মাঠকর্মের প্রক্রিয়া বা ধাপসমূহকে কতিপয় ভাগে ভাগ করা যায় ও কী কী?

অথবা, মাঠকর্ম প্রক্রিয়ার ধাপসমূহ উল্লেখ কর।
অথবা, মাঠকর্ম প্রক্রিয়ার ধাপসমূহ কী কী?
অথবা, মাঠকর্ম প্রক্রিয়ার ধাপসমূহকে কয় ভাগে ভাগ করা যায়।
অথবা, মাঠকর্ম প্রক্রিয়ার ধাপগুলোর শ্রেণিবিভাগ লিখ।
অথবা, মাঠকর্ম প্রক্রিয়ার ধরণগুলো লিখ।
উত্তর।৷ ভূমিকা :
সমাজকর্মের ক্ষেত্রে মাঠকর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয়।সমাজকর্ম শিক্ষায় এর গুরুত্ব অত্যধিক।মাঠকর্ম অনুশীলনের মাধ্যমে সমাজকর্মের ছাত্রছাত্রীরা সমাজকর্মের জ্ঞান ও দক্ষতাকে বাস্তবে প্রয়োগ করে থাকে।শিক্ষার্থীরা শিক্ষানবিস সমাজকর্মী হিসেবে নিজেদের দায়িত্ব পালন করে থাকে। তারা সমাজকর্ম পেশার প্রতি প্রতিশ্রুতিবন্ধ হয় এবং নিজেদের পরিপূর্ণ সমাজকর্মী হিসেবে গড়ে তোলার সুযোগ পায়।
মাঠকর্ম প্রক্রিয়ার ধাপসমূহ : মাঠকর্মের প্রক্রিয়া বা ধাপসমূহকে কতিপয় ভাগে ভাগ করা যায়। এগুলো নিম্নরূপ:
১. সংস্থাপন (Placement);
২. কার্য প্রণয়ন (Formulation of Assignment);
৩. কেস ব্যবস্থাপনা (Case Management);
৪. কেস স্টাডি প্রস্তুতকরণ (Preparing Case Study);
৫. দৈনন্দিন কর্ম তত্ত্বাবধান ও পরিবীক্ষণ (Monitoring and Supervising the daily work),
৬. নথিবদ্ধকরণ (Process Recording) এবং
৭. প্রতিবেদন লিখ (Report Writing)।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার দেখা যাচ্ছে যে, ছাত্রছাত্রীরা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সাথে ও নিজেদের মানিয়ে নিতে সক্ষম হয়। মূলত মাঠকর্ম সমাজকর্মের একটি প্রক্রিয়া হিসেবে বিবেচিত।মাঠকর্ম সুচারুরূপে সন্ত্র না করলে সমাজকর্মী হওয়ার পথ রুদ্ধ হয়। তাই সমাজকর্মের ছাত্রছাত্রী মাত্রই গুরুত্বসহ মাঠকর্ম সম্পন্ন করতে হয়।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a8/