অথবা, কিশোর অপরাধ কী?
অথবা, কিশোর অপরাধের সংজ্ঞা দাও।
অথবা, কিশোর অপরাধ বলতে কী বুঝ?
অথবা, কিশোর অপরাধের প্রামাণ্য অংশ তুলে ধর।
উত্তর৷ ভূমিকা : কিশোর অপরাধ মূলত শিল্পবিপ্লবোত্তর মানবসমাজের একটি ভয়ানক সামাজিক ব্যাধি ও সমস্যা। কিশোর অপরাধ মূলত প্রচলিত সমাজব্যবস্থা এবং সমাজে বিদ্যমান বিভিন্ন পরিস্থিতির কারণে সৃষ্ট। কিশোর কর্তৃক যে কোনো প্রকার সামাজিক মূল্যবোধ ও রীতি বিরোধী কাজই যা সমাজের অন্যান্য সদস্যদের অধিকারে হস্তক্ষেপ
করে এবং যা অপরাধীর নিজের এবং সমাজের মঙ্গলের পথে হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায় তাই কিশোর অপরাধ ।
কিশোর অপরাধ : সাধারণভাবে বলা যায়, অপরিণত বয়স্ক ছেলেমেয়েদের অবাঞ্ছিত ও অপ্রত্যাশিত কার্যকলাপই হলো কিশোর অপরাধ। অর্থাৎ কিশোর অপরাধ বলতে কিশোর কর্তৃক সংঘটিত অপরাধ বা অসামাজিক কার্যকলাপকে বুঝায় ।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন অপরাধবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিশোর অপরাধের সংজ্ঞা প্রদান করেছেন । নিম্নে কিশোর অপরাধের সর্বজনগ্রাহ্য কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো :
বিখ্যাত সমাজবিজ্ঞানী ড. আলি আকবর (Dr. Ali Akbar) তাঁর ‘Elements of Social Welfare’ নামক গ্রন্থে কিশোর অপরাধকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন, “Juvenile delinquents are persons under legally
prescribed age limit who have violated the law, whether caught or not.”
অপরাধবিজ্ঞানী এ. ভি. জোহান (A. V. Johan) কর্তৃক প্রদত্ত কিশোর অপরাধের সংজ্ঞাটি বিশেষ গুরুত্বপূর্ণ। কিশোর অপরাধ সম্পর্কে তিনি বলেছেন, “কিশোর অপরাধী হচ্ছে একটি নির্দিষ্ট বয়সসীমার মধ্যে দেশের প্রচলিত আইন ভঙ্গকারী এবং সামাজিক আইন লঙ্ঘনকারী ছেলেমেয়ে, যাদের চরিত্র সংশোধন বা পুনর্বাসনের জন্য কোনো বিশেষ
কর্তৃপক্ষ বা বিচারকের সামনে হাজির করা হয়।”
Social Work Dictionary’ এর বর্ণনা অনুসারে কিশোর অপরাধ হচ্ছে, “The action of youngesters who violate laws or fail to conform to the reasonable demands of the care given and other authorities.” “সমাজে সমাজবিজ্ঞানী গিলিন এবং গিলিন (Gillin & Gillin) কিশোর অপরাধের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ক্ষমতায় অধিষ্ঠিত লোকদের বিশ্বাস মতে যারা ক্ষতিকর কার্যে লিপ্ত সমাজবিজ্ঞানীদের সংজ্ঞানুযায়ী তারাই অপরাধী বা কিশোর অপরাধী হিসেবে বিবেচিত।” সমাজবিজ্ঞানী ডুব এর মতে, “কিশোর অপরাধ হলো, শিশু ও কিশোরদের দ্বারা সংঘটিত সামাজিকভাবে নির্ধারিত কোনো কার্য যদি প্রচলিত প্রথা অনুযায়ী নির্ধারিত আইনের আওতায় আসে তবে তা কিশোর অপরাধ হিসেবে বিবেচিত।” অপরাধবিজ্ঞানী বিসলার কিশোর অপরাধকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন, “কিশোর অপরাধ হচ্ছে প্রচলিত সামাজিক নিয়মকানুনের উপর অপ্রাপ্তবয়স্ক কিশোরদের অবৈধ হস্তক্ষেপ।” অপরাধবিজ্ঞানী কাভানস এবং ফার্ডিনান্ড (Cavans and Ferdinand) বলেছেন, “সমাজ কর্তৃক আকাঙ্ক্ষিত আচরণ
প্রদর্শনে কিশোরদের ব্যর্থতাই হলো কিশোর অপরাধ।”
উপসংহার : কিশোর অপরাধের সংজ্ঞায় পরিশেষে বলা যায় যে, কিশোর অপরাধ হলো অপ্রাপ্তবয়স্কদের দ্বারা সংঘটিত সমাজবিরোধী, আইনবিরোধী এবং সামাজিক রীতিনীতি এবং মূল্যবোধের পরিপন্থী কার্যকলাপ। কিশোর অপরাধ বর্তমান বিশ্বে একটি বহুল আলোচিত সমস্যা।