নগর সংস্কৃতি বলতে কী বুঝ?

অথবা, নগর সংস্কৃতি কাকে বলে?
অথবা, নগর সংস্কৃতি কী?
অথবা, নগর সংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
উত্তরা৷ ভূমিকা :
শহরে বিভিন্ন পেশার জনগোষ্ঠী বসবাস করে। কাজের দক্ষতা, অভিজ্ঞতা যোগ্যতা ইত্যাদির ভিত্তিতে তাদের মধ্যে সংস্কৃতিক মর্যাদা নির্ধারিত হয়। নগর হচ্ছে একটি মিশ্র সংস্কৃতি ঐতিহ্যের আবাসস্থল।
নগর সংস্কৃতি : ইংরেজিতে একটি প্রবাদ আছে- God made the village and men made the town শহরের বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণি, বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করে। তাই শহরের মানুষের মধ্যে তৈরি হয় একটা শহর মানসিকতা। আর এ শহর মানসিকতা তৈরি হয় বিভিন্ন জাতি, গোষ্ঠী, সম্প্রদায় ও শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টায়। গ্রামের জনগোষ্ঠীর চেয়ে শহরের জনগোষ্ঠীর সামাজিক বন্ধন যদিও দুর্বল তথাপি নগর মানসিকতার উপর ভিত্তি করে গড়ে উঠে শহর সংস্কৃতি। আর সংস্কৃতি বিনির্মাণে ভূমিকা রাখে যুক্তি, গণমাধ্যম বিভিন্ন প্রতিষ্ঠান । বাংলাদেশের নগর সমাজের সংস্কৃতি পৃথিবীর অন্যান্য সমাজের সংস্কৃতির মতই। শুধু কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন- নগরগুলোর জনগোষ্ঠীর প্রায় সবাই অকৃষিজ, তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, ব্যবসায়, শিল্পকারখানায় নিয়োজিত থাকে। শহরে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে। তাছাড়া নগর হচ্ছে শিল্পকলা ও সাহিত্যচর্চার কেন্দ্রীয় স্থান। এখানে বিভিন্ন সমাজসেবা প্রতিষ্ঠান, বিদেশি সেবা সংস্থার অফিস, পাঠাগার, পার্ক, রেস্ট হাউস, সিনেমা হল, শিশু হোম ইত্যাদি সকল সেবাধর্মী প্রতিষ্ঠান এদেশের শহরগুলোতে গড়ে উঠেছে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, নগরের মানুষের মধ্যে গঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ডের আধিক্য লক্ষ্য করা যায়। শহর দিন দিন সমৃদ্ধ হচ্ছে এবং শহরে মানুষের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের শহরের জনগোষ্ঠীর উৎপাদন সম্পর্ক পুঁজিতান্ত্রিক।k

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%ae/