অথবা, বর্তমান সমাজে নয়াবাস রীতি জনপ্রিয় হওয়ার কারণ কী?
অথবা, নয়াবাস নীতি জনপ্রিয় হয়ে উঠার উল্লেখযোগ্য কারণসমূহ তুলে ধর।
অথবা, নয়াবাস রীতি জনপ্রিয় হয়ে উঠার কারণ কী কী তুলে ধর?
উত্তর৷ ভূমিকা : যে পরিবারে বিবাহিত নবদম্পতি একাকী বাস করে তাকে নয়াবাস রীতি বলে। নয়াবাস রীতিতে বিবাহিত দম্পতি তাদের কারোরই বাবা- মার সঙ্গে কাটাতে হয় না। নতুন জায়গায় বসবাস করতে হয়।
জনপ্রিয়তার কারণ : নয়াবাস রীতি যেসব কারণে বৃদ্ধি পাচ্ছে এবং জনপ্রিয়তা অর্জন করছে তা হলো :
১. শিল্পায়ন নগরায়ণের প্রভাব : শিল্পায়ন নগরায়ণ ইত্যাদির ফলে নতুন কর্মক্ষেত্র তৈরি হয়েছে। কর্মক্ষেত্রের কাছাকাছি বাসা নিয়ে থাকার কারণে নয়াবাস রীতি জনপ্রিয় হয়ে উঠেছে।
২. ব্যবসায় বাণিজ্য ও স্থানান্তর গমন : ব্যবসায় বাণিজ্যের সুবিধার কারণে যৌথ পরিবার ছেড়ে আলাদাভাবে বসবাস করতে দেখা যায়। তাছাড়াও চাকরি, ব্যবসায় বাণিজ্যের কারণে স্থানান্তর গমন বৃদ্ধি পাওয়ায় নয়াবাস রীতি জনপ্রিয় হয়ে উঠেছে।
৩. পারিবারিক দ্বন্দ্ব সংঘাত: একই বাড়িতে জায়গা এবং ঘর বাড়ির সংকুলান না হওয়ায় আলাদাভাবে বসবাস করতে হয়। বিভিন্ন দ্বন্দ্ব সংঘাতের কারণেও নয়াবাস রীতি জনপ্রিয় হয়ে উঠেছে।
৪. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী চিন্তাভাবনার উন্মেষ : মানুষ অনেক বেশি ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী হয়ে গেছে। নিজের স্বার্থ নিয়ে অনেক বেশি চিন্তা করে। নয়াবস রীতি জনপ্রিয়তা লাভ করেছে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী চিন্তাভাবনা থেকে।
৫. স্বাধীনভাবে বসবাস করার মনোবৃত্তি : বিবাহিত দম্পতিরা নিজেদের মতো করে থাকতে চায়। যৌথ পরিবার অনেক সময় তাদের পছন্দ হয় না। ফলে নয়াবাস রীতি তাদের কাছে জনপ্রিয়তা পায়।
উপসংহার : পরিশেষে বলা যায়, নয়াবাস রীতিতে নববিবাহিত দম্পতি তুলনামূলকভাবে অধিকতর স্বাধীন জীবনযাপন করার সুযোগ লাভ করে। পারিবারিক এবং জ্ঞাতি সম্পর্কীয় বৃহত্তর বলয়ে এ ধরনের পরিবার স্বাধীনভাবে যোগাযোগ রক্ষা করতে পারে না। তবে নয়াবাস রীতি ঐতিহ্যগত পারিবারিক মূল্যবোধ রক্ষায় তেমন ইতিবাচক ভূমিকা রাখতে পারে না।