সামরিক বিভাগে কর্মচারী নির্বাচনের সঠিক পদ্ধতিউদ্ভাবনের জন্য কী গঠন করা হয়?
উত্তর : সামরিক বিভাগে কর্মচারী নির্বাচনের সঠিক পদ্ধতিউদ্ভাবনের জন্য একটি কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর : কমিটির সভাপতি ছিলেন রবার্ট এম ইয়েরকেস(Robert M. Yerkes) |
কমিটি কর্মচারী নির্বাচনের জন্য কয়টি অভীক্ষা রচনা করেন?
উত্তর : কমিটি কর্মচারী নির্বাচনের জন্য দুইটি অভীক্ষা রচনা করেন।
কর্মচারী নির্বাচনের অভীক্ষা দুইটি কী কী?
উত্তর : কর্মচারী নির্বাচনের অভীক্ষা দুইটি হলো ১. অক্ষর জ্ঞান সম্পন্নদের জন্য অভীক্ষা “এ” এবং ২. নিরক্ষরদের জন্য অভীক্ষা “বি” ।
সামরিক বাহিনীর মেজর কে ছিলেন?
উত্তর : সামরিক বাহিনীর মেজর ছিলেন ইয়েরকেস (Yerkes)।
সামরিক বাহিনীর একটি বিভাগ পরিচালনার দায়িত্বে কে ছিলেন?
উত্তর : সামরিক বাহিনীর একটি বিভাগ পরিচালনারদায়িত্বে ছিলেন রবার্ট এম ইয়েরকেস (Yerkes)।
ইয়েরকেস কোন দেশের মনোবিজ্ঞানী?
উত্তর : ইয়েরকেস আমেরিকার মনোবিজ্ঞানী।
অভীক্ষা “এ” এবং অভীক্ষা “বি” এর সংশোধিত নাম কী? ১
উত্তর : আর্মি আলফা (Army Alpha) এবং আর্মি বেটা (Army Beta) অভীক্ষা।
প্রথম মহাযুদ্ধে সামরিক বাহিনীতে লোক নিয়োগের সময় কী অভীক্ষা প্রয়োগ করা হয়?
উত্তর : প্রথম মহাযুদ্ধে সামরিক বাহিনীতে লোক
নিয়োগের সময় আর্মি আলফা এবং আর্মি বেটা অভীক্ষা প্রয়োগ করা হয়।
কত সালে স্কট কোম্পানি (Scott company) গঠিত হয়? ১
উত্তর : ১৯১৯ সালে স্কট কোম্পানি (Scottcompany) গঠিত হয়।
কার নেতৃত্বে স্কট কোম্পানি গঠিত হয়?
উত্তর : আর. সি. ক্লোদিয়ের (R. C Clotheir) এর
নেতৃত্বে স্কট কোম্পানি গঠিত হয়।
স্কট কোম্পানি কোন ধরনের সংস্থা?
উত্তর : স্কট কোম্পানি পরামর্শদানকারী সংস্থা।
স্কট কোম্পানি বেসরকারি কর্মচারী নির্বাচনে কোন
অভীক্ষা রচনা করেন?
উত্তর : স্কট কোম্পানি বেসরকারি কর্মচারী নির্বাচনে মানসিক সতর্কতামূলক অভীক্ষা রচনা করেন।
স্কট কোম্পানির উল্লেখযোগ্য অবদান কী কী?
উত্তর : স্কট কোম্পানির উল্লেখযোগ্য অবদান হলো কর্ম বিশ্লেষণ পদ্ধতি উদ্ভাবন এবং Graphic Rating >Scale রচনা করেন ।
কত সালে মনোবৈজ্ঞানিক সংস্থা স্থাপিত হয়?
উত্তর : ১৯২১ সালে মনোবৈজ্ঞানিক সংস্থা স্থাপিত হয়।
কার প্রচেষ্টায় মনোবৈজ্ঞানিক সংস্থা স্থাপিত হয়?
উত্তর : মনোবিজ্ঞানী ক্যাটেল (Cattle) ও তার কয়েকজন সহযোগীর প্রচেষ্টায় মনোবৈজ্ঞানিক সংস্থা স্থাপিত হয়।
ক্যাটেল কোন দেশের মনোবিজ্ঞানী?
উত্তর : ক্যাটেল আমেরিকার মনোবিজ্ঞানী ।
মনোবৈজ্ঞানিক সংস্থা কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : মনোবৈজ্ঞানিক সংস্থা মনোবিজ্ঞান বিষয়ক পরামর্শ দানকারী প্রতিষ্ঠান।
প্রথম দিকে মনোবৈজ্ঞানিক সংস্থা কোন ক্ষেত্রে
মনোবিজ্ঞান প্রয়োগ করে?
উত্তর : প্রথম দিকে মনোবৈজ্ঞানিক সংস্থা শিল্প ও ব্যবসায় ক্ষেত্রে মনোবিজ্ঞান প্রয়োগ করে।
মনোবৈজ্ঞানিক সংস্থার কয়েকটি উল্লেখযোগ্য বিভাগের নাম লিখ।
উত্তর : মনোবৈজ্ঞানিক সংস্থার কয়েকটি উল্লেখযোগ্য বিভাগের নাম হলো : ১. বৃত্তি নির্বাচন সংক্রান্ত নির্দেশনা বিভাগ, ২. অভীক্ষা রচনা ও পরিচালনা বিভাগ, ৩. শিল্প প্রশিক্ষণ সংক্রান্ত গবেষণা বিভাগ এবং ৪. ক্রেতা জরিপ ও বিজ্ঞাপন বিভাগ প্রভৃতি।
কত সালে জীবনবিমা বিক্রয় নৈপুণ্য স্কুল খোলা হয়?
উত্তর : ১৯১৯ সালে জীবনবিমা বিক্রয় নৈপুণ্য স্কুল খোলা হয়।
কোন প্রতিষ্ঠান কর্তৃক জীবনবিমা বিক্রয় নৈপুণ্য স্কুল খোলা হয়?
উত্তর : কার্নেগী প্রযুক্তি ইনস্টিটিউট কর্তৃক জীবনবিমা বিক্রয় নৈপুণ্য স্কুল খোলা হয়।
. দক্ষ মনোবিজ্ঞানীদের সাথে শিল্পপতিদের যোগাযোগ স্থাপন করে কোন সংস্থা?
উত্তর : দক্ষ মনোবিজ্ঞানীদের সাথে শিল্পপতিদের
যোগাযোগ স্থাপন করে মনোবৈজ্ঞানিক সংস্থা।
জীবনবিমা বিক্রয় স্কুলের পরিচালক কে?
উত্তর : জীবনবিমা বিক্রয় স্কুলের পরিচালক হলেন ই.কে. স্ট্রং (E.K Strong) |
জীবনবিমা বিক্রয় নৈপুণ্য স্কুল নামক প্রতিষ্ঠানের কাজ কী?
উত্তর : জীবনবিমা বিক্রয় নৈপুণ্য স্কুল নামক প্রতিষ্ঠানের কাজ হলো বিমা ব্যবসায়ীদের মানবিক সম্পর্ক ও গণসংযোগ সংক্রান্ত দক্ষতা উন্নয়নের ব্যাপারে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
ই. কে. স্ট্রং কয়টি বৃত্তিমূলক অভীক্ষা প্রণয়ন করেন?
উত্তর : ই. কে. স্ট্রং দুইটি বৃত্তিমূলক অভীক্ষা প্রণয়ন করেন।
ই. কে. স্ট্রং এর বৃত্তিমূলক অভীক্ষা দুইটি কী কী?
উত্তর : ই. কে. স্ট্রং এর বৃত্তিমূলক অভীক্ষা দুইটি হলো
১. পুরুষদের জন্য স্ট্রং বৃত্তিমূলক আগ্রহ অভীক্ষা,
২. মেয়েদের জন্য স্ট্রং বৃত্তিমূলক অভীক্ষা।
কত সালে পুরুষদের জন্য বৃত্তিমূলক আগ্রহ অভীক্ষা প্রণয়ন করা হয়?
উত্তর : ১৯২৭ সালে পুরুষদের জন্য বৃত্তিমূলক আগ্রহ অভীক্ষা প্রণয়ন করা হয়।
কত সালে মেয়েদের জন্য স্ট্রং বৃত্তিমূলক অভীক্ষা প্রণয়ন করা হয়?
উত্তর : ১৯৩৩ সালে মেয়েদের জন্য স্ট্রং বৃত্তিমূলক অভীক্ষা প্রণয়ন করা হয়।
হথর্ন গবেষণা কী?
উত্তর : ১৯২৭ সালে শিকাগোর ওয়েস্টার্ন কোম্পানির হথন শিল্পপ্রতিষ্ঠানে এল্টন ম্যায়ো (Elton Mayo) রোয়েদলিসবার্গার (Roethlisberger) ও ডিকসন (Dikson) প্রমুখ মনোবিজ্ঞানী কর্মপরিবেশ, দুর্ঘটনা ও একঘেয়েমি মনোভাবের সাথে সম্পর্ক নির্ণয় করার জন্য একটি গবেষণা প্রকল্প শুরু করেন। এই গবেষণাকে হথন গবেষণা বলে।
কত সালে দলীয় গতিশীলতা গবেষণা কেন্দ্র খোলা হয়?
উত্তর : ১৯৪৫ সালে দলীয় গতিশীলতা গবেষণা কেন্দ্র খোলা হয়।
কোন প্রতিষ্ঠানে দলীয় গতিশীলতা গবেষণা কেন্দ্র খোলা হয়?
উত্তর : ম্যাসাচুসেটস্ প্রযুক্তি ইনস্টিটিউটে গতিশীলতা গবেষণা কেন্দ্র খোলা হয়।
কে ম্যাসাচুসেটস্ প্রযুক্তি ইনস্টিটিউটে গতিশীলতা গবেষণা কেন্দ্র খোলেন?
উত্তর : কুর্ট লিউইন (Kurt Lewin) ম্যাসাচুসেটস্ প্রযুক্তি ইনস্টিটিউটে গতিশীলতা গবেষণা কেন্দ্র খোলেন।
কখন ফলিত মনোবিজ্ঞান সমাদর লাভ করে?
উত্তর : দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফলিত মনোবিজ্ঞান সমাদর লাভ করে।
কত সালে আমেরিকার মনোবিজ্ঞান সমিতি শিল্প ও ব্যবসায় সংক্রান্ত মনোবিজ্ঞান শাখা খোলেন?
উত্তর : ১৯৪৫ সালে আমেরিকার মনোবিজ্ঞান সমিতি শিল্প ও ব্যবসায় সংক্রান্ত মনোবিজ্ঞান শাখা খোলেন।
কত সালে ব্রিটেনে শিল্পক্লান্তি গবেষণা বোর্ড স্থাপিত হয়?
উত্তর : ১৯১৫ সালে ব্রিটেনে শিল্পক্লান্তি গবেষণা বোর্ড স্থাপিত হয়।
কোথায় শিল্পক্লান্তি গবেষণা বোর্ড স্থাপিত হয়?
উত্তর : ব্রিটেনে শিল্পক্লান্তি গবেষণা বোর্ড স্থাপিত হয়।
কত সালে ব্রিটেনে জাতীয় মনোবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯২১ সালে ব্রিটেনে জাতীয় মনোবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
কোথায় জাতীয় মনোবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ব্রিটেনে জাতীয় মনোবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
কত সালে ট্যাভিস্টক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৫ সালে ট্যাভিস্টক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
কোথায় ট্যাভিস্টক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ব্রিটেনে ট্যাভিস্টক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
ট্যাভিস্টক ইনস্টিটিউট কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : ট্যাভিস্টক ইনস্টিটিউট মনোবিজ্ঞান বিষয়ক পরামর্শদানকারী প্রতিষ্ঠান।
কয়েকজন শিল্প মনোবিজ্ঞানীর নাম লিখ।
উত্তর : কয়েকজন শিল্প মনোবিজ্ঞানীর নাম হলো : ১.এম. এল. ব্লাম (M. L. Blum), ২. জে. সি নেইলর (J.C. Naylor), ৩. ম্যাক করমিক (Mc. Cormick), 8.টিফিন (Tiffin) প্রমুখ ।
একটি শিল্পপ্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ কী?
উত্তর : একটি শিল্পপ্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সুদক্ষ কর্মী বাহিনী।
শিল্প মনোবিজ্ঞানের আওতা কত প্রকার?
উত্তর : শিল্প মনোবিজ্ঞানের আওতা দুই প্রকার।
. ‘Psychology in Industry’ গ্রন্থটি কার?
উত্তর : ‘Psychology in Industry’ গ্রন্থটি N. R. F.Maier এর।
শিল্প মনোবিজ্ঞানের সমগ্র আলোচনাকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
উত্তর : শিল্প মনোবিজ্ঞানের সমগ্র আলোচনাকে ৭টি প্রধান ভাগে ভাগ করা যায় !
শিল্প মনোবিজ্ঞানের সমগ্র আলোচনা ৭ প্রকার কে বলেছেন?
উত্তর : শিল্প মনোবিজ্ঞানের সমগ্র আলোচনা ৭ প্রকার বলেছেন N. R. F. Maier |
শিল্প মনোবিজ্ঞানের প্রায়োগিক দিক কয়টি?
উত্তর : শিল্প মনোবিজ্ঞানের প্রায়োগিক দিক ৭টি।
সমস্যার ত্রিবিধ অবস্থান বলতে কী বুঝ?
উত্তর : সমস্যার ত্রিবিধ অবস্থান বলতে পরিস্থিতি, ব্যক্তি এবং দলকে বুঝায়।
শিল্প ব্যবস্থাপনায় কয় ধরনের শিক্ষণ সম্ভব এবং কী কী?
উত্তর : শিল্প ব্যবস্থাপনায় তিন ধরনের শিক্ষণ সম্ভব। যথা: ১. তথ্য লাভ, ২ নেতৃত্বের দক্ষতা উন্নয়ন ও দলীয় সমস্যা সমাধান এবং ৩.গঠনমূলক মনোভাব অর্জন।
ত্রিবিধ প্রকার শিক্ষণ কী?
উত্তর : ত্রিবিধ প্রকার শিক্ষণ বলতে তথ্য লাভ, নেতৃত্বের দক্ষতা ও দলীয় সমস্যা সমাধান এবং গঠনমূলক মনোভাব অর্জন করাকে বুঝায়।
শিল্প মনোবিজ্ঞানের বিবর্তনের ইতিহাস কত বছরের পুরাতন?
উত্তর : শিল্প মনোবিজ্ঞানের বিবর্তনের ইতিহাস মাত্র একশত বছরের পুরাতন।
বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি?
উত্তর : বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক পঠিত গ্রন্থ হলো আল কুরআন।
পশ্চিমা বিশ্বে শিল্প মনোবিজ্ঞানে সর্বপ্রথম অবদানকারী মনোবিজ্ঞানী কে?
উত্তর : পশ্চিমা বিশ্বে শিল্প মনোবিজ্ঞানে সর্বপ্রথম অবদানকারী মনোবিজ্ঞানী হলেন W.D Scott.
শিল্প মনোবিজ্ঞানের উন্নয়নে যে প্রতিষ্ঠান অবদান রেখেছে তার নাম কী?
উত্তর : শিল্প মনোবিজ্ঞানের উন্নয়নে যে প্রতিষ্ঠান অবদান রেখেছে তার নাম আমেরিকান মনোবিজ্ঞান সমিতি ।
শিল্প মনোবিজ্ঞান ডিভিশনের সদস্যপদ লাভের অন্যতম শর্ত কী?
উত্তর : শিল্প মনোবিজ্ঞান ডিভিশনের সদস্যপদ লাভের অন্যতম শর্ত প্রার্থীকে অবশ্যই Ph.D ডিগ্রিধারী হতে হবে।
কত সালে Alpha একটি কমিটি গঠন করে?
উত্তর : ১৯১৭ সালে Alpha একটি কমিটি গঠন করে।
“General and Industrial Psychology” গ্রন্থটি কার?
উত্তর : “General and Industrial Psychology” গ্রন্থটি হলো হেনরী ফেয়ল (Henry Fayol) এর ।
কত সালে “General and Industrial
Psychology” গ্রন্থটি প্রকাশিত হয়?
উত্তর : ১৯১৬ সালে “General and Industrial Psychology” গ্রন্থটি প্রকাশিত হয় ।
“Principles of Scientific Management”গ্রন্থটি কার?
উত্তর : “Principles of Scientific Management” গ্রন্থটি এফ ডব্লিউ টেইলর (F. W. Taylor) এর ।
কত সালে”Principles Management” গ্রন্থটি প্রকাশিত হয়?
উত্তর : ১৯১১ সালে “Principles of Scientific Management” গ্রন্থটি প্রকাশিত হয়।
“Psychology of Industrial Efficiency”- গ্রন্থটি কার?
উত্তর : “Psychology of Industrial Efficiency”-গ্রন্থটি হুগো মনস্টারবার্গের (Hogu Monsterberg)।
কত সালে “Psychology Efficiency”- গ্রন্থটি প্রকাশিত হয়?
উত্তর : ১৯১৩ সালে “Psychology of Industrial Efficiency”- গ্রন্থটি প্রকাশিত হয়।
কার দ্বারা কার্নেগী প্রযুক্তি ইনস্টিটিউটে প্রথম ফলিত মনোবিজ্ঞান বিভাগ খোলা হয়?
উত্তর : Bingham দ্বারা কার্নেগী প্রযুক্তি ইনস্টিটিউটে প্রথম ফলিত মনোবিজ্ঞান বিভাগ খোলা হয়।
কত সালে কার্নেগী প্রযুক্তি ইনস্টিটিউটে প্রথম ফলিত মনোবিজ্ঞান বিভাগ খোলা হয়?
উত্তর : ১৯১৫ সালে কার্নেগী প্রযুক্তি ইনস্টিটিউটে প্রথম ফলিত মনোবিজ্ঞান বিভাগ খোলা হয়।
ফলিত মনোবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যাপক কে?
উত্তর : ফলিত মনোবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যাপক হলেন W. D Scott.
কত সালে W. D Scott ফলিত মনোবিজ্ঞান বিভাগে প্রথম অধ্যাপক নিযুক্ত হন?
উত্তর : ১৯১৬ সালে W. D Scott ফলিত মনোবিজ্ঞান বিভাগে প্রথম অধ্যাপক নিযুক্ত হন।
শিল্প মনোবিজ্ঞানে সর্বপ্রথম ডক্টরেট ডিগ্রি (Ph.D) লাভ করেন কে?
উত্তর : শিল্প মনোবিজ্ঞানে সর্বপ্রথম ডক্টরেট ডিগ্রি (Ph.D) লাভ করেন F. G. Moore.
কত সালে ম্যুর ফলিত মনোবিজ্ঞান থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন?
উত্তর : ১৯২১ সালে ম্যূর ফলিত মনোবিজ্ঞান থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
কত সালে খুচরা বিক্রেতা প্রশিক্ষণ ব্যুরো স্থাপিত হয়?
উত্তর : ১৯১৮ সালে খুচরা বিক্রেতা প্রশিক্ষণ ব্যুরো স্থাপিত হয়।
কার নামানুসারে Scott Company নামকরণ করা হয়?
উত্তর : W.D Scott এর নামানুসারে Scott
Company নামকরণ করা হয়।
কত সালে Scott Company নামে একটি বেসরকারি পরামর্শ সংস্থা গঠিত হয়?
উত্তর : ১৯১৯ সালে Scott Company নামে একটি বেসরকারি পরামর্শ সংস্থা গঠিত হয়।
মনোবিজ্ঞানের শাখা প্রশাখাগুলো লিখ।
শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তু লিখ।
শিল্প মনোবিজ্ঞানের উদ্দেশ্যগুলো লিখ।
শিল্প মনোবিজ্ঞানের কার্যাবলি লিখ।
শিল্প মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা লিখ।
শিল্প মনোবিজ্ঞানের পরিধি ও গুরুত্ব কী?
শিল্প মনোবিজ্ঞানের কর্ম পরিধি লিখ
শিল্প মনোবিজ্ঞানের ঐতিহাসিক পটভূমি লিখ।
বিজ্ঞান হিসেবে শিল্প মনোবিজ্ঞানের মর্যাদা নির্ণয় কর।
সাধারণ মনোবিজ্ঞানের মনোবিজ্ঞানের সম্পর্ক লিখ।
ফলিত মনোবিজ্ঞান বলতে কী বুঝ? অথবা, ফলিত মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা দাও ।
ফলিত মনোবিজ্ঞানের শাখাগুলো লিখ।
ফলিত বিজ্ঞান হিসেবে শিল্প মনোবিজ্ঞানের অবস্থান মূল্যায়ন কর।
মৌলিক মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখ।
বাংলাদেশের সমস্যাগুলো লিখ। অথবা, বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানে নীতিমালা প্রয়োগ নেই কেন?
ব্যবস্থাপনার ছাত্রছাত্রীদের কেন শিল্প মনোবিজ্ঞান পাঠ করা উচিত?
“মনোবিজ্ঞান একটি আচরণ বিজ্ঞান”- সংক্ষেপে লিখ।
মনোবিজ্ঞানের মনোবিজ্ঞানের যা জান লিখ। সংজ্ঞা শাখাপ্রশাখাগুলো দাও।
শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর
শিল্প মনোবিজ্ঞান কি? শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর।
শিল্প মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর ।
মনোবিজ্ঞানের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর ।
শিল্প মনোবিজ্ঞানের কার্যাবলি আলোচনা কর।
শিল্প মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ বা পটভূমি আলোচনা কর।
বিজ্ঞান হিসেবে শিল্প মনোবিজ্ঞানের মর্যাদা মূল্যায়ন কর।
সাধারণমনোবিজ্ঞানের সাথে শিল্প মনোবিজ্ঞানেরসম্পর্ক আলোচনা কর
ফলিত বিজ্ঞান হিসেবে শিল্প মনোবিজ্ঞানের অবস্থান মূল্যায়ন কর ।