শাহবাজ খানের পরিচয় দাও।

উত্তর : ভূমিকা : বাংলায় স্বাধীন আফগান বংশের শাসক দাউদ খান কররানীর মৃত্যুর সঙ্গে সঙ্গে বঙ্গের স্বাধীনসত্তা লিপ্ত
হয় এবং বঙ্গে দাউদ খানের পতনের ফলে আফগানদের প্রায় পঞ্চাশ বছরের সার্বভৌমত্বের অবসান ঘটে। মূলত আকবরের
আমলেই বঙ্গে মুঘলরা চূড়ান্ত আধিপত্য বিস্তার করতে সক্ষম হন। আকবরের আমলে বঙ্গদেশে যে কয়েকজন সুবাদের শাসন
করেছিলেন তাদের মধ্যে শাহবাজ খান হচ্ছেন অন্যতম। নিম্নে তার পরিচয় তুলে ধরা হলো :
শাহবাজ খানের পরিচয় : ১৫৮৪ সালে মীর্জা আজিজ কোকা মৃত্যুবরণ করলে আকবর বঙ্গে দক্ষ ও সুযোগ্য সুবাদার শাহবাজ খানকে নিয়োগ করেন। শাহবাজ খান একজন সমরকৌশলি সেনানায়ক ছিলেন। তিনি তান্ডা হতে প্রথমেই মাসুম খান কাবুলীকে বিতাড়ন করেন। এজন্য অবশ্য Andy অনেক কাঠ- খড় পোড়াতে হয়। মাসুম ভাটি অঞ্চলে গিয়ে।ঈসা খানের আশ্রয় গ্রহণ করেন। শাহবাজ খান ঈশা খানের রাজধানী দখলের চেষ্টা করলে ঈসা খান এবং কাবুলী সম্মিলিতভাবে প্রতিরোধ করেন। ঈসা খান আত্মসমর্পণ না করলেও তোষণনীতির মাধ্যমে মাসুম
কাবুলীসহ অনেক আফগান নেতাকে শাহবাজ খান বশীভূত করেন। শাহবাজ খান বীরত্বের সাথে শাসন কার্য পরিচালনা করে অবশেষে ১৫৮৭ সালে মৃত্যুবরণ করেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, শাহবাজ খান বাংলার মুঘল সুবদারদের মধ্যে অন্যতম একজন। তিনি প্রবল প্রতিপক্ষ ঈসা খানসহ আরো অনেককে তার বশীভূত করেন। তিনি একজন সাহসী যোদ্ধা ছিলেন। তিনি মুঘল সাম্রাজ্যে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%98%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae/