অথবা, পেশার প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব কী কী? বর্ণনা কর।
অথবা, পেশার প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব বর্ণনা কর।
অথবা, পেশার প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো লিখ।
উত্তর৷ ভূমিকা : সমাজকর্মের ক্ষেত্রে কতকগুলো নৈতিক মানদণ্ড রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব মানদণ্ডগুলো অনুসরণ করেই সমাজকর্মীদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হয়। National Association. Social Worker (NASW) ১৯৯৯ সালে সমাজকর্মের ৬টি নৈতিক মানদণ্ড (Ethical Standards) নির্ধারণ করেছে।
এর মধ্যে একটি হলো পেশার প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব ।
পেশার প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব : Social Workers Ethical Responsibilities to the Social Work Profession ১৯৯৯ সালে আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি সমাজকর্মের সংশোধিত নৈতিক মানদণ্ড তৈরি
করে। এ মানদণ্ড অনুযায়ী পেশার প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব নিম্নরূপ :
১. পেশাগত সততা (Integrity of Profession) :
ক. সমাজকর্মীকে সমাজকর্ম অনুশীলনে উঁচুমানের দায়িত্ব পালন করতে হবে এবং সেবার মান বৃদ্ধি করতে হবে। সমাজকর্মী গবেষণাকর্ম, জরিপকার্য ইত্যাদির মাধ্যমে গঠনমূলক সমালোচনার মাধ্যমে পেশাগত সততা বজায় রেখে কাজ করতে পারে।
খ. সমাজকর্মীকে অবশ্য সমাজকর্ম পেশার মূল্যবোধ, মতাদর্শ, দর্শন ও নীতিমালা অনুসরণ করে তার দায়িত্ব পালন
করতে হবে । সততা ও বিশ্বস্ততার সাথে সমাজকর্মীকে তার দায়িত্ব পালন করতে হবে ।
গ. সমাজকর্মীকে জ্ঞানভিত্তিক কর্মে নিজেদের নিয়োজিত রাখতে হবে। জ্ঞান চর্চার মাধ্যমে সমাজকর্মী অধিকতর সত্য খুঁজে বের করার চেষ্টা করবেন । এছাড়া সমাজকর্মীকে আর্থিক সংশ্লিষ্টতা, নৈতিকতা, দায়িত্ববোধ ইত্যাদির মাধ্যমে পেশাগত সততা বজায় রাখতে হবে ।
২. গবেষণা ও মূল্যবোধ (Evaluation & Research) (Source: NASW Delegate Assembly : 1999) :
ক. সমাজকর্মীরা সমাজের প্রয়োজনে গবেষণা বা জরিপ কাজ পরিচালনা করবেন ।
ক. গবেষণা বা জরিপ কাজ পরিচালনার সময় সমাজকর্মী অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবেন ।
গ. সমাজকর্মী অনুশীলন ক্ষেত্রে গৃহীত নীতি, কর্মসূচির মূল্যায়ন করবেন ।
ঘ. সমাজকর্মী লব্ধ জ্ঞান বা অর্জিত জ্ঞান বা তথ্যগুলো পরীক্ষানিরীক্ষা করে সেগুলো ব্যবহার করতে পারেন ।
ঙ. সমাজকর্মীর গবেষণার ফলাফল যাতে মূল্যবোধ নিরপেক্ষ হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।
চ. যাদের উপর গবেষণা করা হবে তাদের সম্মতি নিতে হবে এবং তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখতে হবে !
ছ. সম্মতি ছাড়া কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর উপর গবেষণা করা যাবে না । তবে জনকল্যাণে এবং কারো সম্মানে আঘাত না লাগে প্রেক্ষিতে সম্মতি ছাড়াও গবেষণা করা যেতে পারে। যেমন- দরিদ্র নিয়ে গবেষণা ।
জ. যারা গবেষণায় অংশগ্রহণ করেন সমাজকর্মী নির্দিষ্ট কারণে কোনো রকম ক্ষতিপূরণ ছাড়াই তাদেরকে গবেষণা
কাজ থেকে বাদ দিতে পারেন।
ঝ. যারা সমাজকর্মীর অধীনে গবেষণা করবেন সমাজকর্মী তাদের উপর অযাচিত হস্তক্ষেপ করবেন না বা দৈহিক, মানসিক বা
অন্য কোনো প্রকার পীড়ন করবেন না বা এমন কোনো কাজ করবেন না যাতে গবেষকরা পীড়নের স্বীকার হন ।
ঝ. গবেষণায় অংশগ্রহণকারীরা নিজেদের সংগৃহীত তথ্য সম্পর্কেও গোপনীয়তা বজায় রাখবেন ।
ঞ. গবেষণার তথ্যগুলো খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হবে ।
ট.গবেষণার রিপোর্ট নিরপেক্ষভাবে ও বোধগম্যভাবে প্রণয়ন করতে হবে এবং সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।
ঠ. গবেষণার জন্য একটি নির্দিষ্ট সিডিউল প্রণয়ন করতে হবে। গবেষণার জন্য একটি গবেষণা নকশাও প্রণয়ন করতে হবে।
ঢ. গবেষণার জন্য সমাজকর্মীরা প্রথমে নিজেদেরকে প্রস্তুত করবেন । গবেষণার জন্য শিক্ষার্থীদেরকেও প্রস্তুত করে তুলতে হবে ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমাজকর্মীদের পেশাগত অনুশীলনের ক্ষেত্রে অবশ্যই উপরিউক্ত নৈতিক মূল্যবোধ মেনে চলতে হয় । সমাজকর্মীগণ যদি এসব মূল্যবোধ মেনে চলতে ব্যর্থ হন তাহলে তারা পেশাগত চর্চাও করতে পারেন না । এগুলো মেনে চললে সেবার মান বৃদ্ধি পায় এবং সমাজকর্মী নিরপেক্ষতা বজায় রেখে পেশাগত সেবার কাজ চালিয়ে নিতে পারেন ।