প্রবীণদের কল্যাণে সমাজকর্ম অনুশীলন / প্রবীণকল্যাণে নিয়োজিত সমাজকর্মীদের পেশাগত দায়িত্ব বর্ণনা কর।

অথবা, প্রবীণদের কল্যাণে সমাজকর্মীদের দায়িত্বসমূহ আলোচনা কর।
অথবা, প্রবীণদের কল্যাণে সমাজকর্ম অনুশীলন ব্যাখ্যা কর।
উত্তর।৷ ভূমিকা :
প্রবীণদের কল্যাণে সমাজকর্ম অনুশীলনকে পেশাগত পরিভাষায় বলা হয় Geriatric social work. প্রবীণ ব্যক্তি, তার পরিবার ও কমিউনিটি নিয়ে এর ক্ষেত্র বিস্তৃত, সাধারণত কাউন্সেলিং সেবা, সমষ্টি পরিকল্পনা,এডভোকেসি সেবা প্রভৃতির সমন্বয়ে প্রবীণ কল্যাণ সমাজকর্ম পরিচালিত হয়।
প্রবীণদের কল্যাণে সমাজকর্ম অনুশীলন / প্রবীণকল্যাণে নিয়োজিত সমাজকর্মীদের পেশাগত দায়িত্ব : বার্ধক্যবিজ্ঞান সম্পর্কিত সমাজকর্ম যে উদ্দেশ্যে পরিচালিত হয় সেগুলো হলো :
১. প্রবীণদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা; ২. তাদের যথাযথ মর্যাদা দান
৩. ব্যক্তিগত চাহিদা পূরণ; ৪. প্রবীণদের মর্যাদার উন্নয়ন;
৫. তাদের জন্য চিত্তবিনোদনের ব্যবস্থা করা; ৬. সমস্যা সমাধানের ক্ষমতা অর্জন;
৭. জীবনমানের উন্নয়ন; ৮. নিয়ন্ত্রিত পরিবেশে বসবাসের
৯. আশাবাদী ও আস্থাশীল করে তোলা।
প্রবীণ কল্যাণে নিয়োজিত সমাজকর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। সমাজকর্মীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য নিম্নরূপ :
১. প্রবীণদের জীবনমান উন্নয়নে সহায়তা করা।
২. প্রবীণ জনগোষ্ঠীর সমস্যার সমাধান।
নিশ্চয়তা,
৩.তাদের সামর্থ্য বৃদ্ধিতে সাহায্য করা।
৪. প্রবীণদের বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকার জন্য তাদের পরামর্শ সেবা প্রদান করা।
৫. প্রবীণদের দৈহিক ও আবেগীয় সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
৬. যে কোন ধরনের ব্যক্তিগত সেবা প্রদান করা।
৭. প্রবীণদের উন্নয়নের জন্য নীতি ও পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণ করা।
৮. প্রবীণ জনগোষ্ঠী এবং তাদের পরিবারকে বস্তুগত সেবা ও মানবিক দিক থেকে সাহায্য করা।
৯. প্রবীণ নিবাসের উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করা।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার শেষে বলা যায় যে, প্রবীণ কল্যাণে সমাজকর্মী পেশাগত দায়িত্ব পালনে আরো যেসব ভূমিকা পালন করেন সেগুলো হলো প্রয়োজনীয় উপদেশ প্রদান, প্রয়োজন হলে নার্সিং হোমে ভর্তি করা, সেবা সমন্বয়, পরামর্শ প্রদান ইত্যাদি।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/