
ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. রাজনৈতিক দল ?
উত্তর : রাজনৈতিক দল হলো এমন একটি জনসমষ্টি যারা একই আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখল করার চেষ্টা করে।
২.রাজনৈতিক দলের প্রধান কাজ কী?
উত্তর : রাজনৈতিক দলের প্রধান কাজ নির্বাচনকে প্রভাবিত করা।
৩.সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব এবং বিকাশ ঘটে কবে?
উত্তর : সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব এবং বিকাশ ঘটে ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডে।
৪. সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব ঘটে কবে?
উত্তর : সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব ঘটে ইংল্যান্ডে।
৫. জনমত পরিমাপের প্রকৃষ্টতম পদ্ধতি কোনটি?
উত্তর : সাধারণ নির্বাচন।
৬.কবে প্রায় সর্বত্রই রাজনৈতিক দলের প্রসার ঘটে?
উত্তর : প্রায় সর্বত্রই রাজনৈতিক দলের প্রসার ঘটে বিংশ শতাব্দীতে।
৭.কে সরকার ও জনগণের মধ্যে সংযোগ স্থাপন করে?
উত্তর : রাজনৈতিক দলই সরকার ও জনগণের মধ্যে সংযোগ স্থাপন করে।
৮.Voice of the people is the voice of God’- কে বলেছেন?
উত্তর: ভ্যাজাকে রুশো
৯.রাজনৈতিক দল নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে কী বলে?
উত্তর : রাজনৈতিক দল নিয়ে যে শাস্ত্ৰ আলোচনা করে তাকে Stasiology বলে।
১০. কে রাজনৈতিক দলকে জয়েন্ট স্টক কোম্পানির সাথে তুলনা করেছেন?
উত্তর : রাজনৈতিক দলকে জয়েন্ট স্টক কোম্পানির সাথে তুলনা করেছেন লিকক।
১১.“ রাজনৈতিক দল হলো এমন একটি সংগঠন যা নির্বাচনে কর্মসূচি স্থির করে প্রার্থী দাঁড় করায়।”- উক্তিটি কার?
উত্তর : “রাজনৈতিক দল হলো এমন একটি সংগঠন যা নির্বাচনে কর্মসূচি স্থির করে প্রার্থী দাঁড় করায়।”- উক্তিটি লাওয়েল এর।
১২. “A party is a community with a particular structure.”- মন্তব্যটি কে করেছেন?
উত্তর : “A party is a community with a particular structure.”- মন্তব্যটি Maurice Duverger করেছেন।
১৩. গণতন্ত্রে রাজনৈতিক দলের সাফল্যের তিনটি শর্তের নাম লিখ ।
উত্তর : গণতন্ত্রে রাজনৈতিক দলের সাফল্যের তিনটি শর্তের নাম হলো— শিক্ষা, বিভিন্ন রাজনৈতিক দল, আইনের অনুশাসন।
১৪. বাংলাদেশের ৪টি রাজনৈতিক দলের নাম লিখ ।
উত্তর : বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল।
১৫. রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য কী?
উত্তর : রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক ক্ষমতা দখল করা
১৬. সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দল ব্যবস্থার শ্রেণিবিভাগ দেখাও।
উত্তর : একদলীয়, দ্বিদলীয় ও বহুদলীয়।
১৭. রাজনৈতিক দল কত প্রকার ও কী কী?
উত্তর : রাজনৈতিক দল তিন প্রকার । যথা : ১. একদলীয় ব্যবস্থা: ২. বিদলীয় ব্যবস্থা এবং ৩. বহুদলীয় ব্যবস্থা।
১৮. একদলীয় ব্যবস্থা কী?
উত্তর: যে ব্যবস্থায় একটি মাত্র দল ক্ষমতাসীন থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলে।
১৯. কবে কোথায় একদলীয় ব্যবস্থার উদ্ভব ঘটে।
উত্তর : একদলীয় ব্যবস্থার উদ্ভব ঘটে ১৯১৭ সালে, রাশিয়ায়।
২০. একদলীয় ব্যবস্থার দৃষ্টান্ত উল্লেখ কর।
উত্তর : একদলীয় ব্যবস্থার দৃষ্টান্ত হলো চীন, কিউবা।
২১.দ্বিদলীয় ব্যবস্থা কী?
উত্তর : যে ব্যবস্থায় রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য মূলত দুটি সর্ববৃহৎ দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকে তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে।
২২. “জনমত জনগণের নয় এবং মতও নয়” উক্তিটি কার?
উত্তর : গেটেল এর ।
২৩. দ্বিদলীয় ব্যবস্থার সমর্থক কারা?
উত্তর : দ্বিদলীয় ব্যবস্থার সমর্থক লাস্কি, বার্কার প্রমুখ।
২৪. দ্বিদলীয় ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ কোন দুটি দেশ?
উত্তর : দ্বিদলীয় ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড।
২৫. বাংলাদেশের দলীয় ব্যবস্থা কোন ধরনের?
উত্তর : বাংলাদেশের দলীয় ব্যবস্থা বহুদলীয় প্রকৃতির।
২৬ . “Party is king.” কে বলেছেন?
উত্তর : Party is king. Dr. Einer বলেছেন ।
২৭. বহুদলীয় ব্যবস্থা কী?
উত্তর : যখন দুই এর অধিক রাজনৈতিক দল ক্ষমতা লাভের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে।
২৮. বহুলনীয় ব্যবস্থা প্রচলিত আছে এমন তিনটি দেশের নাম লিখ।
উত্তর : বাংলাদেশ, ভারত ও ফ্রান্স।
২৯. বহুলনীয় ব্যবস্থা বিদ্যমান আছে এমন কয়েকটি দেশের নাম উল্লেখ কর।
উত্তর : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।
৩০. “দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার সবচেয়ে বড় প্রতিরোধই হচ্ছে রাজনৈতিক নন।”- উক্তিটি কে করেছেন।
উত্তর: “দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার সবচেয়ে বড় প্রতিরোধই হচ্ছে রাজনৈতিক দল।”- উক্তিটি করেছেন লাস্কি।
৩১. “বিরোধী দল না থাকলে গণতন্ত্র থাকতে পারে না” উক্তিটি কার?
উত্তর : স্যা আইভর জেনিংস-এর।
৩২ . “আইনসভা ও রাজনৈতিক দল পরস্পর সম্পর্কযুক্ত।”- উক্তিটি কে করেছেন।
উত্তর : “আইনসভা ও রাজনৈতিক দল পরস্পর সম্পর্কযুক্ত।”- উক্তিটি বার্কার এর।
৩৩. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিকল্প বা ছায়া সরকার কাকে বলে?
উত্তর : বিরোধী দলকে।
- “Parties act is broker of ideas.” মন্তব্যটি কে করেছেন?
উ : “Parties act is braker of ideas ” মন্তব্যটি অধ্যাপক লাসওয়েল করেছেন।
৩৫. “দল হচ্ছে মুষ্টিমেয় কয়েকজন লোকের লাভের জন্য বহু লোকের পাগলামি’- কে বলেছেন?
উত্তর : “দল হচ্ছে মুষ্টিমেয় কয়েকজন লোকের লাভের জন্য বহু লোকের পাগলামি”- এটি আলেকজান্ডার পোপ বলেছেন।
৩৬. বিরোধী দলকে ছায়া সরকার বলেছেন কারা ?
উত্তর : বিরোধী দলকে ছায়া সরকার বলেছেন ফাইনার, লাস্কি, জেনিংস প্রমুখ।
৩৭. “একদল হলে সঠিক মতামত প্রদান করা যায় না। আবার বহুদল হলে মতামত স্থির করা অসুবিধাজনক।” দ্বিদলীয় ব্যবস্থার সপক্ষে এ মতামত কে প্রদান করেছেন?
উত্তর : “একদল হলে সঠিক মতামত প্রদান করা যায় না। আবার বহুদল হলে মতামত স্থির করা অসুবিধাজনক।”
দ্বিদলীয় ব্যবস্থার সপক্ষে এ মতামত জে এ কুরী করেছেন।
৩৮. রাজনৈতিক দলের উৎপত্তি সম্পর্কে কয় ধরনের ও কী কী মতবাদ প্রচলিত আছে?
উত্তর : রাজনৈতিক দলের উৎপত্তি সম্পর্কে তিন ধরনের মতবাদ প্রচলিত আছে। যথা : ১. প্রতিষ্ঠানগত মতবাদ
২. ঐতিহাসিক পরিস্থিতিগত মতবাদ এবং ৩. আধুনিকীকরণভিত্তিক মতবাদ।
. “A party is a part of a class its most advanced part. “- মন্তব্যটি কে করেছেন?
৩ উত্তর : “A party is a part of a class its most advanced part. ” মন্তব্যটি স্ট্যালিন করেছেন।
৪০. “রাজনৈতিক দল হলো নীতি ও আদর্শের ভিত্তিতে কোন সংঘবদ্ধ জনসমাজ, যারা বৈধ উপায়ে শাসনক্ষমতা দখলের
চেষ্টা করে।”- সংজ্ঞাটি কার? উত্তর : “রাজনৈতিক দল হলো নীতি ও আদর্শের ভিত্তিতে কোন সংঘবদ্ধ জনসমাজ, যারা বৈধ উপায়ে শাসনক্ষমতা
দখলের চেষ্টা করে।”- সংজ্ঞাটি ম্যাকাইভারের।
৪১. গণতন্ত্রের অন্য কোন দল ব্যবস্থা অপরিহার্য?
উত্তর : গণতন্ত্রের জন্য দ্বিদলীয় বা বহুদলীয় ব্যবস্থা অপরিহার্য।
নির্বাচন পদ্ধতি কয়টি ও কি কি?
উত্তর : নির্বাচন পদ্ধতি ২টি। যথা-প্রত্যক্ষ ও পরোক্ষ
. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ কি?
৪৩ উত্তর : চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ Pressure Group
।গোষ্ঠী মতবাদ প্রথমে কে প্রচার করেন?
উত্তর : আর্থার এফ বোলী।
৪৫. আধুনিক গণতন্ত্রের জন্য কোনটি অপরিহার্য?
উত্তর : আধুনিক গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল অপরিহার্য।
86 . গণতান্ত্রিক শাসনকে কোন ধরনের শাসন বলা হয়।
উত্তর : গণতান্ত্রিক শাসনকে দলীয় শাসন বলা হয়।
৪৭. আধুনিক গণতান্ত্রিক শাসনের প্রধানতম উন্নয়নই হলো রাজনৈতিক দলের উদ্ভব।”- উক্তিটি কে করেছেন?
উত্তর : “আধুনিক গণতান্ত্রিক শাসনের প্রধানতম উন্নয়নই হলো রাজনৈতিক দলের উদ্ভব।”- উক্তিটি গিলক্রিস্ট করেছেন।
৪৮, “রাজনৈতিক দল একটি গণতান্ত্রিক ব্যবস্থার মৌল প্রাতিষ্ঠানিক কাঠামো স্থাপন করে।”- কে বলেছেন?
উত্তর: “রাজনৈতিক দল একটি গণতান্ত্রিক ব্যবস্থার মৌল প্রাতিষ্ঠানিক কাঠামো স্থাপন করে।”- এটি বলেছেন ভি ও কী।
৪৯. Almond তাঁর কোন গ্রন্থে রাজনৈতিক দলের শ্রেণিবিভাগ করেছেন।
উত্তর : Almond তাঁর The Politics of Developing Areas’ গ্রন্থে রাজনৈতিক দলের শ্রেণিবিভাগ করেছেন।
৫০. Almond এর রাজনৈতিক দলের শ্রেণিবিভাগ কত প্রকার ও কী কী?
উত্তর : Almond এর রাজনৈতিক দল চার প্রকার। যথা :
১. কর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থা,
২. প্রাধান্যশালী অকৰ্তৃত্ববাদী দলীয় ব্যবস্থা,
৩. প্রতিযোগিতামূলক দ্বিতীয় ব্যবস্থা এবং ৪, প্রতিযোগিতামূলক বহুনলীয় ব্যবস্থা।
৫১. “আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে যথার্থ বলে গ্রহণ করি, তাহলে দলীয় ব্যবস্থাকেও আমাদের স্বীকার করতে হবে।”- কে বলেছেন।
উত্তর : “আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে যথার্থ বলে গ্রহণ করি, তাহলে দলীয় ব্যবস্থাকেও আমাদের স্বীকার করতে হবে।”- এটি প্রফেসর বার্কার বলেছেন।
৫২. চাপসৃষ্টিকারী গোষ্ঠী কি?
উত্তর : চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একদল ব্যক্তি সমষ্টি যার সদস্যগণ নির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং তারা লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকে।
৫৩. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ দাও।
উত্তর : শ্রমিক সংঘ, ব্যবসায়ী সমিতি।
৫৪. চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে আর কী নামে অভিহিত করা যায়।
উত্তর: চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে স্বার্থগোষ্ঠী বা রাজনৈতিক গোষ্ঠী নামে অভিহিত করা যায়।
৫৫. “চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি বেসরকারি সংস্থা যারা জননীতিকে প্রভাবিত করে।”- কে বলেছেন?
উত্তর : “চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি বেসরকারি সংস্থা যারা জননীতিকে প্রভাবিত করে। D. Key a উক্তিটি করেছেন।
৫৬. চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কর্মপদ্ধতি কিরূপ?
উত্তর: গোপন বা অপ্রকাশ্য
৫৭. “সমভাবাপন্ন সদস্যদের নিয়ে গঠিত গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলে।” -উক্তিটি কে করেছেন?
উত্তর : “সমভাবাপন্ন সদস্যদের নিয়ে গঠিত গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলে।”- উক্তিটি Alan Ball করেছেন।
৫৮. বাংলাদেশের তিনটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর নাম লিখ ।
উত্তর : শ্রমিক ইউনিয়ন, শিক্ষক সমিতি, ব্যবসায়ী সমিতি।
৫৯.ডেভিড বি. ট্রুম্যান এর মতে চাপসৃষ্টিকারী গোষ্ঠী কত প্রকার ও কী কী?
উত্তর : ডেভিড বি. ট্রুম্যান এর মতে চাপসৃষ্টিকারী গোষ্ঠী দুই প্রকার । যথা :
১. রাজনৈতিক স্বার্থকামী গোষ্ঠী এবং
২. অরাজনৈতিক স্বার্থকামী গোষ্ঠী।
৬০. রাজনৈতিক স্বার্থকামী গোষ্ঠী কী?
উত্তর : যে গোষ্ঠী তাদের স্বার্থ সম্পর্কিত অভাব অভিযোগ সরকারের নিকট পেশ করে তাকে রাজনৈতিক স্বার্থকামী গোষ্ঠী বলে।
৬১. অরাজনৈতিক স্বার্থকামী গোষ্ঠী কী?
উত্তর : যে গোষ্ঠী রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত নয় তাকে অরাজনৈতিক স্বার্থকামী গোষ্ঠী বলে
৬২. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কার্যাবলিকে প্রভাবিত করে কোনটি?
উত্তর : চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কার্যাবলিকে প্রভাবিত করে রাজনৈতিক প্রতিষ্ঠানের কাঠামো।
৬৩. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কী?
উত্তর : চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য সরকার গঠনের চেষ্টা না করে সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করা।
৬৪. স্বার্থগোষ্ঠীর মূল লক্ষ্য থাকে নিজেদের স্বার্থ উদ্ধার করা।”- উক্তিটি কার?
উত্তর: “স্বার্থগোষ্ঠীর মূল লক্ষ্য থাকে নিজেদের স্বার্থ উদ্ধার করা।”- উক্তিটি Carr এর ।
৬৫. অ্যালমন্ড এবং পাওয়েল এর স্বার্থকামী গোষ্ঠী চারটি কী কী?
উত্তর : অ্যালমন্ড এবং পাওয়েল এর স্বার্থকামী গোষ্ঠী চারটি হলো :
১. স্বতঃস্ফূর্ত স্বার্থকামী গোষ্ঠী:
২. সংগঠনভিত্তিক স্বার্থকামী গোষ্ঠী:
৩. প্রাতিষ্ঠানিক স্বার্থকামী গোষ্ঠী।
৬৬. অ্যালমন্ড এবং পাওয়েল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তর : অ্যালমন্ড এবং পাওয়েল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে চার ভাগে ভাগ করেছেন।
৬৭.”The group and the interest are not separated. ” বক্তব্যটি কে দিয়েছেন?
উত্তর : “The group and the interest are not separated.”- বক্তব্যটি বেন্টলি দিয়েছেন।
৬৮.”Far from weaken democratic government, they play an essential part in it.” চাপসৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে কথাটি কে বলেছেন?
উত্তর : চাপসৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে কথাটি Harvey and Bather বলেছেন।
৬৯.”স্বার্থ গোষ্ঠীগুলি কেবলমাত্র সবচেয়ে লক্ষণীয় এবং স্বার্থের সর্বোত্তম সংগঠিত।”
মন্তব্যটি কে করেছেন?
উত্তর : “Interest groups are simply the most noticeable and best organized of interests. ” মন্ত to ব্যটি J. D. B Miller করেছেন।
৭০. সরকার ও জনগণের মাঝে কে সংযোগ সাধন করে।
উত্তর : রাজনৈতিক দল সরকার ও জনগণের মাঝে সংযোগ সাধন করে।
৭১. বিভিন্ন দেশের দলীয় পদ্ধতি কেমন?
উত্তর : বিভিন্ন দেশের দলীয় পদ্ধতি ভিন্ন রকম।
৭২. সরকারের চতুর্থ অঙ্গ কাকে বলা হয়। উত্তর : নির্বাচকমণ্ডলীকে।
৭৩. কিসের জন্য রাজনৈতিক দল অপরিহার্য?
উত্তর : গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল অপরিহার্য।
৭৪.”প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তিই হচ্ছে নির্বাচকমণ্ডলী”- উক্তিটি কার?
উত্তর : উইলোবী-র।
৭৫. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি?
উত্তর : নির্বাচকমণ্ডলী।
৭৬. ‘প্রতিনিধিত্বশীল’ গণতন্ত্রের প্রকৃত অর্থ কী?
উত্তর : প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের প্রকৃত অর্থ হচ্ছে দলীয় গণতন্ত্র ।
৭৭. বাংলাদেশের দুটি রাজনৈতিক জোটের নাম লিখ ।
উত্তর : ১৪ দলীয় মহাজোট ও ১৮ দলীয় জোট।
৭৮. কোনটি ছাড়া গণতান্ত্রিক শাসনের কথা ভাবা যায় না?
উত্তর : রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক শাসনের কথা ভাবা যায় না।
৭৯. দেশের বৃহৎ আয়তন এবং জনসংখ্যার জন্য বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্রের স্বরূপ কেমন?
উত্তর: দেশের বৃহৎ আয়তন এবং জনসংখ্যার জন্য বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্রের অবস্থা অচল।
৮০. এখন কোন ধরনের গণতন্ত্র প্রবর্তিত হয়েছে?
উত্তর : এখন পরোক্ষ গণতন্ত্র প্রবর্তিত হয়েছে।
৮১. বর্তমান গণতন্ত্রের আরেক নাম কী?
উত্তর : বর্তমান গণতন্ত্রের আরেক নাম হচ্ছে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র।
৮২, রাজনৈতিক দলকে শাসন প্রক্রিয়ার কী বলা হয়।
উত্তর : শাসন প্রক্রিয়ার প্রধান অঙ্গ বলা হয় রাজনৈতিক দলকে
৮৩. জনমত গঠনে দলের ভূমিকা কিরূপ?
উত্তর : দল জনমত গঠনের প্রধান হাতিয়ার এবং ঐক্য সাধনের প্রধান ভূমিকা পালন করে থাকে।
৮৪. অনেক রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক দলকে কী হিসেবে অভিহিত করেছেন?
উত্তর : অনেক রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক দলকে জনমতের দালাল’ হিসেবে অভিহিত করেছেন।
৮৫. রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য কী থাকে?
উত্তর : একটি রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য থাকে ক্ষমতা দখল করে তার মাধ্যমে আদর্শ বাস্তবায়ন বা আর্থিক সুবিধা লাভ করা।
৮৬. নিয়মতান্ত্রিকতা কী?
উত্তর : নিয়মতান্ত্রিকতা হলো ক্ষমতা দখলের মূল মগ্ন।
৮৭, জনগণের মধ্যে রাজনৈতিক প্রশিক্ষণের প্রয়োজন কেন?
উত্তর : জনগণের মধ্যে প্রবল রাজনৈতিক চেতনাবোধ জাগ্রত করার জন্য রাজনৈতিক প্রশিক্ষণের প্রয়োজন।
৮৮. রাজনৈতিক দল জনগণের মাঝে কী সাধন করে?
উত্তর : রাজনৈতিক দল জনগণের মাঝে ঐক্য সাধন করে।
৮৯. জনমত কী?
উত্তর : জনমত হলো জনকল্যাণকামী সমকালীন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা অন্য কোন বিষয়ে সুসংবদ্ধ ও সুদৃঢ় অভিমত।
১০ . আধুনিক অর্থে জনমত কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
উত্তর : আধুনিক অর্থে জনমত কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি দার্শনিক রুশো।
৯১. কে জনমতের অবিরাম ক্রিয়াকলাপকে গণতন্ত্রের গতিশীলতার লক্ষণ বলে মনে করেন?
উত্তর : জনমতের অবিরাম ক্রিয়াকলাপকে গণতন্ত্রের গতিশীলতার লক্ষণ বলে মনে করেন ম্যাকাইভার।
৯২. জনমতের কয়েকটি মাধ্যম বা বাহন উল্লেখ কর।
উত্তর: জনমতের কয়েকটি মাধ্যম বা বাহন হলো সংবাদপত্র, সভাসমিতি, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনসভা, চলচ্চিত্র প্রভৃতি।
৯৩. “রাজনৈতিক দলের মাধ্যমে জনমত সরকারি নীতিতে রূপান্তরিত হয়।”- কথাটি কে বলেছেন?
উত্তর: “রাজনৈতিক দলের মাধ্যমে জনমত সরকারি নীতিতে রূপান্তরিত হয়।” কথাটি ম্যাকাইভারের।
৯৪. “জনমতের বহিঃপ্রকাশ ঘটে ভোটের রায়ে।”- কে বলেছেন?
উত্তর: “জনমন্তের বহিঃপ্রকাশ ঘটে ভোটের রায়ে – ম্যাকাইভার বলেছেন।
৯৫. ‘Voice of God’ বলা হয় কাকে?
উত্তর: ‘Voice of God’ বলা হয় Public Opinion কে।
৯৬.“সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনগণের মতামতের সমষ্টিই জনমত।” জনমন্ত্রের সংজ্ঞাটি কে দিয়েছেন ?
উত্তর : “সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনগণের মতামতের সমষ্টিই জনমত।”- জনমতের উল্লিখিত সংজ্ঞাটি লর্ড ব্রাইস নিয়েছেন।
৯৭ . “জনগণ নির্দিষ্ট কোন বিষয়ে যে অভিমত পোষণ করে তাই হলো জনমত।”- উক্তিটি কার?
উত্তর : “জনগণ নির্দিষ্ট কোন বিষয়ে যে অভিমত পোষণ করে তাই হলো জনমত।”- উক্তিটি করেছেন Kimble Young.
১৮. গণতান্ত্রিক শাসনের মূল ভিত্তি কী?
উত্তর : গণতান্ত্রিক শাসনের মূল ভিত্তি হলো জনমত।
৯৯. গণতন্ত্রের মূল চালিকাশক্তি বা Life blood বলা হয় কোনটিকে?
উত্তর : গণতন্ত্রের মূল চালিকাশক্তি বা Life blood বলা হয় জনমতকে।
১০০. কার প্রাথমিক শর্ত সতর্ক ও সুচিন্তিত জনমত।
উত্তর : গণতন্ত্রের প্রাথমিক শর্ত সতর্ক ও সুচিন্তিত জনমত ।
১০১. “All garment and most political actors treat public opinion as a mighty force,”- উক্তিটি কে করেছেন?
উত্তর : “All garment and most political actors treat public opinion as a mighty force.” উক্তিটি করেছেন Austin Ranney.
১০২. “পৃথিবীর কেউ তার শাসনকার্যে অপরিহার্যভাবে জনমত ব্যতীত অন্য কিছুর নির্ভরশীল করেন নি।”- জনমতের গুরুত্ব সম্পর্কে উক্তিটি কে করেছেন?
উত্তর : “পৃথিবীর কেউ তার শাসনকার্যে অপরিহার্যভাবে জনমত ব্যতীত অন্য কিছুর নির্ভরশীল করেন নি।”- জনমতের গুরুত্ব সম্পর্কে উক্তিটি করেছেন Jose, Y. Jassett.
১০৩. আলোচনার স্বার্থে আধুনিক রাষ্ট্রে জনমতের গুরুত্বকে কয়টি ও কী কী পর্যায়ে বিভক্ত করা হয়েছে?
উত্তর : আলোচনার স্বার্থে আধুনিক রাষ্ট্রে জনমতের গুরুত্বকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যথা:
১. উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায়
২. সমাজতান্ত্রিক ব্যবস্থায় এবং
৩. স্বৈরতান্ত্রিক ব্যবস্থায়।
১০৪. “জনমতের জন্য সংখ্যাগরিষ্ঠ যথেষ্ট নয়, অথবা একমত হবারও প্রয়োজন হয় না।” কথাটি কে বলেছেন?
উত্তর : “জনমতের জন্য সংখ্যাগরিষ্ঠ যথেষ্ট নয়, অথবা একমত হবারও প্রয়োজন হয় না।” কথাটি অধ্যাপক লাওয়েল বলেছেন।
১০৫.ব্যক্তিবর্গের সেসব মতই জনমত যার গুরুত্ব স্বীকার করে নেয়াটা সরকার যুক্তিযুক্ত বলে মনে করে।”- কথাটি কে বলেছেন?
উত্তর : “ব্যক্তিবর্গের সেসব মতই জনমত যার গুরুত্ব স্বীকার করে নেয়াটা সরকার যুক্তিযুক্ত বলে মনে করে। ” কথাটি V. O. Key বলেছেন।
১০৬. “সরকারের জন্ম হয়েছে জনগণের মধ্য থেকে এবং তাদের মতের উপর নির্ভর করে।”- জনমতের গুরুত্ব সম্পর্কে উক্তিটি কর?
উত্তর : “সরকারের জন্ম হয়েছে জনগণের মধ্য থেকে এবং তাদের মতের উপর নির্ভর করে। ” জনমতের আরুত্ব সম্পর্কে উক্তিটি করেছেন বার্ক।
১০৭. অধ্যাপক ফাইনারের মতে জনমত কোন তিনটি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে?
উত্তর : অধ্যাপক ফাইনারের মতে জনমত যে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেগুলো হলো:
১. তথ্য ও ঘটনাপ্রবাহ,
২. তথ্য ও ঘটনাবলির উপর ভিত্তি করে গড়ে উঠা অনুভূতি বা বিশ্বাস এবং
৩. এ অনুভূতি বিশ্বাসকে অনুসরণ করে চলার ইচ্ছা।
১০৮. কোনটি জানা না থাকলে শাসন পরিচালিত হতে পারে না?
উত্তর : জনমত জানা না থাকলে শাসন পরিচালিত হতে পারে না।
১০৯. কার মতে, “জনগণ রাষ্ট্র গঠনের জন্য সংগঠিত হয়েছিল জনমতের ভিত্তিতে?”
উত্তর : ফরাসি দার্শনিক রুশোর মতে, “জনগণ রাষ্ট্র গঠনের জন্য সংগঠিত হয়েছিল জনমতের ভিত্তিতে।
১১০রুশোর সামাজিক চুক্তির মূলভিত্তি কী ছিল?
উত্তর : রুশোর সামাজিক চুক্তির মূলভিত্তি ছিল, সাধারণের ইচ্ছা।
১১১. কে আসল ইচ্ছা এবং প্রকৃত ইচ্ছার মধ্যে পার্থক্য করেছেন?
উত্তর : ফরাসি দার্শনিক রুশো আসল ইচ্ছা এবং প্রকৃত ইচ্ছার মধ্যে পার্থক্য করেছেন।
১১২. প্রত্যেক মানুষের মধ্যে কোনটি নিহিত থাকে?
উত্তর : প্রত্যেক মানুষের মধ্যে আসল ইচ্ছা এবং প্রকৃত ইচ্ছা নিহিত থাকে।
১১৩.আসল ইচ্ছা ব্যক্তির কোন ধরনের ব্যাপার?
উত্তর : আসল ইচ্ছা ব্যক্তির ব্যক্তিগত ব্যাপার।
১১৪. একটি গণতান্ত্রিক শাসনের মূল বক্তব্য কী?
উত্তর : সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড জনমতের ভিত্তিতেই পরিচালিত হবে এটিই একটি গণতান্ত্রিক শাসনের বক্তব্য।
মূল ১১৫. “জনমতের এ অবিরত ক্রিয়াকলাপই হচ্ছে গণতন্ত্রের গতিশীলতার ইঙ্গিত।” -এটি কার উক্তি?
উত্তর : ”জনমতের এ অবিরত ক্রিয়াকলাপই হচ্ছে গণতন্ত্রের গতিশীলতার ইঙ্গিত।”-এ উক্তি করেছেন ম্যাকাইভার ।।
১১৬, ‘জনমত’ সম্পর্কে সেইট কী বলেছেন?
উত্তর : ‘জনমত’ সম্পর্কে সেইট বলেছেন জনগণের মতই হলো জনমত
১১৭. উপযুক্ত জনমত কী বর্জিত হবে।
উত্তর : উপযুক্ত জনমত উচ্ছৃঙ্খল ও ভাবাবেগ বর্জিত হবে।
১১৮. কোনটি ছাড়া গণতান্ত্রিক শাসন পরিচালিত হতে পারে না?
উত্তর : জনমত ছাড়া গণতান্ত্রিক শাসন পরিচালিত হতে পারে না।
১১৯. গণতান্ত্রিক সরকারের স্বৈরাচারিতা রোধে জনমত কী হিসেবে কাজ করে?
উত্তর : গণতান্ত্রিক সরকারের স্বৈরাচারিতা রোধে জনমত একমাত্র হাতিয়ার হিসেবে কাজ করে।
১২০. জনমতকে কী হিসেবে অভিহিত করা যায়?
উত্তর : জনমতকে বিকাশ ও প্রতিফলনের একমাত্র উৎকৃষ্ট ক্ষেত্র হিসেবে অভিহিত করা যায়।
১২১. নির্বাচকমণ্ডলী কী?
উত্তর : একটি দেশের যে অংশ ভোটের মাধ্যমে আইনসভার সদস্যদের নির্বাচিত করে তাদের সমষ্টিগত অংশকে নির্বাচকমণ্ডলী বলে।
১২২. “প্রতিনিধিত্বশীল জনপ্রিয় সরকারের ভিত্তি হচ্ছে নির্বাচকমণ্ডলী”- কথাটি কে বলেছেন ?
উত্তর : “প্রতিনিধিত্বশীল জনপ্রিয় সরকারের ভিত্তি হচ্ছে নির্বাচকমণ্ডলী” কথাটি W. F. Willoughby-
১২৩ , নির্বাচকমণ্ডলী সরকারের চতুর্থ অঙ্গ।”- কথাটি কে বলেছেন?
উত্তর : নির্বাচকমণ্ডলী সরকারের চতুর্থ অঙ্গ।”- কথাটি বলেছেন W . F. Willoughby.
১২৪. “Electorate implies voters those select the representatives to represent the state.”-ব্যটি কার?
উত্তর : “Electorate implies voters those select the representatives to represent the state.” কথাটি বলেছেন Lasky.
১২৫. “নির্বাচকমণ্ডলী কার্যত সরকারের একটি স্বতন্ত্র ও প্রভাবশালী শাখা।” কথাটি কে বলেছেন?
উত্তর : “নির্বাচকমণ্ডলী কার্যত সরকারের একটি স্বতন্ত্র ও প্রভাবশালী শাখা।”- কথাটি বলেছেন গেটেল।
১২৬. নির্বাচন কী?
উত্তর : যে পদ্ধতির মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করে তাকে নির্বাচন বলে।
১২৭. নির্বাচন পদ্ধতি কয়টি ও কী কী?
উত্তর : নির্বাচন পদ্ধতি দুটি, যথা:
১. প্রত্যক্ষ নির্বাচন ও
২. পরোক্ষ নির্বাচন ।
১২৮. প্রত্যক্ষ নির্বাচন কী?
উত্তর : যে নির্বাচন পদ্ধতিতে জনগণ সরাসরি ভোটদানের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করতে পারে তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে।
১২৯. পরোক্ষ নির্বাচন কী?
উত্তর : যে নির্বাচন পদ্ধতিতে জনগণ সরাসরি ভোট না দিয়ে, মধ্যবর্তী কোন সংস্থার মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। তাকে পরোক্ষ নির্বাচন বলে।
১৩০. ভোটদান পদ্ধতি কত প্রকার ও কী কী?
উত্তর : ভোটদান পদ্ধতি দুই প্রকার। যথা :
১. প্রকাশ্য ও গোপন পদ্ধতি ও
২. একক ও একাধিক ভোটদান পদ্ধতি।
১৩১. “অন্যান্য জনকর্তব্যের মতোই ভোটদান জনসম্মুখে সম্পাদিত হওয়া বাঞ্ছনীয়।”- উক্তিটি কার ?
উত্তর : “অন্যান্য জনকর্তব্যের মতোই ভোটদান জনসম্মুখে সম্পাদিত হওয়া বাঞ্ছনীয়।”- মন্তব্যটি মিলের।
১৩২. “Votes should not be counted they should be weighted.” কথাটি কে বলেছেন?
উত্তর : “Votes should not be counted they should be weighted. ” কথাটি Taine বলেছেন
১৩৩. সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের পদ্ধতিগুলো কী কী?
উত্তর : সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের পদ্ধতিগুলো হলো :
১. সমানুপাতিক পদ্ধতি,
২. সীমাবদ্ধ ভোটদান পদ্ধতি,
৩. স্তূপীকৃত ভোটদান পদ্ধতি,
৪. স্বতন্ত্র নির্বাচন ও
৫. যৌথ নির্বাচন ও আসন সংরক্ষণ।
138, W.J. Shepard ভোটাধিকার সম্পর্কিত কয়টি মতবাদের কথা বলেছেন?
উত্তর : W.J. Shepard ভোটাধিকার সম্পর্কিত পাঁচটি মতবাদের কথা উল্লেখ করেন, যথা :
১. জাতিগত মতবাদ,
২. সামন্তবাদ,
৩. আইনগত মতবাদ,
৪, নৈতিক মতবাদ ও
৫. প্রাকৃতিক অধিকার সম্পর্কিত মতবাদ।
১৩৫. সর্বজনীন ভোটাধিকার কী?
উত্তর : দেশের প্রাপ্ত বয়স্ক জনগণ যখন বিনা বাধানিষেধে ভোট প্রদান করতে পারে তখন তাকে সর্বজনীন ভোটাধিকার বলে।
১৩৬. সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার বলতে কি বুঝায়?
উত্তর : কোন দেশের দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ প্রাপ্তবয়স্ক জনগণের বয়সের উপর নির্বাচিত মানদণ্ডের ভিত্তিতে ভোট দেয়ার যে অধিকার রয়েছে তাই সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। যেমন- বাংলাদেশে ১৮ বছর বয়স্ক সকল জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
১৩৭. সর্বজনীন ভোটাধিকারের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে কত বছর?
উত্তর : সর্বজনীন ভোটাধিকারের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ বছর।
১৩৮. সর্বজনীন প্রাপ্তবয়স্কদের বিপক্ষে যুক্তি দিয়েছেন কারা?
উত্তর : লেকি, হেনরি মেইন, মিল, গার্নার প্রমুখ।
১৩৯. মার্কিন যুক্তরাষ্ট্রে কবে সর্বজনীন ভোটাধিকার প্রদান করা হয়?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯২০ সালে সর্বজনীন ভোটাধিকার প্রদান করা হয়
১৪০. পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে?
উত্তর : পৃথিবীর সর্বপ্রথম নিউজিল্যান্ডে নারীদের ভোটাধিকার প্রদান করা হয়।
১৪১, “Universal education must precede universal enfranchisement. ” কথাটি কে বলেছেন?
উত্তর : “Universal education must precede universal enfranchisement. ” কথাটি বলেছেন মিল।
১৪২, “বর্তমান গণতন্ত্র প্রতিনিধিত্ব গণতন্ত্র।”- বক্তব্যটি কার?
উত্তর : “বর্তমান গণতন্ত্র প্রতিনিধিত্ব গণতন্ত্র ।” কথাটি জন স্টুয়ার্ট মিলের।
১৪৩. “There is no parmanent right to power.” কথাটি কে বলেছেন?
উত্তর : “There is no parmanent right to power. ” কথাটি বলেছেন লাস্কি।
১৪৪. “গণতন্ত্র হলো জনগণের ভোট নেয়ার পদ্ধতি।”- মন্তব্যটি কার?
উত্তর : “গণতন্ত্র হলো জনগণের ভোট নেয়ার পদ্ধতি।”- মন্তব্যটি করেছেন খোলেফ সুমপিউটার।
১৪৫. “If government is to be democratic it must subscribe to universal adult suffrage.”- কথাটি কে বলেছে?
উত্তর : “If government is to be democratic it must subscribe to universal adult suffrage.” কথাটি বলেছেন Reinnow.
১৪৬. নির্বাচনের কোন পদ্ধতি আদর্শ পদ্ধতি?
উত্তর : নির্বাচনের সমানুপাতিক পদ্ধতি আদর্শ পদ্ধতি ।
১৪৭. সমানুপাতিক সমর্থক কারা?
উত্তর : নির্বাচনের সমানুপাতিক সমর্থক হলেন জে. এস. মিল, লেকী প্রমুখ।
১৪৮. সমানুপাতিক প্রতিনিধিত্বের দুটি রূপ কী কী
উত্তর: সমানুপাতিক প্রতিনিধিত্বের দুটি রূপ হলো:
১. একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি ও
২ তালিকা প্রথা।
১৪৯, আঞ্চলিক প্রতিনিধিত্ব কী?
উত্তর : অঞ্চলভিত্তিক যখন প্রতিনিধি নির্বাচনের আয়োজন করা হয় তখন তাকে আঞ্চলিক বা ভৌগোলিক প্রতিনিধিত্ব বলা হয়।
১৫০. “ভোটাধিকার মানুষের প্রাকৃতিক এবং জন্মগত অধিকার।”- কে বলেছেন?
উত্তর : “ভোটাধিকার মানুষের প্রাকৃতিক এবং জন্মগত অধিকার।”- বলেছেন রুশো ও মন্টেস্কু।
১৫১. উত্তম নির্বাচন ব্যবস্থার কয়েকটি শর্ত উল্লেখ কর।
উত্তর : উত্তম নির্বাচন ব্যবস্থার কয়েকটি শর্ত হলো:
১. সর্বজনীন ভোটাধিকার,
২. প্রত্যক্ষ নির্বাচন এবং
৩. অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।
খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন
সুষ্ঠু জনমত গঠনের শর্তগুলো কী?
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দাও।
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকারভেদ আলোচনা কর।
সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে কী বুঝ ?
রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে সম্পর্ক লিখ।
একদলীয় ও দ্বিদলীয় ব্যবস্থা কী?
রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর পার্থক্য নির্দেশ কর।
গ বিভাগ রচনামূলক প্রশ্ন
বিভিন্ন দেশের রাজনৈতিক দল ব্যবস্থার বিকাশ আলোচনা কর।
আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা বা কার্যাবলি আলোচনা কর।
একদলীয় ব্যবস্থার গুণাবলি আলোচনা কর।
একদলীয় ব্যবস্থার দোষাবলি আলোচনা কর।
বিদলীয় ব্যবস্থার গুণসমূহ আলোচনা কর।
বহুদলীয় ব্যবস্থার সুবিধাসমূহ আলোচনা কর।
গণতন্ত্রে দলীয় ব্যবস্থা কি অপরিহার্য? পর্যালোচনা কর।
গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত? বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর।
আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা বা কার্যাবলি আলোচনা কর।
বাংলাদেশের রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা কর।
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রকৃতি ও বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা বা কার্যাবলি আলোচনা কর।
রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা কর।