চতুর্থ অধ্যায়, সামাজিক মিথস্ক্রিয়া এবং সমাজকাঠামো

ক-বিভাগ

সমাজ কাঠামো কিভাবে গঠিত হয়?k
উত্তর : সমাজ কাঠামো গঠিত হয় সমাজস্থ কিছু উপাদানের সমন্বয়ে।
সমাজ কাঠামো শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : সমাজ কাঠামো শব্দটি সর্বপ্রথম অবতারনা করেন হার্বার্ট স্পেন্সার।
সমাজ কাঠামো বলতে কী বুঝায়?
উত্তর : সমাজ কাঠামো হলো সমাজস্থ ব্যক্তি এবং গোষ্ঠীসমূহের মধ্যে একটা সবাই নিজস্ব ভূমিকা পালনের মাধ্যমে মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়।
সমাজ কাঠামো প্রত্যয়টি কত সালে প্রতিষ্ঠা পায়?
উত্তর : সমাজ কাঠামো প্রত্যয়টি ১৯৪৫ সালে প্রতিষ্ঠা পায়।
পরিক সম্পর্কের জালস্বরূপ, যেখানে
Karl Manheim (কার্ল ম্যানহাইম) সমাজ কাঠামোকে কী বলে আখ্যায়িত করেছেন?
উত্তর : Karl Manheim সমাজকাঠামোকে Structure of action বা কার্মিক গঠন বলে বর্ণনা করেছেন।
“ব্যক্তির পারস্পরিক সামাজিক সম্পর্ক সমাজ কাঠামোর একটি অংশ” এ কথাটি কে বলেছেন?
উত্তর : “ব্যক্তির পারস্পরিক সামাজিক সম্পর্ক সমাজ কাঠামোর একটি অংশ” এ কথাটি বলেছেন নৃবিজ্ঞানী র‍্যাডক্লিফ ব্রাউন।
ম্যাকাইভার ও পেজ প্রদত্ত সমাজ কাঠামোর সংজ্ঞা দাও?
উত্তর : ম্যাকাইভার ও পেজ বলেন, “সমাজ কাঠামো হলো সমাজস্থ ব্যক্তি ও গোষ্ঠীর পারস্পরিক স্বার্থ ও মনোভাবের সাথে সম্পর্কযুক্ত ভূমিকার এক অনন্য রূপ”।
সমাজকাঠামোর ব্যাখ্যায় জৈবিক ধারণা প্রথম উপস্থাপন করেন কে?
উত্তর : সমাজকাঠামোর ব্যাখ্যায় জৈবিক ধারণাটি প্রথম উপস্থাপন করেন রেডক্লিফ ব্রাউন।
জৈবিক ধারণাটি কত সালে উপস্থাপন করা হয়?
উত্তর : জৈবিক ধারণাটি ১৯১০ সালে প্রথম উপস্থাপন করা হয়।
মার্কসীয় ধারণায় সমাজ কাঠামো কোথা থেকে উৎসারিত হয়?
উত্তর : মার্কসীয় ধারণায় সমাজ কাঠামো সমাজস্থ মানুষের জীবনপ্রণালী থেকে উৎসারিত হয়।
মার্কসীয় দৃষ্টিতে সমাজ কাঠামো কয়টি স্তর অতিক্রম করে?
উত্তর : মার্কসীয় দৃষ্টিতে সমাজ কাঠামো পাঁচটি স্তর অতিক্রম করে।
মার্কসবাদীদের মতে, সমাজ কাঠামো কী?
উত্তর : মার্কসবাদীদের মতে সমাজ কাঠামো হচ্ছে- “Unity of economic, social and cultural levels of human life”.
Basic structure কোন প্রক্রিয়াকে চিহ্নিত করে?
উত্তর : Basic structure বা মৌল কাঠামো সমাজের অর্থনৈতিক প্রক্রিয়াকে চিহ্নিত করে
উপরিকাঠামো কী?
উত্তর : উপরিকাঠামো হলো রাষ্ট্র, আইন, ধর্ম, শিল্পকলা ও দর্শন সংক্রান্ত মতাদর্শ এবং রাষ্ট্রীয় আইন ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান যারা ঐ মতাদর্শকে পরিপোষণ করে।
কাদের নিয়ে সমাজ গঠিত হয়?
উত্তর : মানবগোষ্ঠীকে নিয়েই গঠিত হয় সমাজ।
সমাজ কাঠামোর উপাদান কী?
উত্তর : সমাজকাঠামোর উপাদানগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদার ভিত্তিতে গড়ে উঠা বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান ও দলসমূহ।
ধর্মীয় অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের মাধ্যমেই সমাজের সংহতি টিকে থাকে একথা কে বলেছেন?
উত্তর : Emile Durkheim বলেছেন, ধর্মীয় অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের মাধ্যমেই সমাজের সংহতি টিকে থাকে।
যোগাযোগ ব্যবস্থা কী?
উত্তর : মানসিকভাবের আদানপ্রদান, মানুষে মানুষে গোষ্ঠীতে গোষ্ঠীতে যে আদান প্রদান সেটিই হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।
সমাজে বিভিন্ন শ্রেণির সৃষ্টি হয় কিভাবে?
উত্তর : সমাজে উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণির সৃষ্টির হয় ।
সামাজিকীকরণ কী?
উত্তর : সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা মানবশিশু সমাজের সদস্য হিসেবে গড়ে উঠে
সামাজিকীকরণ কি ধরনের প্রক্রিয়া?
উত্তর : সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া।
ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটে কখন?
উত্তর : মৃত্যুর সাথে সাথে ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ার মৃত্যু ঘটে
সমাজ মনোবিজ্ঞানীদের মতে, ব্যক্তির শিক্ষণ সম্পন্ন হয় কিভাবে?
উত্তর : সমাজ মনোবিজ্ঞানীদের মতে, চারটি পরস্পর সম্পর্কযুক্ত উপাদানের সাহায্যে ব্যক্তির শিক্ষণ সম্পন্ন হয়।
সামাজিকীকরণের প্রধান মাধ্যম কী?
উত্তর : সামাজিকীকরণের প্রধান মাধ্যম পরিবার।
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকাকে কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তর : শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকাকে পিতামাতার মধ্যে সম্পর্ক, পিতামাতা ও শিশুর মধ্যে সম্পর্ক,
পরিবারের শিশুদের তথা ভাইবোন সম্পর্ক এই তিন ভাগে ভাগ করা যায়।
সামাজিকীরণের আনুষ্ঠানিক মাধ্যম কী?
উত্তর : শিক্ষাপ্রতিষ্ঠান হলো সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম।
সামাজিক দর্পণ হিসেবে সামাজিকীকরণের কোন মাধ্যম কাজ করে?
উত্তর : সঙ্গীদল সামাজিক দর্পণ হিসেবে কাজ করে।
শিশু নিজের সত্তা ও স্বভাব সম্পর্কে সঠিক ধারণা লাভ করে কিভাবে?
উত্তর : সমবয়সীদের সাথে মেলামেশার ফলে শিশুর নিজের সত্তা ও স্বভাব সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে।
গণ বা বৃহৎ জনগোষ্ঠী কী?
উত্তর : ল্যাটিন শব্দ Masse শব্দ থেকে ইংরেজি Mass শব্দের উদ্ভব, যার অর্থ হচ্ছে গণ বা বৃহৎ জনগোষ্ঠী।
গণযোগাযোগ কিসের বিস্তৃত রূপ?
উত্তর : গণযোগাযোগ হচ্ছে ব্যক্তির এবং আন্তঃব্যক্তিক যোগাযোগের একটি বিস্তৃত রূপ।
সমাজের মৌল ভিত্তি কী?
উত্তর : সামাজিক মিথস্ক্রিয়া হচ্ছে সমাজের মৌল ভিত্তি।
সামাজিক মিথস্ক্রিয়া কাকে বলে?
উত্তর : সামাজিক মিথস্ক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তিবর্গ পরস্পরকে প্রভাবিত করে ।
Park এবং Burgess এর মতে, সামাজিক মিথস্ক্রিয়ার প্রকৃতি দুটি কী?
উত্তর : Park এবং Burgess এর মতে, সামাজিক মিথস্ক্রিয়ার প্রকৃতি দু’টি। যথা: ব্যক্তিতে ব্যক্তিতে ও গোষ্ঠীতে গোষ্ঠীতে।
সামাজিক মর্যাদার দ্বারা গঠিত তদ্ভজালকে কী বলে?
উত্তর : সামাজিক মর্যাদার দ্বারা গঠিত তদ্ভজালকে সমাজ বলে।
‘মর্যাদা হলো সমাজের সৃষ্টি এ কথা কে বলেছেন?
উত্তর : লা পেয়ারে বলেছেন মর্যাদা হলো সমাজের সৃষ্টি।
“সামাজিক অবস্থান হলো মর্যাদার ভিত্তি” এ কথা কে বলেছেন।
উত্তর : ম্যাকাইভার বলেছেন, “সামাজিক অবস্থান হলো মর্যাদার ভিত্তি।”
সামাজিক অবস্থায় কোন জিনিস মানুষের মর্যাদাকে প্রকাশ করে?
উত্তর : সামাজিক অবস্থায় ব্যক্তির পরিচিতিই তার মর্যাদাকে প্রকাশ করে।
‘Key Status’ ধারণাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : Key status ধারণাটি সর্বপ্রথম E. T. Hiller ব্যবহার করেন।
ব্যক্তির মর্যাদাকে কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তর : ব্যক্তির মর্যাদাকে আরোপিত মর্যাদা ও অর্জিত মর্যাদা এই দু’ভাগে ভাগ করা যায়।
আরোপিত মর্যাদা কোথা থেকে উৎপন্ন হয়?
উত্তর : আরোপিত মর্যাদাগুলো ব্যক্তির অনৈচ্ছিক গোষ্ঠী সদস্যপদ থেকে উৎপন্ন হয়।
অর্জিত মর্যাদা কী?
উত্তর : পতিপত্নী সংক্রান্ত মাতৃত্ব সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত পদবিগুলো হচ্ছে অর্জিত মর্যাদা।
নৃবিজ্ঞানে ভূমিকা বলতে কী বুঝায়?
উত্তর : নৃবিজ্ঞানের আলোচনায় “ভূমিকা বলতে বুঝায় লিঙ্গ, বয়স বা বৃত্তিগতভাবে ব্যক্তি মানুষের আচরণ
মনোবিজ্ঞানে আলোচনার ভূমিকা বলতে কী বুঝায়?
উত্তর : মনোবিজ্ঞানের আলোচনায় “ভূমিকা বলতে বুঝায় সামাজিক মিথস্ক্রিয়ায় ব্যক্তির দ্বারা সম্পাদিত আচরণ
ভূমিকা বলতে কী বুঝায়?
উত্তর : বিশেষ বিশেষ পরিস্থিতিতে ব্যক্তি মানুষের কাছে অবস্থা অনুসারে যে ক্রিয়াকলাপ প্রত্যাশিত তাকেই বলে
ভূমিকা।
দল বা গোষ্ঠী বলতে কী বুঝায়?
উত্তর : দল বা গোষ্ঠী বলতে আমরা বুঝি একাধিক ব্যক্তির সমষ্টি যারা একটি স্বীকৃত সংগঠনের মাধ্যমে পরস্পরের উপর কার্য করে।
দল বা গোষ্ঠী কিভাবে গড়ে উঠে?
উত্তর : গোষ্ঠী বা দল গড়ে উঠে কতিপয় ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে।
জিসবার্ট দলকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন?
উত্তর : জিসবার্ট বলেন, “সামাজিক দল হলো ব্যক্তির সমষ্টি, যারা একটি স্বীকৃত সংগঠনের মধ্যে থেকে পরস্পরের উপর কাজ করে।”
টি. বি. বটোমোরের দলের সংজ্ঞাটি কী?
উত্তর : T. B. Bottomore (টি. বি. বটোমোর) বলেন “একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এক মানবগোষ্ঠী হলো সামাজিক গোষ্ঠী।”
চার্লস হরটন কুলি দলকে কী কী ভাগে ভাগ করেছেন?
উত্তর : চার্লস হরটন কুলি দলকে মুখ্য ও গৌণ এই দুইভাগে ভাগ করেছেন।
সামাজিক প্রতিষ্ঠানের কেন্দ্রস্থলে কোন দল অবস্থিত?
উত্তর : মুখ্য বা প্রাথমিক দল সামাজিক প্রতিষ্ঠানের কেন্দ্রস্থলে অবস্থিত ।
মুখোমুখি দল বলা হয় কাকে?
উত্তর : মুখ্য দলকে মুখোমুখি দল বলা হয়।
সমষ্টিগত জীবনের প্রধান কেন্দ্র বলে কোন দলকে?
উত্তর : মুখ্য বা প্রাথমিক দলকে সমষ্টিগত জীবনের প্রধান কেন্দ্র বলে।
গৌণ দল কী?
উত্তর : গৌণ দল বা গৌণ গোষ্ঠী হলো বিরাট প্রতিষ্ঠানের আওতাভুক্ত জনসমষ্টি, যেখানে একে অপরের সাথে প্রত্যক্ষভাবে অনেক সময়ে ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করতে পারে না।
গৌণ দল কিভাবে গঠিত হয়?
উত্তর : গৌণ দল বা গৌণ গোষ্ঠী কতকগুলো নীতি ও আদর্শের দ্বারা গঠিত হয়
অন্তঃগোষ্ঠী কাকে বলে?
উত্তর : অন্তঃগোষ্ঠী হচ্ছে সেই গোষ্ঠী যাতে কোন ব্যক্তি নিজে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত।
বহিঃগোষ্ঠী কাকে বলে?
উত্তর : বহিঃগোষ্ঠী হচ্ছে সেই গোষ্ঠী যাতে কোন ব্যক্তি নিজে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত নয়।
স্বাভাবিক গোষ্ঠী বা দল কাকে বলে?
উত্তর : যখন গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিদের জৈবিক চাহিদার পরিতৃপ্তির জন্য গোষ্ঠী গড়ে উঠে অথচ সে চাহিদা সম্বন্ধে সচেতন নয় তখন তাকে স্বাভাবিক গোষ্ঠী বলা হয় ।
আংশিক ব্যাপক গোষ্ঠী কাকে বলে?
উত্তর : যে গোষ্ঠী সদস্যদের আংশিক চাহিদা পূরণে সক্ষম তাকে আংশিক ব্যাপক গোষ্ঠী বলা হয় ।
সমাজকাঠামো আলোচনায় কী কী ধারণা পাওয়া যায়?
উত্তর : সমাজকাঠামো আলোচনায় জৈবিক ও অজৈবিক ধারণা পাওয়া যায় ।

খ-বিভাগ

প্রশ্ন॥১।অর্জিত মর্যাদা কী?
প্রশ্ন॥২॥উপরি কাঠামো বলতে কী বুঝ?
প্রশ্ন॥৩॥মাধ্যম কী?
প্রশ্ন॥৪॥প্রথা বলতে কী বুঝ?
প্রশ্ন॥৫॥সামাজিকীকরণ কাকে বলে?
প্রশ্ন॥৬॥কুলির Looking Glass Self তত্ত্ব লিখ ?
প্ৰশ্ন॥৭॥মীডের Self তত্ত্ব লিখ?
প্রশ্ন॥৮॥দলের সংজ্ঞা দাও।
প্রশ্ন॥৯॥দলের সুবিধাসমূহ কী কী?
প্ৰশ্ন৷১০৷৷দলের অসুবিধাসমূহ কী কী?
প্ৰশ্ন৷১১৷মর্যাদা সংজ্ঞা দাও।
প্রশ্ন॥১২৷ভূমিকার সংজ্ঞা দাও।
প্রশ্ন॥১৩৷৷সামাজিক গোষ্ঠী কাকে বলে?
প্ৰশ্ন৷ ১৪৷প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী বলতে কী বুঝায়?
প্রশ্ন॥১৫৷গৌণ গোষ্ঠী কী?

গ-বিভাগ

প্রশ্ন॥১॥সমাজকাঠামোর সংজ্ঞা দাও ।
প্রশ্ন॥২॥সমাজকাঠামোর উপাদান সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৩॥সমাজকাঠামোর জৈবিক ধারণা আলোচনা কর।
প্রশ্ন॥৪॥সমাজকাঠামো সম্পর্কে মরিস জিন্সবার্গের উক্তি উল্লেখ কর।
প্ৰশ্ন॥৫॥সমাজকাঠামোর মার্কসীয় তত্ত্ব পর্যালোচনা কর।
প্রশ্ন॥৬॥উপরি কাঠামোর মার্কসীয় তত্ত্ব আলোচনা কর।
প্ৰশ্ন॥৭॥ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্ব আলোচনা কর।
প্রশ্ন॥৮॥বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিকীকরণের মাধ্যমসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৯॥সামাজিকীকরণের উপাদান আলোচনা কর।
প্রশ্ন৷১০।ব্যক্তির সামাজিকীকরণে শিক্ষার ভূমিকা উল্লেখ কর।
প্রশ্ন॥১১৷সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷১২৷দলের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷১৩৷৷দলের সুবিধাসমূহ কী কী?
প্রশ্ন॥১৪৷কিভাবে দলকে উৎপাদনমুখী করা যায়” – বর্ণনা কর।
প্রশ্ন৷১৫৷দলের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
প্রশ্ন॥১৬।আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দলের মধ্যে পার্থক্য দেখাও।
প্ৰশ্ন৷১৭৷৷মর্যাদার প্রকৃতি তুলে ধর।
প্ৰশ্ন৷১৮৷মর্যাদার শ্রেণিবিভাগ আলোচনা কর।
প্রশ্ন॥১৯৷৷ভূমিকার প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন৷২০৷ভূমিকার প্রকৃতি ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷২১৷৷ভূমিকা ও মর্যাদার মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷২২৷সমাজে ব্যক্তির মর্যাদা কিভাবে নির্ধারিত হয়?
প্ৰশ্ন৷২৩৷৷প্রাক-ব্রিটিশ বাংলার সমাজকাঠামো সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৪৷৷প্রাক-ব্রিটিশ বাংলার অর্থনৈতিক কাঠামো কেমন ছিল? আলোচনা কর।
প্রশ্ন৷২৫৷প্রাক-ব্রিটিশ বাংলার মুদ্রা ও বিনিময় ব্যবস্থা কেমন ছিল?
প্রশ্ন৷২৬৷ব্যক্তিজীবনে সামাজিক দলের গুরুত্ব আলোচনা কর।
প্ৰশ্ন৷২৭৷৷সমাজজীবনে সামাজিক দলের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন৷২৮৷৷মানবজীবনে সামাজিক দলের প্রয়োজনীয়তা অপরিসীম”- আলোচনা কর ।
প্রশ্ন৷৷২৯৷সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য আলোচনা কর।
প্রশ্ন॥৩০৷৷গোষ্ঠীর শ্রেণিবিভাগ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩১৷৷প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখাও।