সংস্থাপনের প্রক্রিয়াগুলো কী কী?

অথবা, মাঠকর্ম সংস্থাপনের প্রক্রিয়াগুলো উল্লেখ কর।
অথবা, মাঠকর্ম সংস্থাপনের প্রক্রিয়া বা পদ্ধতি লিখ।
অথবা, সংস্থাপনের প্রক্রিয়া কয়টি ও কী কী?
অথবা, সংস্থাপনের প্রক্রিয়ার শ্রেণিবিভাগ লিখ৷
উত্তরা।৷ ভূমিকা :
মাঠকর্ম অনুশীলনের জন্য শিক্ষার্থীদের এজেন্সিতে সংস্থাপন করা হয়। সংস্থাপনের ক্ষেত্রে প্রক্রিয়া অনুসরণ করা হয়।এক্ষেত্রে একটি কমিটি একাজটি সম্পন্ন করে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বিভাগীয় প্রধানের নেতৃত্বে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে একজন আহ্বায়কের নেতৃত্বে সংস্থাপন কাজটি সম্পন্ন করে থাকে।
সংস্থাপনের প্রক্রিয়া : নিম্নে মাঠকর্মের সংস্থাপনের প্রক্রিয়া তুলে ধরা হলো :
১. মাঠকর্ম কমিটির পছন্দ (Choice of the Field work committe) : শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের বা মাঠকর্ম কমিটির পছন্দ অনুযায়ী শিক্ষার্থীদের এজেন্সিতে সংস্থাপন করা হয়।এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সামর্থ্য, এজেন্সির নৈকট্য, যোগ্যতা প্রভৃতি বিবেচনায় আনা হয়। অধিকসংখ্যক শিক্ষার্থীদের একাধিক সংস্থায় এ প্রক্রিয়ায় সংস্থাপন করা যায়।
২. লটারি (Lottary) : সংস্থাপনের একটি অন্যতম প্রক্রিয়া হলো লটারি। এ প্রক্রিয়ায় দৈবচয়নের মাধ্যমে শিক্ষার্থীদের মাটকর্মের সংস্থাপন করা হয়।তত্ত্বাবধায়ক ও সংস্থার নিরপেক্ষতা নির্ধারণের জন্য এ প্রক্রিয়া অনুসরণ করা হয়। এতে করে মাঠকর্ম শেষে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করতে কোন অসুবিধা হয় না। কিন্তু বাস্তবে এ প্রক্রিয়া খুব একটা দেখা যায় না।
৩. শিক্ষার্থীদের পছন্দ (Choice of the student) : এ প্রক্রিয়া অনুযায়ী মাঠকর্মে সংস্থাপনের জন্য ছাত্রছাত্রীদের পছন্দকে গুরুত্ব দেয়া হয়। এক্ষেত্রে বিভাগীয় তত্ত্বাবধায়ক এবং এজেন্সি দুটিই ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী পেয়ে যায়।এ ধরনের পদ্ধতি বাস্তবে কমই দেখা যায়।কেননা এতে করে পক্ষপাতিত্বের সুযোগ থাকে।
উপসংহার : উপর্যুক্ত যে কোনো একটি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মাঠকর্ম সম্পাদনের জন্য এজেন্সিতে প্রেরণ করা হয়। তবে এসব প্রক্রিয়ার মধ্যে মাঠকর্ম কমিটি কর্তৃক সংস্থাপন প্রক্রিয়াটি আমাদের দেশে কলেজগুলোতে অনুসরণ করতে দেখা যায়।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a8/