বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৪টি ভূমিকা ও কার্যাবলি বর্ণনা কর।

অথবা, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ভূমিকা ও কার্যাবলি আলোচনা কর।
অথবা, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির কার্যাবলি বিশ্লেষণ কর।
অথবা, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর।৷ ভূমিকা :
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি পরিবার পরিকল্পনা কার্যক্রম সম্পর্কিত দেশের প্রথম স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠন পরিকল্পিত পরিবার গঠন, মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং মা ও শিশুদের অকালমৃত্যুর হাত থেকে রক্ষার জন্য বহুমুখী কার্যাবলি পরিচালনা করে যাচ্ছে।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৪টি ভূমিকা ও কার্যাবলি : সংগঠনটি তার বিভিন্ন বিভাগের মাধ্যমে যেসব কার্যাবলি পরিচালনা করছে তার মধ্যে ৪টি কার্যাবলি বর্ণনা করা হলো :
১. বস্তি এলাকায় পরিবার পরিকল্পনা : শহরের জনগণ বিশেষত বস্তিবাসীদের মধ্যে পরিবার পরিকল্পনা ও ছোট পরিবার গঠনের মনোভাবের উন্নয়ন এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এ প্রকল্পের অধীনে একটি নির্দিষ্ট এলাকায় জরিপ চালোনো হয়।জরিপের মাধ্যমে ৫০০-৬০০ জন সক্ষম দম্পতিকে পরিবার পরিকল্পনা সেবা কর্মসূচির আওতায় আনা হয়। সমিতির পক্ষ থেকে ১ জন ফিল্ড ভলান্টিয়ার এক্ষেত্রে কাজ করেন। ফিল্ড ভলান্টিয়ার দম্পতিদের জরিপ ও তথ্য নিবন্ধীকরণের কাজ করেন এবং তাদেরকে পরিবার পরিকল্পনা গ্রহণে আগ্রহী করে তোলেন। তাছাড়া তিনি দম্পতিদের মাঝে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ এবং নিয়মিত ফলোআপ করে থাকেন।
২. প্রজনন স্বাস্থ্যসেবা কর্মসূচি : ১৯৭২ সাল থেকে মিল ও ফ্যাক্টরিসমূহে এবং ১৯৮০ সাল থেকে Motor Driver Association এর সাথে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এল্প বাস্তবায়ন করে আসছে। এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে লক্ষ্যভুক্ত জনসমষ্টির মধ্যে প্রজনন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকে উন্নয়নে সংগঠিত দল ব্যবহার করা এবং পরিবার পরিকল্পনাকে তাদের কল্যাণমূলক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সংশ্লিষ্ট করা।
৩. পুরুষদের সচেতনায়ন : ক্যানভাসারদের ব্যবহারের মাধ্যমে জনগণের মধ্যে ছোট পরিবার গঠন ও পরিকল্পনার ধারণার উন্নয়ন ঘটানো এ প্রকল্পে উদ্দেশ্য। ১৯৮৩ সালে এ প্রকল্প চালু হয়। বর্তমানে ২৩১ জন ক্যানভাসারের মাধ্যমে ১১টি শাখায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
৪. নিরাপদ প্রসব নিশ্চিতকরণ : ১৯৮৭ সালে এ প্রকল্পের কর্মসূচি শুরু হয়েছে। বর্তমানে দেশের ৪২টি স্থানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অসংক্রমিত অবস্থায় নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং শিশু ও প্রসূতি মৃত্যুর হার হ্রাসকরণের উদ্দেশ্যে TBA দের পুনঃপ্রশিক্ষণের মাধ্যমে এ কর্মসূচি চালানো হচ্ছে।
উপসংহার : পরিশেষে বলা যায়, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির উপরে উল্লিখিত কার্যাবলি পরিচালনা ছাড়াও জনসংখ্যা সমস্যা সমাধানের লক্ষ্যে গবেষণা ও জরিপ কার্যাবলি পরিচালনা করে থাকে। তাছাড়া লক্ষ্য দলভুক্তদের মধ্যে সচেতনতা সৃষ্টি ছাড়াও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ করে থাকে। এছাড়া পরিবার পরিকল্পনা সমিতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনবাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/