অথবা, লোকসংস্কৃতি কাকে বলে?
অথবা, লোকসংস্কৃতির সংজ্ঞা দাও।
অথবা, লোকসংস্কৃতি কী?
উত্তর৷ ভূমিকা : গ্রাম বাংলার ঐতিহ্য প্রিয় মানুষের প্রাণের কথা যে ভাষায় বলা সম্ভব লোকসংস্কৃতি তারই দাবিদার। বাংলার গ্রাম্য ঐতিহ্য বহনকারী এ লোকসংস্কৃতি আজও গ্রামাঞ্চলে, তাই প্রশংসনীয় হয়ে লোকের মুখে মুখে বিরাজ করছে। Folk culture is a life style which denotes rites and rituals, belives, norms and values. লোকসংস্কৃতি তাই বাঙালির জীবন প্রণালি বিশেষ করে গ্রাম বাংলার ঐতিহ্যমণ্ডিত জীবন প্রণালি বহন করে।
লোকসংস্কৃতি : লোকসংস্কৃতি হলো গ্রামীণ মানুষের জীবনের দৈনন্দিন কার্যকলাপ, আচার অনুষ্ঠান, বিশ্বাস, যা কেবল গ্রামীণ জনসাধারণের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের বাংলাদেশকে পল্লির দেশ বললেও অন্যায় হবে না। বাঙালি জীবন প্রণালি বা বাঙালি সংস্কৃতি এ পল্লির জীবন প্রণালিতেই বিশেষভাবে প্রতিফলিত। শহর অঞ্চলগুলোতে এসব বাঙালি সংস্কৃতির রদবদল ঘটেছে প্রতিনিয়ত। লোকসংস্কৃতির দ্বারা বুঝায় গ্রামের জনগণের ব্যবহার ও চর্চার মাধ্যমে গড়ে উঠা একটি নিজস্ব জীবনধারা। যাতে তাদের আপন বৈশিষ্ট্যসমূহ ফুটে উঠে। বহুকাল ধরে চলে আসা রীতিনীতি, মূল্যবোধ, বিশ্বাস, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান, আচার অনুষ্ঠান সেগুলো গ্রামীণ জনগণের জীবনযাত্রার সাথে মিশে রয়েছে। লোকসংস্কৃতি এমন এক ধরনের সংস্কৃতি, যা গ্রামের সহজসরল মানুষের জীবনের প্রতিচ্ছবি। তাদের মাঝ থেকেই যার উদ্ভব এবং তাদের মাঝেই আগ্রহ ভরে গ্রহণযোগ্য। শহরের পরিবর্তনশীল সংস্কৃতি যাতে খুব একটা প্রভাব বিস্তার করতে পারে না। লোকসংস্কৃতি অর্থ আমাদের সমাজজীবনে যুগ যুগ ধরে যে সংস্কৃতির প্রভাব চলে আসছে।
ড. ওয়াকিল আহমেদ এর মতে, “গ্রামীণ অজ্ঞ, নিরক্ষর, স্থূল চিন্তাচেতনার অধিকারী কৌশলগত মানসিক ও ব্যবহারিক জীবনাচারে সম্পৃক্ত যা কিছু তাই লোকসংস্কৃতি।” লোকসংস্কৃতি মানে সনাতনী ঐতিহ্য প্রিয় ও প্রাচীন সে সংস্কৃতি, যা সমাজ দেহে গভীরভাবে মিশে রয়েছে। D. G.
S. Raj তাঁর ‘Society and individual’ নামক গ্রন্থে বলেছেন, “Folk culture is such a life style including rite and rituals, believes, norms and values and daily activities related to the daily life of rural people.’
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিশেষে বলা যায়, লোকসংস্কৃতি হলো গ্রামীণ মানুষের জীবনাচরণের মাধ্যমে গড়ে উঠা এক নিজস্ব সংস্কৃতি। এটি এমন এক ধরনের সংস্কৃতি, যা গ্রামের সহজ-সরল মানুষের জীবনের প্রতিচ্ছবি। এককথায় লোকসংস্কৃতি গ্রামবাংলার ঐতিহ্য।