শিশুকল্যাণ কী?

অথবা, শিশু কল্যাণ বলতে কী বুঝ?
অথবা, শিশুকল্যাণ কাকে বলে?
অথবা, শিশুকল্যাণের সংজ্ঞা দাও।
অথবা, শিশুকল্যাণ ধারণাটি ব্যাখ্যা দাও।
উত্তর।। ভূমিকা:
“শিশুর প্রয়োজন পূরণ, মঙ্গল বিধান এবং সমস্যা সমাধানকে কেন্দ্র করে ‘শিশুকল্যাণ’ ধারাণাটির বিকাশ ঘটেছে। একটি জাতির ক্ষুদ্র সম্রাট হিসেবে শিশুর আবির্ভাব। তাদের মঙ্গল বিধান ছাড়া জাতির ভবিষ্যৎ অন্ধকার।এদেরকে জাতির জানালা হিসেবেও অবহিত করা হয়। যে জানালা দিয়ে পরবর্তী শতাব্দীর চিত্র দেখা যায়।”
শিশুকল্যাণের ধারণা : ফ্রিডল্যান্ডার (W.A. Fridiander: 1974, 352) এর মতে, “সমস্যাগ্রস্ত শিশুদের যত্নসহ তাদের সামগ্রিক মঙ্গল নিশ্চিতকরণের জন্য সরকারি ও বেসরকারি সকল সেবামূলক তৎপরতাকে শিশুকল্যাণ বলা হয়।”
ড. আলী আকবরের মতে, “In the broad sense child welfare refers to every activity that direct by or indirectly promotes the well-being of children. It includes nutrition, education and other measures of social welfare.” অর্থাৎ, ব্যাপক অর্থে শিশুকল্যাণ বলতে শিশুর মঙ্গল বিধানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিচালিত প্রতিটি কার্যক্রমকে বুঝায় যা শিশুর, পুষ্টি এবং যাবতীয় সমাজকল্যাণমূলক কার্যাবলি এর অন্তর্ভুক্ত।
হ্যাজেল ফ্রেডারিক সেন এর মতে, “শিশুকল্যাণ বলতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত সেসব সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্য কার্যক্রমকে বুঝায় যেগুলো শিশুদের দৈহিক, বুদ্ধিবৃত্তিক, মানসিক এবং আবেগের উন্নতি ও সার্বিক কল্যাণসাধনে নিয়োজিত।”
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, শিশুকল্যাণ বলতে সেসব কার্যাবলির সমষ্টিকে বুঝায় যা সমাজের সকল স্তরের শিশুদের দৈহিক, বুদ্ধিবৃত্তি ও অন্তর্নিহিত গুণাবলির বিকাশের মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/