সমস্যা নির্ণয়ে গতিশীল প্রক্রিয়া (Dynamic diagnostic process) কী?

অথবা, সমস্যা নির্ণয়ে গতিশীল প্রক্রিয়া বলতে কী বুঝ?
অথবা, গতিশীল সমস্যা নির্ণয় প্রক্রিয়া কাকে বলে?
অথবা, গতিশীল সংখ্যা নির্ণয় প্রক্রিয়ার সংজ্ঞা দাও।
অথবা, গতিশীল সমস্যা নির্ণয় প্রক্রিয়ার পরিচয় দাও।
অথবা, গতিশীল সমস্যা নির্ণয় সম্পর্কে লিখ।
উত্তর।৷ ভূমিকা :
সমস্যা নির্ণয়ের ক্ষেত্রে কিছু প্রক্রিয়া অবলম্বন করা হয়। সমস্যা ভেদে বা সাহায্যার্থী ভেদে এটি আলাদা আলাদা হতে পারে।
সমস্যা নির্ণয়ে গতিশীল প্রক্রিয়া : ব্যক্তি যে সমস্যায় পড়েছে সে প্রেক্ষিতে যেসব বিষয় বা শক্তিসমূহ পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়ায় সক্রিয় তার একটি বাস্তবধর্মী সামগ্রিক চিত্র দাঁড় করানো ও সে সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করাই হলো সমস্যা নির্ণয়ে গতিশীল প্রক্রিয়া। এ প্রক্রিয়া যেসব বিষয়ের উপর গুরুত্বারোপ করে তা হলো:
ক. মূল অসুবিধাটা কি? কি কি সামাজিক, পারিবারিক ও মানসিক উপাদান দ্বারা সমস্যাটি সৃষ্টি করেছে;
খ. ব্যক্তির কল্যাণের উপর এবং অন্যানের জীবনে ও কল্যাণের উপর সমস্যাটির ক্ষতিকর প্রভাব;
গ. ব্যক্তি কর্তৃক তার সমস্যার সমাধান প্রত্যাশার ধরন;
ঘ. ব্যক্তি ও তার পরিবেশের মধ্যে সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হতে পারে এমন কি কি উপায় বা অনুকূল অবস্থা বর্তমান এবং সমস্যা মোকাবিলায় কিভাবে কর্মসূচি প্রণয়ন করা প্রয়োজন ।
সংক্ষেপে বলতে গেলে সমস্যা নির্ণয়ের গতিশীল প্রক্রিয়ার কাঠামোতে নিম্নোক্ত তথ্যাবলির প্রয়োজন । যথা :
ক. সমস্যা সংক্রান্ত যাবতীয় প্রাসঙ্গিক তথ্য;
খ. কারণগত উপাদান যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ;
গ. বিভিন্ন স্তরে সমস্যা মোকাবিলায় ব্যক্তি কর্তৃক গৃহীত পদক্ষেপ;
ঘ. বিদ্যমান সম্পদ;
ঙ. ব্যক্তি কি ধরনের সমাধান কামনা করে তার সাথে প্রাতিষ্ঠানিক সাহায্যের সম্পর্ক।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমস্যা নির্ণয়ে গতিশীল প্রক্রিয়ায় সমস্যার বিষয়ে ব্যক্তির মনোদৈহিক ও আর্থসামাজিক কারণ চিহ্নিত করা প্রয়োজন। তাছাড়া ব্যক্তির কল্যাণের প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টিকারী উপাদানসমূহ চিহ্নিত করতে হবে। সেই সাথে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সম্পদও চিহ্নিত করতে হবে।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a8/