পত্রিকা, পোস্টার, সভা, সেমিনার, ওয়ার্কশপ ও দলীয় আলোচনা।
সামাজিক কার্যক্রমের তথ্য সংগ্রহের উৎস বা কৌশল কী?
উত্তর পত্র-পত্রিকার খরচ, সামাজিক জরিপ, দক্ষ সমাজকর্মীর পর্যবেক্ষণ, অপূরিত চাহিদা, কেইস রেকর্ড প্রভৃতি।
‘Social Work Year Book’ এ সামাজিক কার্যক্রমের কয়টি উপাদানের কথা উল্লেখ করা হয়েছে ?
উত্তর৷ ৫টি উপাদানের কথা উল্লেখ করা হয়েছে।
সামাজিক কার্যক্রমের ৫টি প্রয়োগ ক্ষেত্র লিখ।
উত্তর৷৷ নারী নির্যাতন, যৌতুক প্রথা, ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি ও মাদকাসক্তি।
ড. দেশাই প্রদত্ত সামাজিক কার্যক্রমের পদ্ধতিগুলো কী কী?
উত্তর৷ সহযোগিতামূলক দরকষাকষি এবং সংঘর্ষমূলক।
সামাজিক কার্যক্রমের ফলশ্রুতি কী কী?
উত্তর৷ রুশবিপ্লব, ফ্রান্স বিপ্লব, ভারতীয় উপমহাদেশের ফকির বিদ্রোহ, অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন প্রভৃতি।
ভারতীয় উপমহাদেশের ৩টি সামাজিক আন্দোলনের নাম লিখ।
উত্তর৷ বেগম রোকেয়া জাগরণ আন্দোলন, রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা উচ্ছেদ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলন।
উপমহাদেশে প্রথম পেশাদার সমাজকর্মের উদ্ভব হয়েছিল কত সালে এবং কোন প্রতিষ্ঠানের মাধ্যমে?
উত্তর৷ উপমহাদেশে প্রথম পেশাদার সমাজকর্মের উদ্ভব হয়েছিল ১৯৩৬ সালে টাটা ইনস্টিটিউট অব মোশর সায়েন্স
(TISS) প্রতিষ্ঠার মাধ্যমে।
কে কত সালে সমাজকর্মের শিক্ষা কার্যক্রমে সামাজিক কার্যক্রমকে অন্তর্ভুক্ত করেন?
উত্তর৷ আর্নেস্ট হলিস এবং এ্যালিক টেলর ১৯৫১ সালে প্রথম সমাজকর্ম শিক্ষা কার্যক্রমে সামাজিক কার্যক্রমকে অন্তর্ভুক্ত করেন।
প্ররোচনা ও সুবিধালাভের সুযোগদান সমাজকর্মের কোন পদ্ধতির কৌশল?
উত্তর৷ সমাজকর্মের সহায়ক পদ্ধতির কৌশল।
গাব্রিয়েল এ.এ. ব্ৰিটো এর মতে সামাজিক কার্যক্রমের উপযোগী মডেল কয়টি ও কী কী?
উত্তর৷ গাব্রিয়েল এ.এ ব্রিটো এর মতে সামাজিক কার্যক্রমের উপযোগী মডেল ২টি। যথা-অভিজাতমুখী সামাজিক কার্যক্রম মডেল এবং জনমুখী সামাজিক কার্যক্রম মডেল ।
সামাজিক কার্যক্রমের উপমডেল সরাসরি শক্তি প্রয়োগ কৌশল এর আরেক নাম কী?
উত্তর৷ সরাসরি শক্তিপ্রয়োগ কৌশলের আরেক নাম সামাজিক বিপ্লব বা গণবিপ্লব।
সামাজিক কার্যক্রমের ২টি প্রতিবন্ধকতা লিখ।
উত্তর৷ ভাষাগত সমস্যা ও নেতৃত্বের অভাব।
সমাজকর্ম বলতে কী বোঝ?
উত্তর৷ সমাজকর্ম এমন এক সাহায্যকারী পেশা যা কতকগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যার সমাধানে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হন।
সমাজকর্ম ও সামাজিক কার্যক্রমের মধ্যে একটি সাদৃশ্য লিখ ।
উত্তর৷ সমাজকর্ম ও সামাজিক কার্যক্রম উভয়েই সামাজিক পরিবর্তন ও কল্যাণের লক্ষ্যে কাজ রে।
সমাজকর্ম ও সামাজিক কার্যক্রমের একটি বৈসাদৃশ্য লিখ।
উত্তর৷ সমাজকর্মের যে ব্যাপকতা রয়েছে সামাজিক কার্যক্রমের ব্যাপকতা সে তুলনায় অনেক কম।
সমাজকর্মের পদ্ধতি কয়টি ও কী কী?
উত্তরঃ সমাজকর্মের পদ্ধতি, ৬টি। যথা-ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম এবং সমাজকর্ম প্রশাসন, সামাজিক কার্যক্রম ও সমাজকর্ম গবেষণা।
সমাজসংস্কার আন্দোলন সফল করার জন্য কারা অগ্রণী ভূমিকা পালন করেন?
উত্তরঃ সমাজসংস্কার আন্দোলন সফল করার জন্য সমাজহিতৈষী, জন দরদি, সমাজ সচেতন ও ক্ষণজন্মা মনীষীরা অগ্রণী ভূমিকা পালন করে।
সমাজসংস্কার আন্দোলনের ফলে সবচেয়ে বেশি উপকৃত হয় কারা?
উত্তর৷ সমাজসংস্কার আন্দোলনের ফলে সবচেয়ে বেশি উপকৃত হয় সমাজের দুঃস্থ, অসহায়, দরিদ্র, অত্যাচারিত প্রভৃতি শ্রেণির মানুষ ।
সংস্কার শব্দটির অর্থ কী?
উত্তরা ‘সংস্কার’ শব্দটির অর্থ সংশোধন, পরিবর্তন, মেরামত, শুদ্ধিকরণ, ত্রুটিমুক্ত করা প্রভৃতি কোন সমাজের জন্য সংস্কার অপরিহার্য হয়ে পড়ে?
উত্তর৷ জরাজীর্ণ বা স্থবির সমাজ যেখানে কুসংস্কার, গোঁড়ামি, ক্ষতিকর প্রথা প্রভৃতি প্রচলিত থাকে সেসব সমাজের সংস্কার অপরিহার্য।
সমাজসংস্কার কী?
উত্তর! সমাজসংস্কার বলতে সমাজের ক্ষতিকর ও অবাঞ্চিত অবস্থা দূর করে সমাজের গঠনমূলক ও পরিবর্তন ও
। সংশোধন বোঝায়।
সমাজসংস্কার সম্পর্কে সমাজকর্ম অভিধানের ব্যাখ্যা কী?
উত্তরঃ সমাজসংস্কার সম্পর্কে সমাজকর্ম অভিধানের ব্যাখ্যা সমাজসংস্কার হলো সামাজিক প্রতিষ্ঠানের পুনগঠন অথবা
বৃহত্তর সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা বা যে কোন প্রত্যাশিত পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত কার্যক্রম।
সমাজসংস্কারের উদাহরণ দাও।
উত্তর! ভারতবর্ষে ১৮২৯ সালে সতীদাহ প্রথা উচ্ছেদ, ১৮৪৬ সালে হিন্দু বিধবা বিবাহ প্রচলন।
সমাজসংস্কার আন্দোলনের স্তর বা ধাপ কয়টি ও কী কী?
উত্তরঃ সমাজসংস্কার আন্দোলনের স্তর বা ধাপ ৬টি।
২ জন সমাজ সংস্কারকের নাম ও তাদের নেতৃত্বাধীন সমাজসংস্কার আন্দোলনের নাম লিখ।
উত্তর৷ হাজী শরীয়ত উল্লাহর ফরায়েজী আন্দোলন এবং স্যার সৈয়দ আহমদ খানের আলীগড় আন্দোলন সমাজকর্ম ও সমাজসংস্কারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য লিখ।
উত্তর৷ সমাজকর্ম জনগণের অর্থনৈতিক কল্যাণের জন্য কর্মসূচি প্রণয়ন করলেও সমাজ সংস্কারে জনগণের অর্থনৈতিক উন্নয়নের কোন ব্যবস্থা নেই ।
সমাজকর্মে সমাজসংস্কার কেন গুরুত্বপূর্ণ?
উত্তর৷ সমাজসংস্কারের মাধ্যমে সমাজ থেকে কুসংস্কার দূর হয়ে সমাজকর্ম অনুশীলনের উপযোগী পরিবেশ সৃষ্টি হয় বিধায় সমাজকর্মে সমাজসংস্কারের গুরুত্ব অত্যধিক।
সমাজসংস্কার আন্দোলনের সূচনায় কী ধরনের সংস্কার সাধন করা হয়?
উত্তর৷ ‘সমাজসংস্কার আন্দোলনের সূচনায় ধর্মীয় সংস্কার সাধন করা হয়।
শিল্পবিপ্লবজনিত সমস্যা মোকাবিলায় কোন আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তরঃ সমাজসংস্কার আন্দোলন।
খ-বিভাগ
প্রশ্ন।১।সামাজিক কার্যক্রমের সংজ্ঞা দাও ।
প্ৰশ্ন৷২।সামাজিক কার্যক্রমের বৈশিষ্ট্যসমূহ লিখ।
প্রশ্ন।৩।সামাজিক কার্যক্রমের যে কোন ৪টি বৈশিষ্ট্য আলোচনা কর।
প্রশ্ন॥৪॥সামাজিক কার্যক্রমের উদ্দেশ্যাবলি লিখ।
প্রশ্ন।৫।সামাজিক কার্যক্রম পদ্ধতির ঐতিহাসিক পটভূমি আলোচনা কর।
প্ৰশ্ন।৬।সামাজিক কার্যক্রমের প্রয়োগক্ষেত্র উল্লেখ কর।
প্ৰশ্ন৷৭।সামাজিক কার্যক্রমের ৪টি প্রয়োগক্ষেত্রে আলোচনা কর ।
প্রশ্ন॥৮॥সামাজিক কার্যক্রমের নীতিগুলো কী?
প্রশ্ন।৯।দ্বৈতপদ্ধতি গ্রহণনীতি বলতে কী বুঝ?
প্রশ্ন।১০।সামাজিক কার্যক্রমের অ্যাপ্রোচসমূহ লিখ।
প্রশ্ন৷১১৷৷সামাজিক কার্যক্রমের সহযোগিতামূলক কৌশল কী কী?
প্রশ্ন।১২। সামাজিক কার্যক্রমের শিক্ষামূলক কৌশল (Educational strategy) বা পদ্ধতি কী?
প্রশ্ন।১৩।সামাজিক কার্যক্রমের ৪টি পদ্ধতি আলোচনা কর।
প্রশ্ন।১৪।সামাজিক কার্যক্রমের ধরনগুলো লিখ।
প্রশ্ন।১৫।আইনানুগ কার্যক্রম মডেল (Legislative action model) বলতে কী বুঝ?
প্রশ্ন॥১৬৷ জনমুখী সামাজিক কার্যক্রম মডেল (Popular social action model) বলতে কী বুঝ?
প্রশ্ন।১৭।সামাজিক কার্যক্রমের প্রক্রিয়াসমূহ কী কী?
প্রশ্ন।১৮।সামাজিক কার্যক্রমের ৪টি প্রক্রিয়া আলোচনা কর।
প্রশ্ন৷১৯।সামাজিক কার্যক্রমের ৫টি গুরুত আলোচনা কর।
প্রশ্ন৷২০৷ সামাজিক কার্যক্রমের উপাদানগুলো লিখ।
প্রশ্ন৷২১।সামাজিক কার্যক্রমের ৪টি উপাদান বর্ণনা কর।
প্ৰশ্ন৷২২৷৷সামাজিক কার্যক্রমের প্রতিবন্ধকতাসমূহ লিখ।
প্রশ্ন।২৩।সামাজিক কার্যক্রমের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় বর্ণনা কর।
প্রশ্ন৷২৪।সামাজিক আন্দোলন বলতে কী বুঝ?
প্রশ্ন৷২৫।সামাজিক কার্যক্রম ও সামাজিক আন্দোলনের সম্পর্ক লিখ।
প্রশ্ন৷২৬॥সামাজিক কার্যক্রম ও সামাজিক আন্দোলনের মধ্যে পার্থক্য লিখ।
প্রশ্ন৷২৭৷ সমাজকর্ম ও সমাজসংস্কারের মধ্যে সাদৃশ্য তুলে ধর।
প্ৰশ্ন৷২৮৷সমাজকর্ম ও সমাজসংস্কারের মধ্যে পার্থক্য দেখাও ।
প্রশ্ন।২৯।সমাজকর্মে সমাজসংস্কারের গুরুত্ব কী?
প্রশ্ন।৩০॥সমাজকর্মে সমাজসংস্কারের ৪টি গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন।৩১।সমাজসংস্কারে সমাজকর্মীর ভূমিকাগুলো কী?
প্ৰশ্ন৷৩২৷সমাজসংস্কার আন্দোলন কী?
প্রশ্ন।৩৩।সামাজিক কার্যক্রম ও ব্যক্তি সমাজকর্মের সম্পর্ক লিখ।
প্ৰশ্ন৷৩৪৷সামাজিক কার্যক্রম ও দল সমাজকর্মের মধ্যে সম্পর্ক লিখ।
প্রশ্ন।৩৫।সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের মধ্যে সম্পর্ক লিখ।
প্রশ্ন ৩৬৷ সামাজিক কার্যক্রম ও সমাজকল্যাণ প্রশাসনের মধ্যে সম্পর্ক লিখ।
প্ৰশ্ন৷৩৭।সামাজিক কার্যক্রম ও সমাজকর্ম গবেষণ মধ্যে সম্পর্ক কী?
প্রশ্ন।৩৮। সামাজিক কার্যক্রম ও সামাজিক আইনের মধ্যে ৪টি সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন৷৩৯৷ সামাজিক কার্যক্রম ও সামাজিক আইনের মধ্যে পার্থক্য দেখাও।
প্রশ্ন।৪০।সামাজিক কার্যক্রম ও সমাজসংস্কারের মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
প্ৰশ্ন৷৪১৷সামাজিক কার্যক্রম ও সমাজসংস্কারের মধ্যে পার্থক্য দেখাও।
প্রশ্ন॥৪২॥ সামাজিক আইন ও সমাজ সংস্কারের মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
প্রশ্ন৷৪৩৷ সামাজিক আইন ও সমাজ সংস্কারের মধ্যে পার্থক্য দেখাও।
প্রশ্ন৷৪৪॥ সামাজিক কার্যক্রম, সামাজিক আইন ও সমাজসংস্কারের ক্ষেত্রে সমাজকর্মীর ৪টি ভূমিকা বর্ণনা কর।
গ-বিভাগ
প্রশ্ন।১।সামাজিক কার্যক্রমের সংজ্ঞা দাও। সামাজিক কার্যক্রমের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥২॥সামাজিক কার্যক্রমের উদ্দেশ্যাবলি বর্ণনা কর।
প্রশ্ন॥৩॥সামাজিক কার্যক্রমের প্রয়োগক্ষেত্র আলোচনা কর।
প্রশ্ন॥৪॥সামাজিক কার্যক্রমের নীতিসমূহ বর্ণনা কর।
প্রশ্ন॥৫॥সামাজিক কার্যক্রমের পদ্ধতি বর্ণনা কর।
প্রশ্ন॥৬॥সামাজিক কার্যক্রমের মডেল আলোচনা কর।
প্ৰশ্ন॥৭॥সামাজিক কার্যক্রমের পর্যায় বর্ণনা কর।
প্রশ্ন॥৮॥সামাজিক কার্যক্রমের প্রয়োজনীয়তা আলোচনা কর।
প্রশ্ন।৯।সামাজিক কার্যক্রমের উপাদান আলোচনা কর।
প্রশ্ন॥১০৷সামাজিক কার্যক্রমের প্রতিবন্ধকতা লিখ ।
প্রশ্ন॥১১৷সামাজিক কার্যক্রমের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় লিখ।
প্রশ্ন।১২।সমাজকর্ম ও সামাজিক কার্যক্রমের সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন।১৩৷সামাজিক আন্দোলন কী? আলোচনা কর/ বর্ণনা কর।
প্রশ্ন॥১৪॥ সমাজকর্মের পদ্ধতি হিসেবে সামাজিক কার্যক্রম বর্ণনা কর।
প্রশ্ন।১৫।সমাজকর্ম ও সমাজসংস্কার সাদৃশ্য ও পার্থক্য বর্ণনা কর।
প্রশ্ন।১৬।সমাজকর্মে সমাজসংস্কারের গুরুত্ব বর্ণনা কর।
প্রশ্ন৷১৭৷সমাজসংস্কারে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন।১৮।সমাজসংস্কার আন্দোলন এবং সামাজিক আন্দোলন সম্পর্কে লিখ।
প্ৰশ্ন৷১৯৷ সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞা দাও। সমাজকর্ম পদ্ধতির প্রকারভেদ আলোচনা কর।
প্ৰশ্ন৷২০।সামজিক কার্যক্রমের সঙ্গে সমাজকর্মের অন্যান্য পদ্ধতির সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন৷২১। সামাজিক কার্যক্রম ও ব্যক্তি সমাজকর্মের সম্পর্ক বর্ণনা কর।
প্রশ্ন॥২২। সামাজিক কার্যক্রম ও দল সমাজকর্মের সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন।২৩৷সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন।২৪।সামাজিক কার্যক্রম ও সমাজকল্যাণ প্রশাসনের মধ্যে সম্পর্ক লিখ।
প্রশ্ন।২৫।সামাজিক কার্যক্রম ও সমাজকর্ম গবেষণার মধ্যে সম্পর্ক বর্ণনা কর।
প্রশ্ন।২৬॥সামাজিক কার্যক্রম ও সামাজিক আইনের মধ্যে সম্পর্ক লিখ।
প্রশ্ন।২৭।সামাজিক কার্যক্রম ও সামাজিক আইনের মধ্যে পার্থক্য লিখ।
প্রশ্ন৷২৮।সামাজিক কার্যক্রম ও সমাজ সংস্কারের মধ্যে পার্থক্য লিখ।
প্রশ্ন৷২৯। সামাজিক কার্যক্রম, সামাজিক আইন ও সমাজ সংস্কারের ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা লিখ।