অথবা, শাস্তির উদ্দেশ্য সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, শাস্তির উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা কর।
অথবা, শাস্তির উদ্দেশ্য সংক্ষেপে উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা : অপরাধের ফলশ্রুতি হলো শাস্তি। অপরাধ করলে শাস্তি অবশ্যম্ভাবী। তবে মানুষ জেনে শুনে বুঝে অপরাধ করে না। মানুষ বিপথগামী হলেই সে অপরাধে লিপ্ত হয়। আর এজন্য শাস্তির বিধান রয়েছে। শাস্তির মাধ্যমে ব্যক্তির আচরণ সংশোধনের ব্যবস্থা করা হয় যাতে সে পুনরায় ভালো জীবনে ফিরে আসে।
শাস্তির উদ্দেশ্য : সমাজে কেন শাস্তির বিধান চালু আছে তার জবাব খুঁজতে হবে কতিপয় প্রাচীন ধ্যানধারণা, নোভাব ও মূল্যবোধের মধ্যে। অপরাধ নিবৃত্তির জন্য শাস্তি সমাজ ও রাষ্ট্র কর্তৃক নির্ধারিত একটি মাধ্যম। শাস্তির মূল হচ্ছে সমাজে অপরাধের হার কমানো, অপরাধীকে সংশোধন করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করা। Herbert packer-এর মতে, শাস্তির পাঁচটি উদ্দেশ্য আছে। যথা-
১. শাস্তির মধ্যে অবশ্যই কষ্ট থাকবে যা শাস্তিপ্রাপ্ত অপরাধীর জন্য বেদনাদায়ক হবে।
২. শাস্তি অবশ্যই প্রচলিত স্বীকৃত আইনের পরিপন্থী কাজের জন্য প্রযোজ্য হবে।
৩. অপরাধীকে তার অপরাধের জন্য অবশ্যই শাস্তি পেতে হবে।
৪. একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠানই শাস্তি দেবার ক্ষমতা রাখে।
৫. অপরাধ অনুযায়ী শাস্তির গভীরতা এমন হওয়া উচিত যা অপরাধ দমনে কার্যকরী ভূমিকা পালন করে।
উপসংহার : পরিশেষে বলা যায়, শাস্তির মাধ্যমে ব্যক্তি তার আচরণ সংশোধনের সুযোগ পায়। সুতরাং শাস্তির উদ্দেশ্য হচ্ছে কোনো ভয়ভীতির দ্বারা ব্যক্তির অপরাধকে প্রশমিত করা। এটি করতে পারলে অপরাধ প্রবণতার হার কমে আসবে।