সামাজিক অসমতা কাকে বলে?

অথবা, সামাজিক অসমতা কী?
অথবা, সামাজিক অসমতার সংজ্ঞা দাও।
অথবা, সামাজিক অসমতা বলতে কী বুঝ?
উত্তর৷ ভূমিকা :
সামাজিক অসমতা একটি সমাজ উন্নয়নের ক্ষেত্রে বাধা। সমাজ উন্নয়নের ধারায় এ অসমতা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করছে। বস্তুত সমাজে আর্থসামাজিক, রাজনৈতিক ও অন্যান্য দুর্লভ উপাদানের অসম বণ্টনের ফলে সৃষ্ট অসমতাই হলো সামাজিক অসমতা।
সামাজিক অসমতা : সাধারণ অর্থে সমাজস্থ মানুষের সামাজিক পরিচিতি, পদমর্যাদা, সম্পদ, সুযোগ সুবিধা প্রকৃতির মধ্যে অসম অংশীদারিত্বকে সামাজিক অসমতা বলা যায়। অর্থাৎ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ, তাদের জ্ঞানবিজ্ঞান, আকার আকৃতি, যশ, খ্যাতি ইত্যাদির ক্ষেত্রে সমতার অভাবই অসমতা।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানী, দার্শনিক বিভিন্নভাবে সামাজিক অসমতাকে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তাঁদের কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো : Encyclopedia of Sociologyতে এলমার (Elmer) বলেছেন, “সামাজিক অসমতা বলতে এমন একটি অবস্থাকে বুঝায়, যেখানে সমাজের সদস্যবৃন্দ অসম পরিমাণ বা সক্রিয় সম্পদ, যশ, খ্যাতি (Prestige) বা ক্ষমতার অধিকারী হয়।” বিখ্যাত সমাজবিজ্ঞানী রবার্টসন (Robertson) তাঁর ‘Sociology’ গ্রন্থে বলেছেন, “যখন সমাজের কতিপয় লোক অন্যান্যদের তুলনায় বেশি ক্ষমতা, সম্পদ, অথবা খ্যাতির অধিকারী হয়, তখন সেখানে সামাজিক অসমতার সৃষ্টি হয়।” বিখ্যাত সামাজিক নৃবিজ্ঞানী রবার্ট স্কট (Robert Scott) তার Dictionary of Sociology’ গ্রন্থে বলেছেন, “সামাজিক অসমতা হচ্ছে গোষ্ঠী বা সমাজবদ্ধ মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক চাহিদার অসম সুযোগ সুবিধা এবং পুরস্কারের উপস্থিতি।” ক্রিস বার্গ (Kries Berg) এর মতে, “অসমতা এমন একটি ক্রমোচ্চ মানকে নির্দেশ করে যেখানে অন্যান্য ব্যক্তি, গোষ্ঠী বা তাদের তুলনায় কতিপয় ব্যক্তি গোষ্ঠী বা পদের অধিক কাঙ্ক্ষিত জিনিস বা বিষয়বস্তু রয়েছে।”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে, সামাজিক অসমতা হচ্ছে কাঙ্ক্ষিত বিষয়বস্তুতে সমঅধিকার প্রতিষ্ঠায় ব্যর্থতা। অন্যভাবে, সামাজিক অসমতা বলতে গোষ্ঠী বা সমাজের মধ্যে বিভিন্ন সামাজিক অবক্ষয়ের কারণে অসম সুযোগ সুবিধা এবং অসম পুরস্কারের অস্তিত্বকে বুঝায় ।

https://topsuggestionbd.com/%e0%a6%b7%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/