অথবা, পুঁজিবার্নী অর্থব্যবস্থা কাকে বলে?
অথবা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা দাও।
অথবা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে কি বুঝ?
উত্তর : ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকান্ত বেসরকারি পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগে মুনাফার ভিত্তিতে পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। নিম্নে বিভিন্ন মনীষী কর্তৃক প্রদত্ত ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা উপস্থাপন করা হলো।
ভি. আই, লেলিন বলেন, “ধনতন্ত্র উৎপাদনের ঐ উন্নত স্তরকে বোঝায় যেখানে মনুষ্য শ্রমের উৎপাদন শুধু নয়, মনুষ্য শ্রমশক্তি নিজেই পণ্যে পরিণত হয়।” ডি. এম. রাইট বলেন, “পুঁজিবাদ এমন একটি ব্যবস্থা যেখানে অর্থনৈতিক কর্মকান্ডের অধিকাংশ বিশেষ করে নতুন
বিনিয়োগ সিদ্ধান্ত বেসরকারি উদ্যেগে গৃহীত হয় এবং তা অবাধ প্রতিযোগিতা ও মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়।”
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিমালিকানা স্বীকৃত, শ্রমিক শোষণ বিদ্যমান ও অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে পুঁজিবাদী অর্থব্যবস্থা হিসাবে অভিহিত করা হয়।