ক-বিভাগ
দারিদ্র্য কী?
উত্তর : দারিদ্র্য প্রত্যয়টি নেতিবাচক অর্থনৈতিক অবস্থা বুঝায়।
অর্থনীতিতে দারিদ্র্য বলতে কী বুঝায়?
উত্তর : অর্থনীতির দৃষ্টিতে, যে আর্থিক অবস্থা মানুষের মৌলিক চাহিদা পূরণে ও বাঞ্ছিত জীবনযাপনের অন্তরায় তাকে দারিদ্র্য বলে।
গ্রামীণ বাংলাদেশের বৈশিষ্ট্য কী?
উত্তর : গ্রামীণ বাংলাদেশের বৈশিষ্ট্য হলো ভূমিহীনতা, স্বল্প আয় এবং বেকারত্ব
বাংলাদেশের চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল?
উত্তর : বাংলাদেশের চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দারিদ্র্য দূরীকরণ।
সাধারণ অর্থে বেকারত্ব কী?
উত্তর : সাধারণ অর্থে কর্মক্ষম ব্যক্তির কর্মসংস্থানের অভাবকে বেকারত্ব বলে?
সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বেকারত্ব কী?
উত্তর : সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও কর্মক্ষম ব্যক্তির কর্মসংস্থান না হওয়াকে বেকারত্ব বলে।
কাঠামোগত বেকারত্ব কী?
উত্তর : কাঠামোগত বেকারত্ব হলো যন্ত্রায়ন ও উৎপাদন কলাকৌশলের মৌল পরিবর্তনের ফলশ্রুতি।
সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সমাজে কী কী ধরনের বেকারত্ব দেখা যায়?
উত্তর : সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শহরাঞ্চলে খোলা এবং গ্রাম অঞ্চলে ছদ্ম বেকার এ দুই শ্রেণীর বেকার দেখা
যায় ।
মার্কস জনসংখ্যাকে কী হিসেবে ব্যাখ্যা দিয়েছেন?
উত্তর : মার্কস জনসংখ্যাকে সম্পদ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন।
বাংলাদেশের কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তর : বাংলােেশর কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে শিক্ষিত ও অশিক্ষিত এ দুই ভাগে ভাগ করা যায়।
বাংলার গ্রামীণ সমাজের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাহক কী ছিল?
উত্তর : বাংলার গ্রামীণ সমাজের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক ছিল কুটিরশিল্প ও বংশীয় উৎপাদন পদ্ধতি ।
বাংলাদেশে কত শতাংশ লোক বেকার?
উত্তর : বাংলাদেশে প্রায় ৩০% লোক বেকার।
কখন কোন সমাজের শ্রমের মর্যাদা লোপ পায়?
উত্তর : যে সমাজে জীবন নির্বাহে উৎপাদনমূলক কাজের বদলে অনুৎপাদনমূলক কাজের গুরুত্ব বেশি, সে সমাজে শ্রমের মর্যাদা লোপ পায়।
AIDS এর পূর্ণ নাম কী?
উত্তর : AIDS এর পূর্ণ নাম হলো Acquired Immune Deficiency Syndrome.
AIDS এর অর্থ কী?
উত্তর : AIDS এর অর্থ হলো অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা ঘাটতির লক্ষণ সমষ্টি।
AIDS এর ভাইরাসের নাম কী?
উত্তর AIDS এর ভাইরাসের নাম HIV.
HIV এর পূর্ণ রূপ কী?
উত্তর : HIV এর পূর্ণরূপ Human Immune Deficiency Virus.
HIV কি ধরনের ভাইরাস?
উত্তর : HIV একটি Retro ভাইরাস।
AIDS কী ধরনের রোগ?
উত্তর : AIDS একটি সংক্রামক রোগ।
AIDS রোগের ভাইরাস প্রথম আবিষ্কার করেন কে?
উত্তর : AIDS রোগের ভাইরাস প্রথম আবিষ্কার করেন মার্কিন চিকিৎসাবিজ্ঞানিগণ ।
AIDS প্রথম কোথায় দেখা দেয়?
উত্তর : AIDS প্রথম দেখা দেয় আফ্রিকা মহাদেশে।
AIDS এর উৎপত্তি হয়েছে কোথা থেকে?
উত্তর : চিকিৎসাবিজ্ঞানীদের অনেকেরই ধারণা এক জাতের সবুজ বানরের মাধ্যমে এর উৎপত্তি হয়েছে
জনসংখ্যা কী?
উত্তর : জনসংখ্যা বলতে কোন দেশের জনসমষ্টিকে বুঝায় ।
জনসংখ্যা সমস্যা কী?
উত্তর : যদি কোন দেশের জনসংখ্যা প্রয়োজনাতিরিক্ত বা জনসংখ্যা দ্বারা জনগণের কল্যাণ ব্যাহত হয় এবং দেশের
অর্থনৈতিক উন্নতিতে বাধাপ্রাপ্ত হয় তখন তাকে জনসংখ্যা সমস্যা বলে।
নারী নির্যাতন কী?
উত্তর : পুরুষ কর্তৃক নারীর ইচ্ছার বিরুদ্ধে অথবা বলপ্রয়োগ করে কোনকিছু করতে বাধ্য করাই নারী নির্যাতন।
জাতিসংঘ কর্তৃক প্রদত্ত নারী নির্যাতনের সংজ্ঞাটি কী?
উত্তর : জাতিসংঘ কর্তৃক প্রদত্ত সংজ্ঞাটি হলো- “Gender violence is a violence against women that
results in physical, mental, sexual, coercion or obitaray deprived and a Violation of human
rights”
`নারী নির্যাতন কী কী উপায়ে হয়ে থাকে?
উত্তর : নারী নির্যাতন দু’ভাবে হয়ে থাকে। যথা: শারীরিক নির্যাতন ও মানসিক নির্যাতন।
নারী নির্যাতনের কারণের মধ্যে সর্বাপেক্ষা ঘৃণ্য কোনটি?
উত্তর : নারী নির্যাতনের মধ্যে সর্বাপেক্ষা ঘৃণ্য হচ্ছে পারিবারিক নির্যাতন
বাংলাদেশের পারিবারিক অবস্থা কেমন?
উত্তর : বাংলাদেশের পারিবারিক অবস্থা পিতৃতান্ত্রিক।
মানুষের সহজাত প্রবৃত্তি কী?
উত্তর : যৌন চাহিদা মানুষের সহজাত প্রবৃত্তি।
দুর্নীতি কী?
উত্তর : সমাজের বিধিনিষেধ বহির্ভূত কাজকে দুর্নীতি বলে।
পাচার কী?
উত্তর : পাচার হলো কোন হীন কাজে নিযুক্তির জন্য নারী ও শিশুদেরকে একস্থান থেকে অন্য স্থানে বা অন্য দেশে
স্থানান্তর।
শিশু পাচার কী?
উত্তর : শিশু পাচার বলতে শিশুকে আমদানি, রপ্তানি, ক্রয় বা বিক্রয় বা ভাড়ার অন্য কোন ভাবে কোন পক্ষের কাছে হস্তান্তর করাকে বুঝায়।
দুর্যোগ কী?
উত্তর : দুর্যোগ হলো মানুষের জীবন, সমাজ ও পরিবেশ সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ও অস্বাভাবিক অবস্থা ।
দুর্যোগ কত রকমের হয়?
উত্তর : প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ এ দুই প্রকারের দুর্যোগ দেখা যায় ।
প্রাকৃতিক দুর্যোগ কী?
উত্তর : প্রাকৃতিকভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে ।
মানবসৃষ্ট দুর্যোগ কী?
উত্তর : মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে যে দুর্যোগের আবির্ভাব ঘটে তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে।
খ-বিভাগ
প্রশ্ন।১।সামাজিক সমস্যার সংজ্ঞা দাও।
প্রশ্ন॥২॥সামাজিক সমস্যার বৈশিষ্ট্য আলোচনা কর।
প্রশ্ন॥৩॥বাংলাদেশের সামাজিক সমস্যাসমূহ লিখ।
প্রশ্ন॥৪॥বাংলাদেশের সামাজিক সমস্যা সমাধানের উপায় কী?
প্রশ্ন॥৫॥ দারিদ্র্য বলতে কী বুঝ?
প্রশ্ন॥৬॥সামাজিক সমস্যার কারণগুলো আলোচনা কর।
প্রশ্ন॥৭॥দারিদ্র্যের দুষ্টচক্র কী?
প্রশ্ন॥৮॥দারিদ্র্যের সূচক বা নির্ধারকসমূহ কী কী?
প্রশ্ন॥৯॥বেকারত্ব কী?
প্ৰশ্ন৷১০৷বাংলাদেশে বেকারত্বের কারণগুলো কী?
প্রশ্ন।১১৷বেকার সমস্যা দূরীকরণের উপায়সমূহ কী?
প্রশ্ন॥১২৷পতিতাবৃত্তি বলতে কী বুঝ?
প্রশ্ন॥১৩॥বাংলাদেশের সমাজে পতিতাবৃত্তির প্রভাব আলোচনা কর।
প্ৰশ্ন৷১৪৷৷বাংলাদেশে পতিতাবৃত্তির কারণগুলো কী কী? আলোচনা কর।
প্রশ্ন॥১৫৷বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যাগুলো কী কী?
প্রশ্ন॥১৬৷এইডস (AIDS) ব্যাধিটি ব্যাখ্যা কর।
প্রশ্ন॥১৭৷এইডস কিভাবে চিহ্নিত করা হয় বা লক্ষণগুলো কী কী?
প্ৰশ্ন৷১৮৷ ভিক্ষাবৃত্তি কী?
প্রশ্ন৷১৯৷বাংলাদেশের সমাজজীবনে ভিক্ষাবৃত্তির প্রভাবগুলো কী কী?
প্ৰশ্ন৷২০৷৷বাংলাদেশে ভিক্ষাবৃত্তির কারণসমূহ কী?
প্রশ্ন৷২১৷৷জনসংখ্যা সমস্যা কী?
প্ৰশ্ন৷২২৷বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির সামাজিক কারণ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৩৷৷বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে কী কী সমস্যা দেখা দেয়?
প্রশ্ন৷২৪৷৷দুর্নীতি বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷২৫৷বাংলাদেশে কী কী কারণে দুর্নীতি হয়ে থাকে?
প্ৰশ্ন৷৷২৬৷সংক্ষেপে বাংলাদেশের দুর্নীতি ফলাফল উল্লেখ কর।
প্ৰশ্ন৷২৭৷বাংলাদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগগুলোর বর্ণনা দাও।
প্ৰশ্ন৷২৮৷বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ফলে কী কী বিপর্যয় দেখা দেয়?
প্ৰশ্ন৷৷২৯৷৷প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৩০৷লিঙ্গভিত্তিক অসমতা কী?
গ-বিভাগ
প্রশ্ন॥১॥সামাজিক সমস্যার কারণগুলো আলোচনা কর।
প্রশ্ন॥২॥সমাজব্যবস্থার মধ্যেই সামাজিক সমস্যা অন্তর্নিহিত”- উক্তিটি বিশ্লেষণ কর।
প্ৰশ্ন৷৩৷৷সামাজিক সমস্যার বৈশিষ্ট্য আলোচনা কর।
প্রশ্ন॥৪॥বাংলাদেশে সামাজিক সমস্যার প্রকৃতিসমূহ বিশ্লেষণ কর।
প্রশ্ন॥৫॥বাংলাদেশে সামাজিক সমস্যার কারণসমূহ বিশ্লেষণ কর।
প্রশ্ন।৬।বাংলাদেশের সামাজিক সমস্যাসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৭॥বাংলাদেশের সামাজিক সমস্যা ও সমাধানের উপায়সমূহ আলোচনা কর।
প্ৰশ্ন॥৮॥সামাজিক সমস্যার সংজ্ঞা দাও। সামাজিক সমস্যা চিহ্নিত করার উপায়গুলো আলোচনা কর।
প্রশ্ন॥৯॥সামাজিক সমস্যা কাকে বলে? সামাজিক সমস্যার প্রকৃতি আলোচনা কর।
প্রশ্ন।১০।সামাজিক সমস্যা বলতে কী বুঝ? সামাজিক সমস্যার বৈশিষ্ট্য আলোচনা কর ।
প্রশ্ন৷১১৷সামাজিক সমস্যার শ্রেণিবিভাগ কর।
প্রশ্ন॥১২।বাংলাদেশে সামাজিক সমস্যার বৈশিষ্ট্য ও কারণসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥১৩৷দারিদ্র্যের কারণগুলো ব্যাখ্যা কর।
প্রশ্ন৷১৪৷দারিদ্র্য কী? দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা কর।
প্রশ্ন।১৫।দারিদ্র্য কী? দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিওগুলোর গৃহীত পদক্ষেপগুলো আলোচনা কর।
প্ৰশ্ন৷১৬।দারিদ্র্যের সূচকসমূহের বিবরণ দাও।
প্রশ্ন৷১৭।বাংলাদেশের আর্থসামাজিক জীবনে দারিদ্র্যের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন।১৮।বাংলাদেশে বেকারত্বের কারণগুলো কী?
প্রশ্ন৷১৯।বেকার সমস্যা দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর ।
প্রশ্ন।২০।বাংলাদেশের সমাজে পতিতাবৃত্তির নেতিবাচক প্রভাবগুলো আলোচনা কর ।
প্ৰশ্ন৷২১৷৷বাংলাদেশে পতিতাবৃত্তির কারণগুলো কী কী? আলোচনা কর ।
প্ৰশ্ন৷২২৷বাংলাদেশে পতিতাবৃত্তির সমস্যা সমাধানের উপায়সমূহ আলোচনা কর ।
প্রশ্ন।২৩।বাংলাদেশের জনসংখ্যা সম্পদ না হয়ে সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় কেন? ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷২৪৷ বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে এইডসের বিস্তার ও প্রতিরোধ ব্যবস্থা আলোচনা কর ।
প্রশ্ন৷২৫।এইডস নামক ভয়াবহ ব্যাধির বিস্তার এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
প্রশ্ন৷২৬৷এইডস (AIDS) কী? এইডস কিভাবে চিহ্নিত করা যায়?
প্ৰশ্ন৷২৭৷৷এইডস (AIDS) এর বিস্তার এবং প্রতিরোধ ব্যবস্থার বর্ণনা দাও।
প্ৰশ্ন৷২৮৷বাংলাদেশের সমাজজীবনে ভিক্ষাবৃত্তির প্রভাব আলোচনা কর।
প্রশ্ন৷২৯৷বাংলাদেশে ভিক্ষাবৃত্তির কারণসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৩০৷বাংলাদেশে ভিক্ষাবৃত্তি দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৩১৷৷বাংলাদেশের জনসংখ্যা সমস্যার প্রকৃতি ও গভীরতা আলোচনা কর।
প্ৰশ্ন৷৩২৷৷বাংলাদেশের জনসংখ্যা সমস্যা সমাধানে উপায়সমূহ আলোচনা কর ।
প্রশ্ন॥৩৩৷৷বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির সামাজিক কারণ আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৪৷৷বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলাফল আলোচনা কর।
প্রশ্ন॥৩৫৷বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর। জনসংখ্যা বৃদ্ধি রোধে তোমার সুপারিশসমূহ উল্লেখ কর।
প্রশ্ন।৩৬।বাংলাদেশের সমাজজীবনে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৭৷৷বাংলাদেশে দুর্নীতির নেতিবাচক দিসমূহ বর্ণনা কর।
প্ৰশ্ন৷৩৮৷ বাংলাদেশে দুর্নীতির ফলাফল আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৯৷প্ৰাকৃতিক দুর্যোগ বলতে কী বুঝ? বাংলাদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগগুলোর বর্ণনা দাও।
প্ৰশ্ন৷৪০৷বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ফলাফল আলোচনা কর।
প্ৰশ্ন৷৪১৷জলবায়ুর পরিবর্তনে বাংলাদেশে কী কী ধরনের প্রভাব পরিলক্ষিত হয় এবং এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ লিখ।
প্ৰশ্ন৷৪২৷বাংলাদেশে গৃহস্থালি পর্যায়ে লিঙ্গভিত্তিক অসমতার প্রধান নির্ধারকসমূহ আলোচনা কর ।