Download Our App

মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎস কী কী?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎসসমূহ উল্লেখ কর।
অথবা, কোন কোন উৎস থেকে মার্কিন রাষ্ট্রপতি ক্ষমতাপ্রাপ্ত হয়? লিখ।

উত্তরঃ ভূমিকা: মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রপতির পদটি মুখ্য। তিনি একাধারে রাষ্ট্রপ্রধান ও
সরকার প্রধান। তাই তিনি অসাধারণ সাংবিধানিক ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী। মূলত বর্তমান বিশ্বে তার মত ক্ষমতাসম্পন্ন কর্মকর্তা দেখা যায় না। আর মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎস হিসেবে একাধিক সূত্রের বা উৎসের উল্লেখ করা যায়।

মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎস: মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎস নিম্নে আলোচনা করা হল।

১. সংবিধানের লিখিত বিধান: সংবিধানের লিখিত বিধান মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার প্রধান উৎস। শাসন, আইন ও বিচার সংক্রান্ত বিভিন্ন ক্ষমতা সংবিধানে উল্লিখিত আছে।

২. বিচার বিভাপের ব্যাখ্যা ও সিদ্ধান্ত: রাষ্ট্রপতির ক্ষমতার আর একটি উৎস হল বিচার বিভাগের ব্যাখ্যা ও সিদ্ধান্ত। ১৯৩৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম কার্টিস রাইট কর্পোরেশন মামলায় সুপ্রিম কোর্ট পররাষ্ট্র বিষয়ক প্রশ্নে যুক্তরাষ্ট্রীয়। সরকারের অন্তর্নিহিত ক্ষমতা স্বীকার করেছে।

৩. সংবিধানিক রীতিনীতি: সাংবিধানিক রীতিনীতিকে মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎস রূপে গণ্য করা যায়। অন্যান্য দেশের ন্যায় মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রয়োজন অনুসারে অনেক অলিখিত বিধি ও পদ্ধতি গড়ে উঠেছে, যা রাষ্ট্রপতির ক্ষমতা।প্রসারে কম গুরুত্বপূর্ণ নয়।

৪. কংগ্রেস প্রণীত আইন : কংগ্রেস প্রণীত আইনও রাষ্ট্রপতির ক্ষমতার অন্যতম উৎস। উদাহরণ হিসেবে ১৯২১ সালের বাজেট এ হিসাব সংক্রান্ত আইন এবং ২৯৩৪ সালে পারস্পরিক বাণিজ্য চুক্তি সম্পর্কিত আইন এয় কথা উল্লেখ করা যায়।

৫. প্রভাবশালী রাষ্ট্রপতির কার্যকলাপ: বিভিন্ন প্রভাবশালী মার্কিন রাষ্ট্রপতি তাদের প্রভাব, ব্যক্তিত্ব ও কৌশল এবং দক্ষতা রাষ্ট্রপতির ক্ষমতায় সম্প্রসারণে সাহায্য করেছে। তাদের ব্যক্তিত্বই ক্ষমতার উৎসে পরিণত হয়েছে।

উপসংহার: উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎস বহুবিধ। রাষ্ট্রপতির ক্ষমতার প্রধান উৎস লিখিত সংবিধানের পাশাপাশি প্রথা, আদালতের ব্যাখ্যা ও সিদ্ধান্ত, কংগ্রেস প্রণীত আইন, প্রভাবশালী রাষ্ট্রপতির কার্যকলাপ প্রকৃতি রাষ্ট্রপতি পদের প্রাধান্য ও প্রভাবের উৎসে পরিণত হয়েছে। আর এসব ক্ষমতার উৎস মার্কিন
রাষ্ট্রপতিকে প্রস্তুত ক্ষমতার অধিকারী করেছে।