বিষয়বস্তু বিশেষণের উদ্দেশ্যসমূহ লিখ।

অথবা, বিষয়বস্তু বিশ্লেষণের উদ্দেশ্যসমূহ কী কী?
অথবা, বিষয়বস্তু বিশ্লেষণের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো লিখ।
অথবা, কী কী উদ্দেশ্যে বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার হয়?
অথবা, বিষয়বস্তু বিশ্লেষণের উদ্দেশ্য কী?
উত্তর।৷ ভূমিকা :
বিষয়বস্তু বিশেষণ পদ্ধতি হলো উপাত্ত সংগ্রহ ও উপাত্ত বিশ্লেষণ করার পদ্ধতি। এক্ষেত্রে গবেষকগণ কর্তৃক সংগৃহীত দলিলপত্র, নথি ও অন্যান্য বিষয়ের গুণবাচক ও সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করা হয়ে থাকে।
বিষয়বস্তু বিশ্লেষণের উদ্দেশ্য : সামাজিক গবেষণার একটি পদ্ধতি হিসেবে বিষয়বস্তু বিশ্লেষণের কিছু উদ্দেশ্য রয়েছে। Berelson, Holsti I Sellti প্রমুখ সমাজবিজ্ঞানী তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। তাদের মতামতের আলোকে নিম্নে এসব উদ্দেশ্য উল্লেখ করা হলো :
১. ব্যক্তি ও দলসমূহের মানসিক অবস্থা নির্ণয় করা।
২. যোগাযোগের দলিলপত্র বা নথিপত্র সঠিকভাবে পরিমাপ করা।
৩. জনগণের মনোভাব, রুচিবোধ, নৈতিকতা ও মূল্যবোধকে প্রতিফলিত করা।
৪. কৌশলগতভাবে সামাজিক গবেষণা পরিচালনা।
৫. প্রচারণার কৌশলসমূহ উদ্ভাবন করা।
৬. যোগাযোগের মান নির্ণয় ও প্রয়োগ করা।
৭. সংযোজনকারীর মনোভাব এবং আচরণগত বিষয়কে বর্ণনা করা।
৮. ধারণা, তত্ত্ব ও বাস্তব ঘটনার কার্যকারণ খুঁজে বের করা।
৯. কোনো মতামত, বিশ্বাস ও আদর্শের বিপরীত বিষয়বস্তু নিরীক্ষণ করা।
১০. উপস্থাপিত বক্তব্যের সাথে উৎসের পরিচিত বৈশিষ্ট্যকে সম্পর্কিত করা।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতিতে গবেষণার আওতাভুক্ত ব্যক্তিবর্গের নানা প্রকার উক্তি, ব্যবহৃত শব্দ, তাদের মনোভাব, দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কিত বিষয় বিচার-বিশ্লেষণ করা হয়।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a8/