নবম অধ্যায়, বিভিন্ন ধরনের সমাজ কল

ক-বিভাগ

Horticulture কী?
উত্তর : Horticulture অর্থ হলো উদ্যান চাষ বা পশুপালন ও কৃষিভিত্তিক সমাজের পূর্বাবস্থা।
উদ্যান কৃষি কী?
উত্তর : দা, কুড়াল, কোদাল ইত্যাদি হাতিয়ারের সাহায্যে বাড়ির আশেপাশো মাটি খুঁড়ে বীজবপন করে যে চাষাবাদ করা হয় তাই মূলত উদ্যান কৃষি।
কোন সমাজকে আদিম গোষ্ঠীগত সমাজ বলা হয়।
উত্তর : শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ বলতে মূলত আদিম গোষ্ঠীগত সমাজ বুঝায়।
শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের উৎপাদন প্রক্রিয়া কেমন ছিল?
উত্তর : শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের মানুষ নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারতো না।
শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের মানুষ কী কী উপায়ে খাদ্য সংগ্রহ করতো?
উত্তর : শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের মানুষ Hunting, fishing ও collecting এ তিন উপায়ে খাদ্য সংগ্রহ করতো।
শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের মানুষের বাসস্থান কেমন ছিল?
উত্তর : শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের মানুষের কোন স্থায়ী বাসস্থান ছিল না।
“Life was either feast or fast” এ কথা কোন সমাজের জন্য প্রযোজ্য।
উত্তর : Life was either feast or fast এটি শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের জন্য প্রযোজ্য ছিল।
কৃষিভিত্তিক সমাজের আবির্ভাব হয় কখন?
উত্তর : প্রায় ছয় হাজার বছর পূর্বে লাঙলের আবিষ্কার হওয়ার সাথে সাথে কৃষিভিত্তিক সমাজের আবির্ভাব ঘটেছিল ।
কৃষিভিত্তিক সমাজ আবিষ্কার করেন কারা?
উত্তর : যাযাবর পুশুপালকেরা তৃণভূমিতে অবস্থান করে ক্রমান্বয়ে কৃষি পদ্ধতি আবিষ্কার করে।
শিল্প সমাজ জন্মলাভ করে কখন?
উত্তর : আঠারো শতকে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লব সংঘটিত হয় এবং এর ফলশ্রুতিতেই কৃষিভিত্তিক সমাজের গর্ভেই জন্মলাভ করে শিল্প সমাজ।
শিল্প সমাজে যন্ত্রশক্তি কার স্থলাভিষিক্ত হয়?
উত্তর : শিল্পসমাজে যন্ত্রশক্তি মানুষের দৈহিক পশুশক্তির স্থলাভিষিক্ত হয়।
Karl Marx সমাজ বিকাশের আদি পর্যায়কে কী বলেছেন?
উত্তর : Karl Marx সমাজ বিকাশের আদি পর্যায়কে আদিম সাম্যবাদ বলে অভিহিত করেন।
সমাজে কোন স্তরে সম্পদের ব্যক্তিগত মালিকানা ছিল না?
উত্তর : Marx এর মতে, সমাজব্যবস্থার আদি স্তরে সম্পদের কোন ব্যক্তিগত মালিকানা ছিল না।
আদিম সাম্যবাদী সমাজের উৎপাদন পদ্ধতি কেমন ছিল?
উত্তর : আদিম সাম্যবাদী সমাজের উৎপাদন পদ্ধতি ছিল খাদ্য সংগ্রহ, পশু ও মৎস্য শিকার।
Marx এর মতে, দাসভিত্তিক সমাজ কেমন ছিল?
উত্তর : Marx এর মতে, দাসভিত্তিক সমাজব্যবস্থাই হলো মানব ইতিহাসের প্রথম শ্রেণীবিভক্ত এবং শোষণ মূলক সমাজব্যবস্থা।
দাসভিত্তিক সমাজে কী কী শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়?
উত্তর : দাসভিত্তিক সমাজে Patricians, Plebians এবং slane এর তিন শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়।
সামন্ত সমাজের অর্থনীতি কিরূপ?
উত্তর : সামন্ত সমাজের অর্থনীতি কৃষিভিত্তিক।
সমাজতন্ত্র কী?
উত্তর : সমাজতন্ত্র হলো এমন এক ব্যবস্থা। যার ভিত্তি উৎপাদনের উপায়ের সামাজিক মালিকানা এবং যার বিশেষত্ব নির্ভর করছে শোষণমুক্ত মানুষের সহযোগিতা সম্পর্ক প্রতিষ্ঠা করার উপর।
“সকলে ক্ষমতা অনুযায়ী শ্রম করবে এবং প্রয়োজন অনুযায়ী পাবে” এটি কোন সমাজের মূলকথা।
উত্তর : “সকলে ক্ষমতা অনুযায়ী শ্রম করবে এবং প্রয়োজন অনুযায়ী পাবে” এটি সাম্যবাদী সমাজের মূলকথা।
Communal property or state property কোন সমাজে দেখা গেছে।
উত্তর : Communal property or state property দাসভিত্তিক সমাজে ছিল ।
Karl Marx কোন সমাজকে Ancients Society বলেছেন?
উত্তর : কার্ল মার্কস দাসভিত্তিক সমাজকে Ancients Society বলেছেন।
বৃহদায়তন শিল্পকারখানা গড়ে উঠে কেন?
উত্তর : ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞানের অগ্রযাত্রার সাফল্যস্বরূপ প্রযুক্তিবিদ্যার ব্যাপক উন্নতির ফলে নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কারের ফলে বৃহদায়তন শিল্পকারখানা গড়ে উঠে।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥আদিম সমাজ কী?
প্রশ্ন॥২॥আদিম সমাজের বৈশিষ্ট লিখ ।
প্রশ্ন৷৩৷আদিম সমাজের খাদ্য সংগ্রহ কৌশল আলোচনা কর।
প্রশ্ন॥৪॥আদিম সমাজের খাদ্য অর্জন কৌশল আলোচনা কর।
প্রশ্ন॥৫॥উদ্যান কৃষিমূলক সমাজ কী?
প্ৰশ্ন৷৬৷আদিম সাম্যবাদ কী?
প্ৰশ্ন॥৭॥আদিম সাম্যবাদী সমাজের সমালোচনা লিখ ।
প্ৰশ্ন৷॥৮॥সরল উদ্যানচাষী সমাজের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৯॥কৃষি সমাজ বলতে কী বুঝ?
প্রশ্ন॥১০৷শিল্প সমাজের প্রধান দিকগুলো কী?
প্রশ্ন৷১১৷৷দাসপ্রথা কী?
প্রশ্ন।১২।দাসপ্রথার বৈশিষ্ট্য লিখ।
প্রশ্ন॥১৩৷৷রোমের দাসপ্রথা সম্পর্কে উল্লেখ্য দিকসমূহ লিখ।
প্রশ্ন॥১৪৷ গ্রিসের দাসপ্রথার উল্লেখযোগ্য দিকসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷১৫।সামন্ততন্ত্রের উত্থান কি অপরিহার্য ছিল?
প্রশ্ন৷১৬।সামন্ততন্ত্র বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷১৭৷ভারতীয় সমাজে সামন্ততন্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল?
প্রশ্ন৷১৮৷সামন্ততন্ত্রের সংজ্ঞা দাও।
প্ৰশ্ন৷১৯৷৷পুঁজিবাদ কী?
প্ৰশ্ন৷২০৷পুঁজিবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷২১৷৷সামন্তবাদের গর্ভে পুঁজিবাদের জন্ম/বিকাশ ঘটেছিল আলোচনা কর।
প্ৰশ্ন৷২২৷ইউরোপে পুঁজিবাদ বিকাশের ঐতিহাসিক কারণসমূহ লিখ।
প্ৰশ্ন৷২৩৷৷ভারতীয় উপমহাদেশে পুঁজিবাদ ব্যর্থ হয়েছিল কেন?

গ-বিভাগ

প্রশ্ন॥১॥আদিম সমাজের বৈশিষ্টগুলো আলোচনা কর।
প্রশ্ন॥২॥“আদিম সমাজে ব্যক্তিগত সম্পত্তি ছিল না, সমাজব্যবস্থা ছিল সাম্যবাদী”- তুমি কি এ মতের পক্ষপাতী? আলোচনা কর।
প্রশ্ন॥৩॥মানবসমাজের বিকাশ সম্পর্কে কার্ল মার্কসের মতামত পর্যালোচনা কর।
প্রশ্ন॥৪॥উদ্যান কৃষির বিকাশ আলোচনা কর।
প্রশ্ন॥৫॥আদিম সমাজের শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷৬৷সমাজ বিবর্তনের একটি পর্যায় হিসেবে শিকার ও সংগ্রহ সমাজের বণ্টন ব্যবস্থা আলোচনা কর।
প্রশ্ন॥৭॥আদিম সাম্যবাদী সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর।
প্ৰশ্ন৷৮৷৷অগ্রবর্তী উদ্যানচাষী সমাজে সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৯॥কৃষি সমাজের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
প্রশ্ন॥১০৷সামাজিক বিবর্তনের পর্যায় হিসেবে শিল্প সমাজের একটি বিবরণ দাও।
প্রশ্ন৷১১৷দাসপ্রথার বৈশিষ্ট্য লিখ।
প্রশ্ন॥১২৷ রোমের দাসপ্রথা সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥১৩।গ্রিসের দাসপ্রথা সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷১৪৷ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা কর।
প্রশ্ন॥১৫৷সামন্তপ্রথা বলতে কী বুঝ? ইউরোপীয় ও ভারতীয় সামন্তপ্রথার মধ্যে তুলনামূলক আলোচনা কর।
প্রশ্ন॥১৬।সামন্ততন্ত্রের সংজ্ঞা দাও? সামন্ততন্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশের বিবরণ দাও।
প্ৰশ্ন৷১৭৷সামন্ততন্ত্র বা সামন্তবাদ কী? সামন্তবাদের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
প্রশ্ন৷১৮৷৷সামন্ততন্ত্র বলতে কী বুঝ? মধ্যযুগের ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের কারণসমূহ ব্যাখ্যা কর।
প্রশ্ন৷১৯।সামন্ততন্ত্র বলতে কী বুঝ? মধ্যযুগের ইউরোপে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ কর।
প্ৰশ্ন৷২০৷সামন্ততন্ত্র বলতে কী বুঝ? মধ্যযুগের ইউরোপীয় সমাজে সামন্তবাদের প্রভাব ব্যাখ্যা কর।

প্ৰশ্ন৷২১৷৷পুঁজিবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২২৷পুঁজিবাদ কী? সামন্তবাদ থেকে কিভাবে পুঁজিবাদের বিকাশ ঘটেছিল আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৩৷৷ইউরোপে পুঁজিবাদ বিকাশের কারণসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷২৪৷ইউরোপে পুঁজিবাদ বিকাশের অন্যান্য কারণসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥২৫৷ইউরোপের ন্যায় ভারতীয় উপমহাদেশে পুঁজিবাদ বিকশিত হয় নি কেন? আলোচনা কর।