উত্তর ঃ ভূমিকা ঃ বাংলাদেশে আর্তমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অনন্য ভূমিকা রেখে
চলেছে। জন্মলগ্ন থেকেই এ সোসাইটি এ দেশের অসহায় ও দুর্গত জনগণের দুঃখ দুর্দশা লাঘবে বলিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ, ত্রাণ, স্বাস্থ্য ও সমাজ উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক কার্যক্রম গ্রহণ করে থাকে। দারিদ্র্যকবলিত এদেশের আর্থ-সামাজিক অগ্রগতির পেছনেও এ সোসাইটির গুরুত্ব অনেক। আর এ সোসাইটির কিছু লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে যা এর কার্যক্রমকে বেগবান করতে বেশ সহায়ক ভূমিকা রাখে।
→ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্যসমূহ ঃ লক্ষ্য ছাড়া কোনো কার্যক্রমের সফলতার মুখ দেখতে পারে না। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ক্ষেত্রেও তা প্রযোজ্য। এর কিছু লক্ষ্য নিম্নে দেওয়া হলো ঃ
১. স্বাস্থ্য উন্নয়ন ঃ বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন । চিকিৎসা, ঔষধ, পুষ্টি ও চিকিৎসা কেন্দ্র সম্প্রসারণ, স্বাস্থ্য শিক্ষা প্রভৃতি এর লক্ষ্যের অন্তর্গত।
২. খাদ্য বিতরণ ঃ খাদ্য বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরেকটি লক্ষ্য। এ সোসাইটি এ দেশের দুর্যোগকবলিত, দুর্ভিক্ষপীড়িত, দুর্গত, অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ভিত্তিতে খাদ্য বিতরণের যাবতীয় ব্যবস্থা করে থাকে।
৩. নারী উন্নয়ন ঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য এই নারী উন্নয়ন। এ লক্ষ্যের বাস্ত বায়নে এটি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।
৪. আর্তমানবতার সেবা ঃ আর্তমানবতার সেবা করা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি লক্ষ্য। এ জন্য এটি
নানা পদক্ষেপ গ্রহণের পাশপাশি সমাজের কিশোর, যুবক ও ধনিক শ্রেণিকে আর্তমানবতার সেবায় উদ্বুদ্ধকরণও করে থাকে।
৫. ত্রাণ ও পুনর্বাসন ঃ বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এ দেশের দুর্যোগকবলিত ও দুর্ভিক্ষপীড়িতদের ত্রাণ বিতরণের পাশাপাশি সুষ্ঠুভাবে পুনর্বাসনের লক্ষ্য হিসেবে গ্রহণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি- ফলে এ দেশের অগণিত মানুষ বেঁচে থাকার স্বপ্নটুকু আজও দেখতে পারছে।
৬. কর্মসংস্থানের সৃষ্টি ঃ বর্তমানে বেকার সমস্যা দেশের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। তাই বাংলাদেশের ক্রিসেন্ট সোসাইটি কর্মসংস্থান সৃষ্টিকে লক্ষ্য হিসেবে গ্রহণ করে। সঞ্চয়, ক্ষুদ্র ঋণ দান, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, মৌ-চাষ, গবাদি পশুপালন প্রভৃতি কার্যক্রম ও পরিচালনার আওতাভুক্ত হয়েছে।
৭. শিক্ষার বিস্তার ঃ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা বিস্তারের মাধ্যমে সমৃদ্ধ জাতিসত্তার সৃষ্টি সম্ভব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ দেশের শিক্ষা বিস্তারে যথেষ্ট সাহায্য করে থাকে। ফলে বহু দরিদ্র শিশু শিক্ষা গ্রহণ করতে পারছে।
উপস্হার ঃ পরিশেষে বলা যায় যে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো
বাংলাদেশের আর্থ- সামাজিক উন্নয়নে বেশ সহায়ক হতে পারে। তাই বাংলাদেশের উন্নয়নকে আরো বেগবান করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্যসমূহকে বাস্তবায়নে জোর চেষ্টা চালাতে হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্য কি?
উত্তর ঃ ভূমিকা ঃ বাংলাদেশে আর্তমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অনন্য ভূমিকা রেখে
চলেছে। জন্মলগ্ন থেকেই এ সোসাইটি এ দেশের অসহায় ও দুর্গত জনগণের দুঃখ দুর্দশা লাঘবে বলিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ, ত্রাণ, স্বাস্থ্য ও সমাজ উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক কার্যক্রম গ্রহণ করে থাকে। দারিদ্র্যকবলিত এদেশের আর্থ-সামাজিক অগ্রগতির পেছনেও এ সোসাইটির গুরুত্ব অনেক। আর এ সোসাইটির কিছু লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে যা এর কার্যক্রমকে বেগবান করতে বেশ সহায়ক ভূমিকা রাখে।
→ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্যসমূহ ঃ লক্ষ্য ছাড়া কোনো কার্যক্রমের সফলতার মুখ দেখতে পারে না। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ক্ষেত্রেও তা প্রযোজ্য। এর কিছু লক্ষ্য নিম্নে দেওয়া হলো ঃ
১. স্বাস্থ্য উন্নয়ন ঃ বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন । চিকিৎসা, ঔষধ, পুষ্টি ও চিকিৎসা কেন্দ্র সম্প্রসারণ, স্বাস্থ্য শিক্ষা প্রভৃতি এর লক্ষ্যের অন্তর্গত।
২. খাদ্য বিতরণ ঃ খাদ্য বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরেকটি লক্ষ্য। এ সোসাইটি এ দেশের দুর্যোগকবলিত, দুর্ভিক্ষপীড়িত, দুর্গত, অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ভিত্তিতে খাদ্য বিতরণের যাবতীয় ব্যবস্থা করে থাকে।
৩. নারী উন্নয়ন ঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য এই নারী উন্নয়ন। এ লক্ষ্যের বাস্ত বায়নে এটি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।
৪. আর্তমানবতার সেবা ঃ আর্তমানবতার সেবা করা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি লক্ষ্য। এ জন্য এটি
নানা পদক্ষেপ গ্রহণের পাশপাশি সমাজের কিশোর, যুবক ও ধনিক শ্রেণিকে আর্তমানবতার সেবায় উদ্বুদ্ধকরণও করে থাকে।
৫. ত্রাণ ও পুনর্বাসন ঃ বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এ দেশের দুর্যোগকবলিত ও দুর্ভিক্ষপীড়িতদের ত্রাণ বিতরণের পাশাপাশি সুষ্ঠুভাবে পুনর্বাসনের লক্ষ্য হিসেবে গ্রহণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি- ফলে এ দেশের অগণিত মানুষ বেঁচে থাকার স্বপ্নটুকু আজও দেখতে পারছে।
৬. কর্মসংস্থানের সৃষ্টি ঃ বর্তমানে বেকার সমস্যা দেশের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। তাই বাংলাদেশের ক্রিসেন্ট সোসাইটি কর্মসংস্থান সৃষ্টিকে লক্ষ্য হিসেবে গ্রহণ করে। সঞ্চয়, ক্ষুদ্র ঋণ দান, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, মৌ-চাষ, গবাদি পশুপালন প্রভৃতি কার্যক্রম ও পরিচালনার আওতাভুক্ত হয়েছে।
৭. শিক্ষার বিস্তার ঃ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা বিস্তারের মাধ্যমে সমৃদ্ধ জাতিসত্তার সৃষ্টি সম্ভব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ দেশের শিক্ষা বিস্তারে যথেষ্ট সাহায্য করে থাকে। ফলে বহু দরিদ্র শিশু শিক্ষা গ্রহণ করতে পারছে।
উপস্হার ঃ পরিশেষে বলা যায় যে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো
বাংলাদেশের আর্থ- সামাজিক উন্নয়নে বেশ সহায়ক হতে পারে। তাই বাংলাদেশের উন্নয়নকে আরো বেগবান করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্যসমূহকে বাস্তবায়নে জোর চেষ্টা চালাতে হবে।