ক-বিভাগ
সমাজকর্ম পদ্ধতি কাকে বলে?
উত্তর : পেশাগত কার্যক্রম অনুশীলনের ক্ষেত্রে সমাজকর্মীগণ যেসব বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে থাকেন তাকে সমাজকর্ম পদ্ধতি বলে।
সমাজকর্ম পদ্ধতি কত প্রকার?
উত্তর : সমাজকর্ম পদ্ধতি ২ প্রকার।
সমাজকর্মের পদ্ধতি দুটি কী কী?
উত্তর : সামাজকর্মের পদ্ধটি দুটি হলো : i. মৌলিক পদ্ধতি ও ii. সহায়ক পদ্ধতি।
সমাজকর্মের মৌলিক পদ্ধতি কাকে বলে?
উত্তর : পেশাগত অনুশীলনের ক্ষেত্রে সমাজকর্মীগণ যেসব পদ্ধতি সরাসরি প্রয়োগ করে থাকেন তাকে মৌলিক সমাজকর্মের পদ্ধতি বলে।
সমাজকর্মের মৌলিক পদ্ধতি কত প্রকার?
উত্তর : সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিন প্রকার।
সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো কী কী?
উত্তর : সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো হলো : i. ব্যক্তি সমাজকর্ম, ii. দল সমাজকর্ম ও iii. সমষ্টি সংগঠন বা সামাজিক উন্নয়ন।
সমাজকর্মের সহায়ক পদ্ধতি কাকে বলে?
উত্তর : সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে যেসব পদ্ধতিগুলো মৌলিক পদ্ধতিগুলোকে সহায়তা করে সেগুলোকে সহায়ক পদ্ধতি বলে।
সমাজকর্মের সহায়ক পদ্ধতি কত প্রকার?
উত্তর : সমাজকর্মের সহায়ক পদ্ধতি তিন প্রকার ।
সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো কী কী?
উত্তর : সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো হলো : i. সমাজকর্ম গবেষণা, ii. সমাজকর্ম প্রশাসন ও iii. সামাজিক কার্যক্রম।
সমাজকর্মের প্রথম উদ্ভাবিত অনুশীলন পদ্ধতি কী?
উত্তর : সমাজকর্মের প্রথম উদ্ভাবিত অনুশীলন পদ্ধতি হলো ব্যক্তি সমাজকর্ম।
ব্যক্তি সমাজকর্মের মূল উৎস কত সালে উদ্ভাবিত হয়?
উত্তর : ব্যক্তি সমাজকর্মের মূল উৎস ১৮৬০ এর দর্শকে উদ্ভাবিত হয়।
ব্যক্তি সমাজকর্মের মূল উৎস কোন দেশে উদ্ভাবিত হয়?
উত্তর : ব্যক্তি সমাজকর্মের মূল উৎস ইংল্যান্ডে উদ্ভাবিত হয়।
আমেরিকায় অর্থনৈতিক মন্দা দেখা দেয় কত সালে?
উত্তর : আমেরিকায় অর্থনৈতিক মন্দা দেখা দেয় ১৮৭৩ খ্রিস্টাব্দে।
আমেরিকায় অর্থনৈতিক মন্দা মোকাবিলায় কী ব্যবস্থা গ্রহণ করা হয়?
উত্তর : দান সংগঠন সমিতি গঠন করা হয়।
কার নেতৃত্বে দান সংগঠন সমিতি গঠন করা হয়?
উত্তর : এস. এইচ. গার্টিন (S. Humpharcs Gurteen) এর নেতৃত্বে।
ইংল্যান্ডে কত সালে দান সংগঠন সমিতি গঠন করা হয়?
উত্তর : ১৮৭৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে দান সংগঠন সমিতি গঠন করা হয়।
কত সালে আমেরিকায় সামাজিক বিজ্ঞান সমিতি গঠন করা হয়?
উত্তর : ১৮৭৪ খ্রিস্টাব্দে সামাজিক বিজ্ঞান সমিতি গঠন করা হয়।
bed International Conference of Charities Correction and Philanthropy কত সালে কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৮৯৩ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে ।
আমেরিকায় কে সর্বপ্রথম সমাজকর্মের উপর প্রশিক্ষণের প্রস্তাব উত্থাপন করেন?
উত্তর : প্রখ্যাত সমাজকর্মী অ্যানা এল ডয়েস (Anna. L. Dawes).
কে এবং কখন সমাজসেবায় ব্যবহারিক প্রশিক্ষণের জন্য Training school for applied philanthrophy
স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন?
উত্তর : ১৮৯৭ খ্রিস্টাব্দে মেরি রিচমন্ড (Mary Richmond)
কোন শহরে এবং কোথায় সর্বপ্রথম সমাজকর্মের উপর প্রশিক্ষণের আয়োজন করা হয়?
উত্তর : ১৮৯৮ খ্রিস্টাব্দে আমেরিকার নিউইয়র্কে।
সমাজকর্ম অনুশীলনের সর্বপ্রথম প্রকাশনা হলো-
উত্তর : ম্যারি রিচমন্ড কর্তৃক Social Diagnosis,
কত সালে Social Diagnosis প্রকাশিত হয়?
উত্তর : ১৯১৭ সালে।
ব্যক্তি সমাজকর্ম কাকে বলে?
উত্তর : ব্যক্তি সমাজকর্ম বলতে সমাজকর্মের সেই মৌলিক পদ্ধতিকে বুঝায় যার মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে পেশাদার সমাজকর্মী এমনভাবে সাহায্য করেন যাতে ব্যক্তি নিজেই নিজের সমস্যা সমাধানে সক্ষম হয়।
5P বলতে কী বুঝ?
উত্তর : হ্যালেন হ্যারিছ পার্লম্যান কর্তৃক প্রণীত ব্যক্তি সমাজকর্মের ৫টি উপাদানকে বুঝিয়েছেন।
5P গুলো কী কী?
উত্তর : i. Person, ii. Problem, iii. Place iv. Professional Representative v. Process.
ব্যক্তিসমাজকর্মে ব্যক্তি কে?
উত্তর : ব্যক্তি সমাজকর্মে ব্যক্তি বলতে এমন একজন মানুষকে বুঝায় যে তার নিজ ক্ষমতা ও সামর্থ্য বলে নিজের সমস্যার সমাধান করতে পারে না তাকে ব্যক্তি বলে।
ব্যক্তি সমাজকর্মে Problem বা সমস্যা বলতে কী বুঝায়?
উত্তর : ব্যক্তি সমাজকর্মে সমস্যা বলতে এমন একটি অবাঞ্ছিত বা ক্ষতিকর অবস্থাকে বুঝায় যা ব্যক্তির স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
ব্যক্তি সমাজকর্মে place বা স্থান বলতে কী বুঝায়?
উত্তর : ব্যক্তি সমাজকর্মে স্থান বলতে সমাজকল্যাণমূলক সংস্থাকে বুঝায়, যেখানে একজন পেশাদার সমাজকর্মী
ব্যক্তির সমস্যা সমাধানে প্রয়াস চালায়।
ব্যক্তি সমাজকর্মে Professional Representative বা পেশাদার প্রতিনিধি বলতে কী বুঝায়?
উত্তর : ব্যক্তি সমাজকর্মে পেশাগত প্রতিনিধি হলো ব্যক্তির সমস্যার সমাধানের লক্ষ্যে সমাজকর্ম বিষয়ে জ্ঞান, দক্ষতা ও নৈপুণ্যতাসম্পন্ন পেশাদার সমাজকর্মীকে বুঝায়।
ব্যক্তি সমাজকর্মে Process বা প্রক্রিয়া বলতে কী বুঝায়?
উত্তর : ব্যক্তি সমাজকর্মে প্রক্রিয়া হলো পেশাদার সমাজকর্মীর সাথে সাহায্যার্থীর প্রথম সাক্ষাৎকার থেকে শুরু করে
সমস্যা সমাধানের সর্বশেষ ধাপ পর্যন্ত কর্ম প্রক্রিয়া চলতে থাকে।
ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ায় কয়টি ধাপ রয়েছে?
উত্তর : ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ায় ৫টি ধাপ রয়েছে।
ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার ধাপগুলো কী কী?
উত্তর : ১. মনোসামাজিক অনুধ্যান (Psycho-social study),
২. সমস্যা নির্ণয় (Diagnosis of the Problem),
৩. সমস্যা সমাধান (Psycho-social treatment),
- মূল্যায়ন (Evaluation) ও
৫. ফলো আপ বা (Follow up) ।
ব্যক্তি সমাজকর্মের নীতিমালাকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর : ২ ভাগে ভাগ করা যায়।
ব্যক্তি সমাজকর্মের নীতিমালাগুলো কী কী?
উত্তর : ১. প্রভেদক নীতি (Differential principles) ও ২. সাধারণ মূলনীতি (General principles)।
ব্যক্তি সমাজকর্মের ৫টি সাধারণ নীতি উল্লেখ কর।
উত্তর : ৫টি সাধারণ নীতি হলো : i. গ্রহণনীতি, ii. যোগাযোগ নীতি, iii. আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি, iv. গোপনীয়তা নীতি, v. ব্যক্তিস্বাতন্ত্র্যীকরণ নীতি ।
ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়া কী?
উত্তর : সমস্যা সমাধান প্রক্রিয়া হলো সেবাগ্রহীতার সমস্যা সমাধানে পেশাগত সাহায্য করার লক্ষ্যে ব্যক্তি সমাজকর্মী গৃহীত ধারাবাহিক কার্যক্রমে জনসমষ্টিকে সমস্যা সমাধান প্রক্রিয়া বলে।
ব্যক্তি সমাজকর্মে মনো-সামাজিক অনুধ্যান কী?
উত্তর : সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের লক্ষ্যে পৌঁছার পূর্বে সমাজকর্মীকে ব্যক্তি, তার পারিপার্শ্বিক অবস্থা, তার আর্থসামাজিক ও মনোদৈহিক তথ্যসংগ্রহ করে সমাজকর্মী যে সুশৃঙ্খল পদ্ধতি অনুসরণ করে তথ্যসংগ্রহ করতে হয় তাকে মনোসামাজিক অনুধ্যান বলে।
ব্যক্তি সমাজকর্মে সমস্যার স্বরূপ নির্ণয় কী?
উত্তর : সাহায্যার্থীর ব্যক্তিত্ব ও তার মনোসামাজিক অবস্থা বা সমস্যার সঠিক সংজ্ঞায় পৌছানোর একটি ধারাবাহিক
প্রয়াস হলো সমস্যার স্বরূপ নির্ণয়।
ব্যক্তি সমাজকর্ম treatment বা সমাধান ব্যবস্থা কী?
উত্তর : মনোসামাজিক অনুধ্যানে সমস্যার স্বরূপ নির্ণয় প্রক্রিয়ার মূল্যায়নের আলোকে গৃহীত সমস্যার প্রতিকারধর্মী
ব্যবস্থাই হলো সমাধান ব্যবস্থা।
খ-বিভাগ
প্রশ্ন।১।সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞা দাও ।
প্রশ্ন।২।সমাজকর্মের পদ্ধতি কয়টি ও কী কী?
প্রশ্ন।৩।সমাজকর্মের মৌলিক পদ্ধতি কয়টি ও কী কী?
প্রশ্ন॥৪॥সমাজকর্মের সাহায্যকারী পদ্ধতি কয়টি ও কী কী?
প্রশ্ন।৫।সমাজকর্ম পদ্ধতিগুলোর সাধারণ নীতিমালা আলোচনা কর।
প্রশ্ন।৬।সমাজকর্ম পদ্ধতিগুলোর দুটি সাধারণ নীতিমালা আলোচনা কর।
প্রশ্ন॥৭॥সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন॥৮॥সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতিগুলোর পারস্পরিক সম্পর্ক আলোচনা কর ।
প্রশ্ন॥৯॥মৌলিক পদ্ধতিগুলো বাস্তবায়নে সহায়ক পদ্ধতিগুলোর ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷১০।বাংলাদেশে মৌলিক পদ্ধতিগুলোর প্রয়োগক্ষেত্র আলোচনা কর।
গ-বিভাগ
প্রশ্ন॥১॥সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞা দাও। সমাজকর্ম পদ্ধতির বিকাশ আলোচনা কর ।
প্রশ্ন।২।সমাজকর্ম পদ্ধতি বলতে কি বুঝ? সমাজকর্মের পদ্ধতিসমূহ সংক্ষেপে আলোচনা কর ।
প্রশ্ন।৩।সমাজকর্ম পদ্ধতি বলতে কি বুঝ? সমাজকর্ম পদ্ধতির সাধারণ নীতিমালা আলোচনা কর ।
প্রশ্ন॥৪॥সমাজকর্ম পদ্ধতি কি কি? সমাজকর্ম পদ্ধতির সাধারণ নীতিমালা আলোচনা কর।
প্রশ্ন॥৫॥সমাজকর্মের পদ্ধতি কয়টি ও কি কি? পদ্ধতিসমূহের পারস্পরিক সম্পর্ক আলোচনা কর ।
প্রশ্ন॥৬॥সমাজকর্ম পদ্ধতি বলতে কি বুঝ? সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুশের পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন॥৭॥সমাজকর্মের মৌলিক পদ্ধতি কি কি? পদ্ধতিগুলো কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত তা আলোচনা কর।
প্রশ্ন॥৮॥মৌলিক পদ্ধতি কি? সমাজকর্মের মৌলিক ও সাহায্যকারী পদ্ধতিগুলো কিভাবে পরস্পরের সাথে সম্পর্কিত তা উদাহরণসহ আলোচনা কর।
প্রশ্ন।৯।সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো আলোচনা কর। সহায়ক পদ্ধতিগুলো কিভাবে মৌলিক পদ্ধতিকে সাহায্য করে?
প্রশ্ন।১০।সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞা দাও । সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলোর গুরুত্ব নির্ণয় কর।
প্রশ্ন।১১।সমাজকর্মের মৌলিক ও সাহায্যকারী পদ্ধতিসমূহ শনাক্ত ও আলোচনা কর। বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে মৌলিক পদ্ধতির প্রয়োগ হচ্ছে, তা আলোচনা কর।
প্রশ্ন॥১২। সমাজকর্মের সংজ্ঞা দাও। সমাজকর্ম অনুশীলনে ব্যবহৃত মূল্যবোধসমূহ আলোচনা কর।
প্রশ্ন।১৩।সমাজকর্ম পদ্ধতির বিভিন্ন প্রয়োগ ক্ষেত্র লিখ। বাংলাদেশে সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের সমস্যাবলি কি কি?
প্রশ্ন॥১৪।সমাজকর্মের সমন্বিত পদ্ধতি ব্যাখ্যা কর। পেশাদার সমাজকর্মীর পরিচিতি ও ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন।১৫।বাংলাদেশের সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্ম পদ্ধতিগুলোর ভূমিকা আলোচনা কর।