অথবা, সামাজিক গতিশীলতা বলতে কী বুঝায়?
অথবা, সামাজিক গতিশীলতা কী?
অথবা, সামাজিক গতিশীলতার আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও।
উত্তর৷ ভূমিকা : মানবসমাজ গতিশীল এবং গতিশীল পৃথিবীর সব মানুষ একই পদমর্যাদা ভোগ করে না। কোন ব্যক্তি যে সমাজে বসবাস করে সেখানে নিজের অবস্থানের একটা তুলনামূলক চিত্র সে নিজেই বুঝতে পারে। অর্থাৎ সে কারো চেয়ে বেশি আবার কারো চেয়ে কম মর্যাদা ভোগ করে। এভাবে কোন ব্যক্তি সমাজের যাদের সাথে জড়িত থাকে
তাদের সাথে তুলনা করেই ব্যক্তির ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী গতিশীলতা নির্ণয় করা হয়। সামাজিক মর্যাদার এ তারতম্য বা পরিবর্তনকে বুঝাতে সামাজিক গতিশীলতা বা Social mobility শব্দটি ব্যবহৃত হয় ।
সামাজিক গতিশীলতা : সামাজিক গতিশীলতা বলতে এমন একটি অবস্থানকে বুঝায় যার মাধ্যমে ব্যক্তি বেশি মর্যাদা ভোগ করবে অথবা যে মর্যাদা সে ভোগ করতে চায় তার চেয়ে কম মর্যাদা ভোগ করবে। অর্থাৎ ব্যক্তির সামাজিক অবস্থানের পরিবর্তনকে সামাজিক গতিশীলতা বা Social mobility বলা হয়। সামাজিক গতিশীলতা শুধুমাত্র ব্যক্তির সামাজিক অবস্থানের পরিবর্তনকে নির্দেশ করে না, এটা একটি শ্রেণি বা সমষ্টিরও এক সামাজিক অবস্থান থেকে অন্য সামাজিক অবস্থানে রূপান্তরের ঘটনাকেও বুঝায়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী সামাজিক গতিশীলতার সংজ্ঞা বিভিন্নভাবে প্রদান করেছেন। নিম্নে তাঁদের কয়েকটি সংজ্ঞা উপস্থাপন করা হলো : সমাজবিজ্ঞানী স্প্রেডলী ও ম্যাকাডী (Spradley & Maccurdy) এর মতে, “সামাজিক গতিশীলতা হচ্ছে সামাজিক
স্তরবিন্যাসে সামাজিক মর্যাদা অর্জনের প্রক্রিয়া।” (Social mobility is the movement of individuals and groups between different social economic position.) আর. সি. শেফার (R.T Schaefer) তাঁর বিখ্যাত ‘Sociology’ গ্রন্থে বলেছেন, “Social mobility refers to movement of individuals or groups from one position of a society’s stratification system to another.” এফ. আর. খান (F.R Khan) তাঁর ‘সমাজবিজ্ঞানের মূলতত্ত্ব’ গ্রন্থে বলেছেন, “কাঠামোর আওতাধীনে অবস্থা ও মর্যাদার যে কোন পরিবর্তনকে সামাজিক চলনশীলতা বলে অভিহিত করা যায়।”
পি. এ. সরোকিন (P. A. Sorokin) বলেছেন, “যখন কোন ব্যক্তি বা গোষ্ঠী এক সামাজিক মর্যাদার বিশেষ সীমারেখা থেকে অন্য একটি সীমারেখার মধ্যে উত্তরণ ঘটায়, তখন তাকে সামাজিক গতিশীলতা বলা হয়।” ডেভিড ড্রেসলার (David Dressler) এর মতে, “সামাজিক গতিশীলতা হলো কোন ব্যক্তির একটি পদমর্যাদা থেকে অন্য মর্যাদায় রূপান্তরিত হওয়া।” (Social mobility is the movement of individuals form one status’ to another.) মরিস জিন্সবার্গ (Mouris Ginsberg) এর মতে, “সামাজিক পদমর্যাদার এক অবস্থান থেকে অন্য অবস্থায় পরিবর্তনকে সামাজিক গতিশীলতা বলে।”
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায় যে, সামাজিক গতিশীলতা হলো কোন ব্যক্তি, গোষ্ঠী বা শ্রেণির এক মর্যাদার স্থান থেকে অন্য মর্যাদার স্থানে পরিবর্তনের ঘটনা। এটি ঊর্ধ্বমুখী হতে পারে আবার নিম্নগামীও হতে পারে।