Download Our App

সম্পদের উপর ভিত্তি করে নগর সমাজের ক্ষমতা কাঠামোর বর্ণনা দাও।

অথবা, সম্পদের উপর ভিত্তি করে নগর সমাজের ক্ষমতা কাঠামো সম্পর্কে সংক্ষেপে লিখ।
অথবা, সম্পদের ভিত্তিতে শ্রেণি কাঠামো উল্লেখ কর।
অথবা, সম্পদের ভিত্তিতে শ্রেণি কাঠামো ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা :
শিল্পায়ন ও নগরায়ণের ফলশ্রুতিতে দিন দিন নগর সমাজের পরিধি বিস্তার করছে। এ পরিধির বিস্তারের সাথে সাথে শ্রেণি সম্পর্ক ও শ্রেণি দ্বন্দ্ব বৃদ্ধির মাধ্যমে সামাজিক সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে। নগর বাংলাদেশের শ্রেণি কাঠামোর নির্ধারক হচ্ছে পেশা, শিক্ষা, অর্থ, শিল্প ইত্যাদি। ইদানীংকালে সম্পদ, মর্যাদা ও ক্ষমতা শ্রেণি কাঠামোকে
প্রভাবিত করতে দেখা যাচ্ছে।
সম্পদের ভিত্তিতে শ্রেণি কাঠামো : সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠে আর্থিক সচ্ছলতা, সম্পদের উপর ভিত্তি করে শহরে তিনটি শ্রেণির অস্তিত্ব লক্ষণীয় । যথা : i. উচ্চবিত্ত,
ii. মধ্যবিত্ত,
iii. নিম্নবিত্ত ।
i. উচ্চবিত্ত : এ শ্রেণি শহরে সম্পদ রাখার পাশাপাশি গ্রাম সমাজেও সম্পদ রেখে থাকে। ফলে শহরের সমাজের পাশাপাশি গ্রাম সমাজেও এদের প্রভাব, প্রতিপত্তি এবং আধিপত্য বিরাজ করে।
ii. মধ্যবিত্ত : এ শ্রেণি কাঠামোর সদস্যদের অবস্থা হলো কোনো রকম জীবনযাপন করা। জীবনযাপনের জন্য অন্যদের উপর নির্ভরশীল না হয়ে জীবনসংগ্রামের মাধ্যমে দিনাতিপাত করা।
iii. নিম্নবিত্ত : এ শ্রেণি কাঠামোর সদস্যরা মানবেতর জীবনযাপন করে থাকে। এদের অবস্থা নুন আনতে পান্তা ফুরানোর মতো।
উপসংহার : পরিশেষে বলা যায়, নগর সমাজের শ্রেণি কাঠামো সম্পদের উপর ভিত্তি করে উঁচু নিচু শ্রেণিতে বিভক্ত করা হয়।

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%ae/