শিক্ষানীতি কী?

অথবা, শিক্ষানীতি বলতে কী বুঝ?.
অথবা, শিক্ষানীতি কাকে বলে?
উত্তর৷ ভূমিকা :
কোন দেশ বা জাতির উন্নতির পূর্বশর্ত হলো ঐ জাতির সুষ্ঠু শিক্ষাব্যবস্থা। আর এজন্যই প্রত্যেকটি দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য চাই একটা সুনির্দিষ্ট নীতিমালা। যে নীতিমালা অনুযায়ী দেশের শিক্ষাব্যবস্থা
পরিচালিত ও বাস্তবায়িত হবে।
শিক্ষানীতি : শিক্ষানীতি হলো শিক্ষার উদ্দেশ্য অনুযায়ী তদবিষয়ক কার্যাবলি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের দিক নির্দেশনা এবং এর ভিত্তিতে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন। বাংলাদেশে বিভিন্ন বিষয়ের উপর নীতি রয়েছে। যেমন- শিল্পনীতি, বাণিজ্য নীতি, প্রযুক্তি নীতি ইত্যাদি। শিক্ষানীতি তার মধ্যে অন্যতম একটি নীতি। সাধারণভাবে বলতে গেলে শিক্ষা হলো মানুষের আচরণের স্থায়ী ও প্রত্যাশিত পরিবর্তন। শিক্ষানীতি বলতে বুঝায় সাধারণত কোন নির্দিষ্ট সময়ে কোন দেশের শিক্ষাব্যবস্থায় সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কতকগুলো স্তর বিন্যাসের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা শিক্ষার্থীদেরকে শিক্ষা দেয়া। স্বাধীন বাংলাদেশে রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রায় চার দশকেও কোন শিক্ষানীতি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শিক্ষাখাতে বর্তমান সরকারের অন্যতম সাফল্য ন্যূনতম সময়ে জাতীয় শিক্ষানীতির খসড়া প্রণয়ন। জাতীয় শিক্ষানীতি ২০১০ এর বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ অর্থবছরে। সমাজের সকল স্তরের মানুষের মতামতের আলোকে প্রণীত শিক্ষানীতির সফল বাস্তবায়ন হলে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব।
উপসংহার : কোন দেশ এবং সরকারের শিক্ষা বিষয়ক চিন্তাচেতনার সুস্পষ্ট বহিঃপ্রকাশ ঘটে সেদেশের জাতীয় শিক্ষানীতির মাধ্যমে শিক্ষানীতি পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে একটি দেশ তার শিক্ষা বিষয়ক কর্মসূচিকে অভীষ্ট লক্ষ্যে পৌছানোর নির্দেশিকা লাভ করে। আমাদের রাষ্ট্র পরিচালকদের শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে আরো বেশি যত্নশীল হওয়া প্রয়োজন।