মুজাফফর খান তুরবর্তী কে ছিলেন?

উত্তর : ভূমিকা : দাউদ খান কররানীর মৃত্যুর সঙ্গে সঙ্গে বঙ্গের স্বাধীন সত্তা বিলুপ্ত হয় এবং বঙ্গে দাউদ খানের পতনের ফলে আফগানদের প্রায় পঞ্চাশ বছরের সার্বভৌমত্বের অবসান
ঘটে। মূলত আকবরের আমলেই বঙ্গে মুঘলরা চূড়ান্ত আধিপত্য বিস্তার করে। আকবরের আমলে বঙ্গদেশে যে কয়েকজন শাসন
করেন তাদের মধ্যে মুজাফর খান তুরবর্তী ছিলেন অন্যতম।
নিম্নে তার পরিচয় সম্পর্কে তুলে ধরা হলো :
→ মুজাফর খান তুরবর্তী : খান-ই-জাহানের মৃত্যুর পর বাংলার সুবাদার নিযুক্ত হন মুজাফফর খান তুরবর্তী। তিনি ১৫৭৮ সালে বাংলার শাসনকর্তা নিযুক্ত হন। পূর্বে তিনি সম্রাট আকবরের একজন অন্যতম সভাসদ ছিলেন। তিনি বাংলায় আকবরের রাজস্ব ব্যবস্থা চালু করতে গিয়ে প্রতিকূল অবস্থার
সম্মুখীন হন। এতে সামরিক ও বেসামরিক কর্মচারীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। তাদের বিরোধ বিদ্রোহ দমন করতে ব্যর্থ
হয়ে মুজাফফর খান তান্ডার দুর্গে আশ্রয় গ্রহণ করেন। বিদ্রোহীরা তান্ডার দুর্গ অধিকার করে মুজাফফরকে হত্যা করে। তারা মির্জা
হাকিমকে সম্রাট বলে ঘোষণা করে তার নামে খোৎবা পাঠ করে। মাসুম খান কাবুলী মির্জা হাকিমের প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং
বাবা খান কাফশান বাংলার শাসন কর্তা নিযুক্ত হন। এভাবে সাময়িকভাবে বাংলা ও বিহার বিদ্রোহীদের হস্তগত হয়। মুজাফফর খান তুরবতীকে ১৫৮০ সালে হত্যা করা হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মুজাফফর খান তুরবর্তী বাংলায় তেমন আধিপত্য বিস্তার করতে না পারলেও তিনি বেশ কিছু সফলতা অর্জন করেছিলেন। তার পূর্বে কোনো শাসকই বঙ্গদেশ হতে কোনো অর্থ দিল্লিতে প্রেরণ করতে পারেননি। তিনি
তার শাসনের প্রথম বছরেই ৫,০০,০০০ স্বর্ণমুদ্রা, কিছু সংখ্যক।হস্তী এবং বাংলার বিবিধ দ্রব্য দিল্লিতে প্রেরণ করেন

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%98%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae/