অথবা, ফোকসদল আলোচনা পদ্ধতির ইতিবাচক দিকগুলো কা কা?
অথবা, ফোকাসদল আলোচনা পদ্ধতির ভাল দিকগুলো লিখ।
অথবা, ফোকাসদল আলোচনা পদ্ধতির সুবিধাগুলো কী কী?
অথবা, ফোকাসদল আলোচনা পদ্ধতির ইতিবাচক দিকগুলো কী কী?
উত্তর৷ ভূমিকা : ফোকাস দল আলোচনা মূলত একটি বিজ্ঞানভিত্তিক মতামত জরিপ পদ্ধতি। যেসব বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন রকম ভোগ্যপণ্য উৎপাদন করে তাদের উৎপাদিত পণ্যসামগ্রীর বাজারজাতকরণে ভোক্তাদের মতামত ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা লাভ করার জন্য এ পদ্ধতিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাছাড়া সামাজিক, অর্থনৈতিক ও জনমিতিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে; যেমন- শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পল্লীউন্নয়ন, শহর উন্নয়ন ইত্যাদির জন্য সরকারি ও বেসরকারিভাবে পদ্ধতিটি ব্যবহৃত হয়। মূলত সত্তরের দশকে সমাজ গবেষকরা ফোকাস দল আলোচনা পদ্ধতির ব্যবহার শুরু করেন
ফোকাস দল আলোচনার সুবিধা : ফোকাস দল আলোচনার পদ্ধতিতে বেশকিছু সুবিধা রয়েছে। নিম্নে এ সুবিধাগুলো তুলে ধরা হলো:
১. ফোকাস দল আলোচনায় গবেষক এবং দলীয় সদস্যরা সরাসরি অংশগ্রহণ করেন বিধায় সদস্যদের মতামত দৃষ্টিভঙ্গি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায়।
২. এ পদ্ধতিতে গবেষক লক্ষ্যভুক্ত দলগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করতে পারেন বিধায় তাদের সুবিধা ও অসুবিধা সঠিকভাবে চিহ্নিত করা যায় এবং তার আলোকে বিভিন্ন নীতি, পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা যায়।
৩. এ পদ্ধতির আরো একটি সুবিধা হলো এ পদ্ধতি ব্যয়বহুল নয়। কেননা তথ্যসংগ্রহের জন্য বেশি কর্মী নিয়োগের প্রয়োজন পড়ে না।
৪. এ পদ্ধতির আরেকটি সুবিধা হলো গবেষক নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে বিধায় এর কাজের পরিধি সীমিত।ফলে কোনো বিষয় সম্পর্কে গভীরভাবে জানা সম্ভব হয়।
৫. ফোকাস দল আলোচনা পদ্ধতিতে গবেষক বা তার প্রতিনিধি সরাসরি অংশগ্রহণ করেন। ফলে এ পদ্ধতি প্রাপ্ত তথ্য অনেকাংশেই সঠিক ও নির্ভুল হয়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, ফোকাস দল আলোচনায় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। এ অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে অনেক তথ্য বেরিয়ে আসে। সমাজকর্মীরা এ পদ্ধতির আলোকে তথ্যসংগ্রহ করতে পারেন।