প্রথম অধ্যায়,চাহিদা : সংজ্ঞা, প্রকৃত, জৈবিক, সামাজিক, মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক চাহিদা, শিশু, যুবক, মহিলা ও প্রবীণদের চাহিদাসমূহ

ক বিভাগ

চাহিদা কী?
উত্তর : সাধারণ অর্থে মানুষের বেঁচে থাকা, কল্যাণ তথা পূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় কতগুলো দৈহিক, মানসিক, আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রয়োজনকে চাহিদা বলে।
Robert L Barvex প্রদত্ত চাহিদার সংজ্ঞা লিখ।
উত্তর : Needs are as physical, psychological, economic, cultural and social requirements for survival well being unfulfilment.
Robert L. Barvex কোন গ্রন্থে চাহিদার সংজ্ঞা দিয়েছেন?
উত্তর : The Dictionary of social work গ্রন্থে।
M.R.O washington এবং R. M. Ryan প্রদত্ত চাহিদার সংজ্ঞা দাও।
উত্তর : চাহিদা হলো এমন যে কোন সুনির্দিষ্ট অবস্থা যে অবস্থায় এক ব্যক্তি, ব্যক্তি হিসেবে বা পরিবারের সদস্য
হিসেবে নিজের পরিপূর্ণ ক্ষমতা বিকাশে বাধাগ্রস্ত হয়।
Oxford Advanced Learner’s Dictionary তে চাহিদার সংজ্ঞায় যা বলা আছে তা লিখ।
উত্তর : Needs means to reaquire Something because they are important or useful and not simply because one would like to have them.
মানবিক চাহিদার দিকগুলো কী কী?
উত্তর : মানবিক চাহিদাগুলো হলো : ক. শারীরিক চাহিদা; খ. ব্যক্তিগত চাহিদা; গ. আবেগীয় চাহিদা; ঘ. পর্যাপ্ত আত্মধারণার চাহিদা।
কলিন্স এর মতে চাহিদা কী?
উত্তর : Needs is the basic requirements necessary to sustain human life.
মানবিক চাহিদা কত প্রকার ও কী কী?
উত্তর : মানবিক চাহিদা ৪ প্রকার। যথা : ক. মান নির্ধারক চাহিদা; খ. অনুভূত চাহিদা; গ. সুনির্দিষ্টভাবে প্রকাশিত চাহিদা; ঘ. তুলনামূলক চাহিদা।
মানুষের শারীরিক চাহিদাগুলো কী কী?
উত্তর : মানুষের শারীরিক চাহিদাগুলো হলো খাদ্য, আশ্রয়, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ইত্যাদি।
ব্যক্তিত্বের পরিপূর্ণতার জন্য প্রয়োজনীয় চাহিদাগুলো কী কী?
উত্তর : ব্যক্তিত্বের পরিপূর্ণতার জন্য প্রয়োজনীয় চাহিদাগুলো হলো- শিক্ষা, চিত্তবিনোদন, মূল্যবোধ, নৈতিকতা, ইত্যাদি।
মানুষের আবেগীয় প্রয়োজনগুলো কী কী?
উত্তর : মানুষের আবেগীয় প্রয়োজনগুলো -পারস্পারিক স্বীকৃতি, সম্পদের মালিকানার অনুভূতি, বন্ধুত্ব, সঙ্গপ্রিয়তা ও সহচর্য।
শিশু কারা?
উত্তর : সাধারণ অর্থে জন্ম থেকে শুরু করে যৌবনে পদার্পনের পূর্ববর্তী বয়সের অধিকারীদেরকেই শিশু বলা হয়।
জাতিসংঘের মতে শিশু কারা?
উত্তর : ১৮ বছরের নিচে সব মানব সন্তানকে শিশু বলা হবে, যদি না শিশুর জন্য প্রযোজ্য আইনের আওতায় ১৮ বছরের আগেও শিশুকে সাবালক হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশের জাতীয় শিশু নীতি (১৯৯৪) অনুযায়ী শিশু কারা?
উত্তর : যাদের বয়সসীমা ১৪ বছরের কম তারাই শিশু।
শিশুর চাহিদাগুলো কী কী?
উত্তর : ক. দৈহিক চাহিদা; খ. মানসিক চাহিদা; গ. শিক্ষার চাহিদা; ঘ. সুস্বাস্থ্য লাভের চাহিদা; ঙ. সাংস্কৃতিক চাহিদা।
শিশুর দৈহিক চাহিদাগুলো কী কী?
উত্তর : শিশুর দৈহিক চাহিদাগুলো হলো খাদ্য, বস্ত্ৰ।
শিশুর মানসিক চাহিদাগুলো কী কী?
উত্তর : শিক্ষা, চিত্তবিনোদন, মূল্যবোধ, নৈতিকতা, ধর্ম ইত্যাদি।
শিশুর চাহিদা যথাযথ পূরণ না হলে কী কী সমস্যা হতে পারে?
উত্তর : শিশুর চাহিদা যথাযথ পূরণ না হলে যে সমস্যা হয় তা হলো : ক. প্রতিবন্ধী শিশু; খ. পুষ্টিহীনতা; গ. রোগাক্রান্ত; ঘ. নিরাপত্তাহীনতা; ঙ. স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত।
চাহিদার দুইটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : ক. চাহিদা পূরণীয়; খ. সর্বজনীনয়তা।
মানুষের মানসিক চাহিদাগুলো কী কী?
উত্তর : মানুষের মানসিক চাহিদাগুলো হলো : ক. স্নেহ মমতা; খ. আবেগ প্রকাশ; গ. ব্যক্তিত্বের বিকাশ সাধন; ঘ. স্বাধীনতার।
মানুষের অর্থনৈতিক চাহিদাগুলো কী কী?
উত্তর : মানুষের অর্থনৈতিক চাহিদাগুলো হলো : ক. সম্পত্তি লাভ; খ. ব্যবসায় বাণিজ্য পরিচালনা; গ. প্রত্যাশিত জীবন মান; ঘ. কর্মসংস্থান; ঙ. অর্থনৈতিক সহায়তা লাভ;
মানুষের সামাজিক চাহিদাগুলো কী কী?
উত্তর : মানুষের সামাজিক চাহিদা হলো : ক. সামাজীকিকরণ; খ. পারস্পরিক সহচর্য; গ. আশ্রয় লাভের চাহিদা; ঘ. দলগঠনের চাহিদা; ঙ. সামাজিক নিরাপত্তা লাভ।
মানবজীবনে অপরিহার্য সাংস্কৃতিক চাহিদা কী কী?
উত্তর : মানুষের অপরিহার্য সাংস্কৃতিক চাহিদাগুলো হলো : চিত্তবিনোদনের চাহিদা, নিজস্ব সংস্কৃতির লালন ইত্যাদি।
শিশুর চাহিদা কী?
উত্তর : শিশুরা সমাজে স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যে প্রয়োজন অনুভব করে তাকেই বলা হয় শিশুর চাহিদা।
যুবক কারা?
উত্তর : বয়ঃসন্ধিকাল থেকে পৌরত্বের পূর্ব পর্যন্ত সময়কে যৌবনকাল বলা যেতে পারে।
জাতিসংঘ কর্তৃক নির্ধারিত যুবকদের বয়সসীমা কত?
উত্তর : ১৫ – ২৪ বছর।
বাংলাদেশে সরকার কর্তৃক নির্ধারিত যুবকদের বয়সসীমা কত?
উত্তর : ১৮ – ৩০ বছর।
Dr. P. Paul Chowdhury যুবকদের কয়টি চাহিদার কথা বলেছেন?
উত্তর : Dr. P. Paul Chowdhury ৪টি চাহিদার কথা বলেছেন। যথা : ক. ব্যক্তিত্বের সঠিক বিকাশ; খ. আবেগীয় স্বাধীনতা লাভ; গ. সমবয়সী বন্ধুদের সাথে মেলামেশা ঘ. পেশা নির্ধারণ।
ড. ডি. পি পাল চৌধুরী কোন গ্রন্থে যুবকদের চাহিদার কথা বলেছেন?
উত্তর : ড. ডি. পি. পাল চৌধুরী তাঁর ‘A hand book of social welfare গ্রন্থে যুবকদের চাহিদার কথা বলেছেন।
ড. নূরুল ইসলাম ও ড. মোহাম্মদ সাদেক কোন গ্রন্থে যুবকদের চাহিদার কথা বলেছেন?
উত্তর : ড. নূরুল ইসলাম ও ড. মোহাম্মদ সাদেক তাঁদের সমাজকল্যাণে নীতি ও কর্মসূচি গ্রন্থে যুবকদের চাহিদার কথা বলেছেন।
যুবকদের চাহিদাগুলো কী কী?
উত্তর : যুবকদের চাহিদা হলো: দৈহিক, মানসিক, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ইত্যাদি।
যুবকদের চাহিদা পূরণ না হলে কী কী সমস্যা দেখা দিতে পারে ?
উত্তর : বেকারত্ব, জাতীয় শ্রম শক্তির অপচয়, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, আত্মহত্যা, জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।
নারীদের চাহিদা কী?
উত্তর : একজন নারী, সমাজে স্বাভাবিকভাবে ও মর্যাদায় সহিত বেঁচে থাকার জন্য যে সকল প্রয়োজন অনুভব করেন তাই নারীর চাহিদা।
নারীর চাহিদাগুলো কী কী?
উত্তর : নারীর চাহিদাগুলো হলো : ক. শারীরিক; খ. সামাজিক নিরাপত্তা; গ. মানসিক চাহিদা; ঘ. শিক্ষা।
নারীর চাহিদা পূরণ না হলে কী কী সমস্যা দেখা দেয়?
উত্তর : নারীর চাহিদা পূরণ না হলে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেগুলো হলো দারিদ্র্য, বেকারত্ব, নিরাপত্তাহীনতা, নিরক্ষরতা, স্বাস্থ্যহীনতা ইত্যাদি।
প্রবীণ কারা?
উত্তর : সাধারণভাবে বাংলাদেশের বয়সানুযায়ী যাদের বয়সসীমা ৬০ বছর বা তার ঊর্ধ্বে তারাই প্রবীণ।
প্রবীণদের চাহিদা কী?
উত্তর : স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য বৃদ্ধ বয়সে যে চাহিদাগুলো প্রবীণদের অনুভূত হয় তাই প্রবীণদের চাহিদা।
প্রবীণদের চাহিদাগুলো কী কী?
উত্তর : প্রবীণদের চাহিদাগুলো হলো : শারীরিক, মানসিক, দৈহিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক মনস্তাত্ত্বিক।
প্রবীণদের চাহিদাপূরণ না হলে কী কী সমস্যা সৃষ্টি হয়?
উত্তর : প্রবীণদের চাহিদা অপূরণজনিত কারণে সৃষ্ট সমস্যাবলি হলো: ক. দৈহিক সমস্যা; খ. নিরাপত্তাহীনতা; গ. নির্ভরশীলতার হার বৃদ্ধি; ঘ. নৈতিক মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি।
বাংলাদেশের জনগণের চাহিদা পূরণের পথে অন্তরায়গুলোর মধ্যে প্রধান দুইটি অন্তরায় লিখ।
উত্তর : ক. জনসংখ্যার আধিক্য খ. ব্যাপক দারিদ্র্য।
বাংলাদেশের জনগণের চাহিদা পূরণের উপায়গুলোর মধ্যে দুইটি উপায় লিখ।
উত্তর : ক. কৃষির আধুনিকীকরণ; খ.কুটির শিল্পের সম্প্রসারণ ও গ. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
মানব জীবনে অর্থনৈতিক চাহিদাগুলো কী?
উত্তর : মানব জীবনে অর্থনৈতিক চাহিদাগুলো হলো সম্পত্তি লাভ, ব্যবসায় বাণিজ্য পরিচালনা, প্রত্যাশিত জীবনমান লাভ।
বাংলাদেশের প্রবীণদের সমস্যা সমাধানের লক্ষ্যে কত সাল থেকে বয়স্ক ভাতা কার্যক্রম চালু হয়?
উত্তর : ১৯৯৭-৯৮৯ সাল থেকে।
বয়স্ক ভাতার পরিমাণ কত?
উত্তর : বয়স্কভাতার পরিমাণ মাসিক ৩০০ টাকা।
যুবকদের প্রধান দুইটি সমস্যা কী কী?
উত্তর : যুবকদের প্রধান দুইটি সমস্যা হলো: মাদকাসক্ত ও বেকারত্ব।

খ বিভাগ

প্রশ্ন॥১॥ চাহিদা বলতে কী বুঝ?
প্রশ্ন৷২৷ বিভিন্ন ধরনের মানবিক চাহিদাগুলো আলোচনা কর।
প্রশ্ন৷৩৷৷ একটি শিশুর কী কী চাহিদা থাকতে পারে তা আলোচনা কর।
প্রশ্ন॥৪॥ মানবজীবনের অপরিহার্য দৈহিক ও মানসিক চাহিদাসমূহ আলোচনা কর।
প্রশ্ন।।৫।। শিশুর চাহিদা কি? শিশুদের চাহিদাসমূহ পূরণ না হওয়ার ফলে কি কি সমস্যা সৃষ্টি হয়?
প্রশ্না।।৬।। শিশুদের চাহিদাসমূহ পূরণ না হওয়ার ফলে কি কি সমস্যা সৃষ্টি হয়?
প্রশ্ন॥৭॥ বাংলাদেশের যুবকদের চাহিদাগুলো আলোচনা কর।
প্রশ্ন॥৮॥ যুবক কারা?
প্রশ্ন॥৯॥ যুবকদের চাহিদাসমূহ কী কী?
প্রশ্ন।১০৷ নারীদের কি কি চাহিদা আছে তা আলোচনা কর।
প্রশ্ন।।১১।। বাংলাদেশের প্রবীণ ব্যক্তিদের চাহিদাগুলো আলোচনা কর।
প্রশ্ন।।১২।। প্রবীণদের সমস্যাসমূহ পূরণ না হওয়ার ফলে কী কী সমস্যার সৃষ্টি হয়?
প্রশ্ন।।১৩।। বাংলাদেশের জনগণের বিভিন্ন প্রকার চাহিদা পূরণের পথে অন্ত রায়গুলো আলোচনা কর।
প্রশ্ন।।১৪।। বাংলাদেশের জনগণের চাহিদা পূরণের উপায়সমূহ লিখ।

গ বিভাগ

প্রশ্ন।।১।। চাহিদা বলতে কী বুঝ? বিভিন্ন ধরনের মানবিক চাহিদাগুলো আলোচনা কর।
প্রশ্ন।।২।। চাহিদা বলতে কি বুঝ? একটি শিশুর কি কি চাহিদা থাকতে পারে তা আলোচনা কর।
প্রশ্ন।।৩।। চাহিদা কি? মানবজীবনের অপরিহার্য দৈহিক ও মানসিক চাহিদাসমূহ আলোচনা কর।
প্রশ্ন।।৪।। শিশুর চাহিদা কি? শিশুদের চাহিদাসমূহ পূরণ না হওয়ার ফলে কি কি সমস্যা সৃষ্টি হয়?
প্রশ্ন।।৫।। চাহিদা বলতে কি বুঝ? বাংলাদেশের যুবকদের চাহিদাগুলো আলোচনা কর।
প্রশ্ন।।৬।। যুবক কারা? যুবকদের চাহিদাসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৭॥ চাহিদা বলতে কি বুঝ? নারীদের কি কি চাহিদা আছে তা আলোচনা কর।
প্রশ্ন।।৮।। সমাজে নারীর চাহিদাসমূহ কি কি আলোচনা কর।নারীর চাহিদাসমূহ পূরণ না হওয়ার ফলে কি কি সমস্যা সৃষ্টি হয়?
প্রশ্ন।।৯।। চাহিদা বলতে কি বুঝ? বাংলাদেশের প্রবীণ ব্যক্তিদের চাহিদাগুলো আলোচনা কর।
প্রশ্ন।।১০।। প্রবীণদের চাহিদাসমূহ আলোচনা কর।প্রবীণদের সমস্যাসমূহ পুরণ না হওয়ার ফলে কি কি সমস্যার সৃষ্টি হয়?
প্রশ্ন।।১১।। বাংলাদেশের জনগণের বিভিন্ন প্রকার চাহিদা পূরণের পথে অন্ত রায়গুলো আলোচনা কর। এ অন্তরায়সমূহ দূরীকরণের উপায়সমূহ
আলোচনা কর।