ক-বিভাগ
ব্যক্তি সমাজকর্ম কী?
উত্তর : ব্যক্তি সমাজকর্ম পেশাদার সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি যা সমস্যাগ্রস্থ ব্যক্তির সমস্যা দূর করে এবং সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে তাকে ব্যক্তি সমাজকর্ম বলে।
ব্যক্তি সমাজকর্ম বলতে কী বুঝ?
উত্তর : ব্যক্তি সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের সেই পদ্ধতি, যার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে তাদের সেসব ব্যক্তিগত সমস্যা সমাধানে সহায়তা করা হয়; যা তাদের সামাজিক ভূমিকা পালনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং সেসব সমস্যা তারা নিজস্ব প্রচেষ্টায় সমাধান করতে সক্ষম।
কারা ব্যক্তি সমাজকর্মকে পেশাদার সমাজকর্ম হিসেবে অগ্রগামী করে?
উত্তর : সেন্ট ভিনসেন্ট ডি পাল ও অগনান ব্যক্তি সমাজকর্মকে পেশাদার সমাজকর্ম হিসেবে অগ্রগামী করে।
পদ্ধতি কাকে বলে?
উত্তর : পদ্ধতি হচ্ছে একটি নির্দেশনা মাত্র যা জ্ঞান, পদ্ধতিলব্ধ অভিজ্ঞতা ও নিয়মনীতির আলোকে প্রণীত হয় তাই পদ্ধতি।
পদ্ধতিসমূহ কত প্রকার?
উত্তর : পদ্ধতিসমূহ দুই প্রকার।
পদ্ধতিসমূহের প্রকারভেদগুলো কী?
উত্তর : পদ্ধতিসমূহের প্রকারভেদগুলো হচ্ছে- মৌলিক পদ্ধতি ও সহায়ক পদ্ধতি।
সমাজকর্ম পদ্ধতি সর্বমোট কত প্রকার?
উত্তর : সমাজকর্ম পদ্ধতি সর্বমোট ২ প্রকার।
মৌলিক সমাজকর্ম পদ্ধতি কত প্রকার?
উত্তর : মৌলিক সমাজকর্ম পদ্ধতি ৩ প্রকার ।
মৌলিক সমাজকর্ম পদ্ধতিগুলো কী?
উত্তর : মৌলিক সমাজকর্ম পদ্ধতিগুলো হলো : ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম ও সমষ্টি সমাজকর্ম।
সহায়ক সমাজকর্ম পদ্ধতি কত প্রকার?
উত্তর : সহায়ক সমাজকর্ম পদ্ধতি ৩ প্রকার।
সহায়ক সমাজকর্ম পদ্ধতিগুলো কী?
উত্তর : সহায়ক সমাজকর্ম পদ্ধতিগুলো হলো, সমাজকল্যাণ প্রশাসন, সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রম।
‘Introduction to Social Work Methods’- এই বইটির লেখক কে?
উত্তর : ‘Introduction to Social Work Methods’ এই বইটির লেখক M.N. Hussain and M. Alauddin.
Mary H. Richmond কী আবিষ্কার করেন?
উত্তর : Mary H. Richmond সর্বপ্রথম যুক্তিপূর্ণ ও পদ্ধতিগত প্রক্রিয়া আবিষ্কার করেন।
‘Social Diagnosis’- গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Social Diagnosis’- গ্রন্থটির রচয়িতা হলো- Mary H. Richmond |
Concept and Social Welfare’- এই বইটি কার লেখা?
উত্তর : ‘Concept and Social Welfare’ এই বইটি W.A. Friedlander এর লেখা।
ব্যক্তি সমাজকর্ম ভিত্তি অগ্রদুহিতা কে?
উত্তর : ব্যক্তি সমাজকর্ম ভিত্তি অগ্রদুহিতা ম্যারি রিচমন্ড।
H.H. Perlman-এর পূর্ণ নাম কী?
উত্তর : Helen Harris Perlman.
সমাজকর্মের উপাদান হিসেবে H.H. Perlman-এর বক্তব্যটি কী?
উত্তর : সমাজকর্মের উপাদান হিসেবে H.H. Perlman-এর বক্তব্যটি হচ্ছে, “A Person with Problem comes to a place where professional representative helps him by a given process.”
ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
উত্তর : ব্যক্তি সমাজকর্মের উপাদান ৫ টি বা ৬ টি ।
ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো কী?
উত্তর : ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো হচ্ছে- Person, Problem, Place, Professional representative, Process.
ব্যক্তি সমাজকর্মের সাধারণ নীতিমালা কয়টি?
উত্তর : ব্যক্তি সমাজকর্মের সাধারণ নীতিমালা ৫টি।
পেশাদারি কর্তৃত্ব এর ভিত্তিতে স্থান কী কী?
উত্তর : পেশাদারি কর্তৃত্ব এর ভিত্তিতে স্থান হচ্ছে- গৌণ ও মূল্য।
সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি?
উত্তর : সমাজকর্মের সহায়ক পদ্ধতি ৩টি।
সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো কী কী?
উত্তর : সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো হচ্ছে- সমাজকর্ম গবেষণা, সমাজকল্যাণ প্রশাসন এবং সামাজিক কার্যক্রম।
সমন্বিত পদ্ধতির সংজ্ঞা দাও ।
উত্তর : সমাজকর্মের সহায়ক ও মৌল পদ্ধতিগুলো একত্রে প্রয়োগই সমন্বিত পদ্ধতি ।
ব্যক্তি সমাজকর্মের প্রভেদ নীতির উদাহরণ দাও।
উত্তর : কর্মী সাহায্যার্থী সম্পর্কের ব্যবহার।
‘Professional representative’ কাকে বুঝায়?
উত্তর : ‘Professional representative’ সমাজকর্মীকে বুঝায় ।
‘Place’ কাকে বলা হয়?
উত্তর : সমাজকর্ম অনুশীলনকারী প্রতিষ্ঠানকে বলা হয় Place।
ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার স্তরগুলো কী?
উত্তর : ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার স্তরগুলো হচ্ছে- সামাজিক অনুধ্যান, সমস্যা নির্ণয় ও সমাধান
Social Diagnosis গ্রন্থটি কত সালে রচিত হয়?
উত্তর : Social Diagnosis গ্রন্থটি রচিত হয় ১৯১৭ সালে।
ব্যক্তি সমাজকর্মের অনুশীলন প্রক্রিয়া শুরু হয় কখন?
উত্তর : ব্যক্তি সমাজকর্মের অনুশীলন প্রক্রিয়া শুরু হয় ১৯১৭ সালের দিকে।
আমেরিকায় দান সংগঠন সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : আমেরিকায় দান সংগঠন সমিতি ১৮৭৭ সালে প্রতিষ্ঠিত হয় ।
১৮৭৭ সালে কার ভিত রচিত হয়?
উত্তর : ১৮৭৭ সালে ব্যক্তি সমাজকর্মের ভিত রচিত হয়।
কাদের মাধ্যমে বিকশিত ‘Scientific Charity’ ব্যক্তি সমাজকর্মের সূচনা হয়?
উত্তর : পারিবারিক পরিদর্শকদের মাধ্যমে বিকশিত ‘Scientific Charity’ ব্যক্তি সমাজকর্মের সূচনা হয়।
আমেরিকায় ‘National Conference of Charities and Corrections’ কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর : আমেরিকায় ‘National Conference of Charities and Corrections’ ১৮৮৬ সালে অনুষ্ঠিত হয়।
ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত নামে খ্যাত কে?
উত্তর : ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত নামে খ্যাত মনীষী ম্যারি রিচমন্ড
মনীষী ম্যারি রিচমন্ড আমেরিকায় কী প্রতিষ্ঠা করেন?
উত্তর : মনীষী ম্যারি রিচমন্ড আমেরিকায় সমাজকর্মের ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন।
আমেরিকায় ‘Family Service Association’ এর উদ্যোগে কোন পত্রিকা বের হয়?
উত্তর : আমেরিকায় ‘Family Service Association’ এর উদ্যোগে ‘Social Case Work’ নামে পত্রিকা বের হয়।
ব্যক্তি সমাজকর্মের অনুশীলন প্রক্রিয়া শুরু হয় কবে?
উত্তর : ব্যক্তি সমাজকর্মের অনুশীলন প্রক্রিয়া শুরু হয় ১৯১৭ সালের দিকে।
১৯১৭ সালের দিকে ম্যারি রিচমন্ডের কোন গ্রন্থটি প্রকাশিত হয়?
উত্তর : ১৯১৭ সালের দিকে ম্যারি রিচমন্ডের ‘Social Diagnosis’ গ্রন্থটি প্রকাশিত হয় ।
ম্যারি রিচমন্ডের ‘Social Diagnosis’ গ্রন্থের মাধ্যমে কোন বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠে?
উত্তর : ম্যারি রিচমন্ডের ‘Social Diagnosis’ গ্রন্থের মাধ্যমে ব্যক্তি সমাজকর্মের নীতিমালা, সমস্যা সমাধান প্রক্রিয়া, সাহায্যার্থী কর্মী সম্পর্ক প্রভৃতি বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠে।
ম্যারি রিচমন্ড তাঁর গ্রন্থে কত বছরে ব্যক্তি সমাজকর্মের পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেন?
উত্তর : ম্যারি রিচমন্ড তাঁর গ্রন্থে সুদীর্ঘ পঁচিশ বছরের কর্ম-অভিজ্ঞতার আলোকে ব্যক্তি সমাজকর্মের পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেন।
প্রখ্যাত মনোবিদ সিগমন্ড ফ্রয়েড এর উদ্ভাবিত তত্ত্ব কোনটি?
‘উত্তর : প্রখ্যাত মনোবিদ সিগমন্ড ফ্রয়েড এর উদ্ভাবিত তত্ত্ব হচ্ছে- মনঃসমীক্ষণ তত্ত্ব।
১৯২১ সালে ব্যক্তি সমাজকর্মের কী গুরুত্ব পায়?
উত্তর : ১৯২১ সালে ব্যক্তি সমাজকর্মের মৌলিক জ্ঞান, দক্ষতা প্রভৃতি গুরুত্ব পায়।
১৯২১ সালে কোন প্রতিবেদন ব্যক্তি সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ দলিল?
উত্তর : ১৯২১ সালে মিশফোর্ড কনফারেন্স প্রকাশিত ‘Social Case Work: Genetic and Specific’ প্রতিবেদন ব্যক্তি সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ দলিল।
কবে আমেরিকার অর্থনৈতিক মন্দা ব্যক্তি সমাজকর্মকে সুসংগঠিত করে?
উত্তর : ১৯২৯ সালে আমেরিকার অর্থনৈতিক মন্দা ব্যক্তি সমাজকর্মকে সুসংগঠিত করে।
কবে সমাজকর্মের পেশাগত নীতিমালা চূড়ান্ত হয়?
উত্তর : ১৯৫৭ সালের দিকে সমাজকর্মের পেশাগত নীতিমালা চূড়ান্ত হয়।
ব্যক্তি সমাজকর্ম ব্যাপকভাবে কবে স্বীকৃতি পায়?
উত্তর : ব্যক্তি সমাজকর্ম ব্যাপকভাবে স্বীকৃতি পায় ১৯৫০ সালের দিকে।
পেশাদার সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে কবে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর : পেশাদার সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে ১৯৫০ সালের দিকে প্রতিষ্ঠা লাভ করে
কত সালের দিকে ব্যক্তি সমাজকর্মীদের জন্য কতিপয় মডেল সংযুক্ত করা হয়?
উত্তর : ১৯৮০ সালের দিকে ব্যক্তি সমাজকর্মীদের জন্য কতিপয় মডেল সংযুক্ত করা হয়।
ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার স্তরে প্রথমে রয়েছে কোনটি?
উত্তর : ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার স্তরে প্রথমে রয়েছে মনোসামাজিক অনুধ্যান।
খ-বিভাগ
প্রশ্ন।১।ব্যক্তি সমাজকর্ম বলতে কী বুঝ?
প্রশ্ন।২।ব্যক্তির বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।
প্রশ্ন।৩।ব্যক্তি সমাজকর্মের উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন।৪।ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো কী কী? ব্যক্তি সমাজকর্মের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন।৫।বাংলাদেশে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগক্ষেত্রগুলো আলোচনা কর।
প্রশ্ন।৬।বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা আলাচনা কর ।
প্ৰশ্ন॥৭।ব্যক্তি সমাজকর্মের অনুশীলনে উপাদানগুলোর পারস্পরিক সম্পর্কের গুরুত্ব আলোচনা কর।
প্ৰশ্ন৷৮।মৌলিক পদ্ধতিসমূহের সাথে ব্যক্তি সমাজকর্মের উপাদানসমূহের পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন॥৯॥সাহায্যকারী পদ্ধতিসমূহের সাথে ব্যক্তি সমাজকর্মের উপাদানসমূহের পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
প্ৰশ্ন৷১০৷ব্যক্তি সমাজকর্মে গ্রহণনীতির গুরুত্ব বুঝিয়ে বল ।
প্রশ্ন॥১১।ব্যক্তি সমাজকর্মে ব্যক্তিস্বাতন্ত্র্যীকরণ নীতির গুরুত্ব বুঝিয়ে বল।
প্ৰশ্ন৷১২৷ব্যক্তি সমাজকর্মে সাহায্যার্থীর অংশগ্রহণের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন।১৩।ব্যক্তি সমাজকর্মের লক্ষ্য কী কী?
প্ৰশ্ন৷১৪৷দল সমাজকর্মের সাথে ব্যক্তি সমাজকর্মের সম্পর্ক দেখাও।
প্রশ্ন॥১৫।দল সমাজকর্ম ও সমষ্টি উন্নয়নের সাথে এর সম্পর্ক দেখাও।
প্রশ্ন৷১৬।পেশাদার সমাজকর্ম পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের উদ্ভব সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥১৭॥ ব্যক্তি সমাজকর্মের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন।১৮।ব্যক্তি সমাজকর্মীর দক্ষতা সম্পর্কে লিখ।
প্রশ্ন।১৯।সমস্যা নির্ণয় বলতে কী বুঝায়?
প্রশ্ন।২০।সমস্যা নির্ণয় প্রক্রিয়ার শ্রেণিবিন্যাসগুলো কী তা আলোচনা কর।
প্রশ্ন৷২১৷ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়া কী?
প্রশ্ন।২২।ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো লিখ।
প্রশ্ন৷২৩৷৷ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার যে পাঁচটি পর্যায় অনুসরণ করা হয় সেগুলোঁ আলোচনা কর ।
প্রশ্ন।২৪।সমস্যা সমাধান প্রক্রিয়ায় সাহায্যার্থীর অংশগ্রহণের গুরুত্ব উল্লেখ কর।
প্রশ্ন।২৫॥ মনোসামাজিক সমাধান ব্যবস্থা বলতে কী বুঝ?
প্রশ্ন।২৬॥মনোসামাজিক অনুধ্যানের বৈশিষ্ট্য তুলে ধর।
প্রশ্ন॥২৭৷ মনোসামাজিক অনুধ্যানের গুরুত্ব উল্লেখ কর।
প্ৰশ্ন৷২৮৷মনোসামাজিক তথ্য আহরণের বিভিন্ন কৌশলসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷২৯৷সমস্যা নির্ণয় প্রক্রিয়ার উপাদানসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৩০৷৷সমাধান ব্যবস্থা কাকে বলে?
প্রশ্ন।৩১।সমাধান ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্য লিখ।
প্ৰশ্ন৷৩২৷ সমর্থনমূলক সমাধান পদ্ধতি বলতে কী বুঝ?
প্রশ্ন৷৩৩৷ সংশোধনমূলক সমাধান প্রক্রিয়া কী?
প্ৰশ্ন৷৩৪৷সমস্যা সমাধান পদ্ধতির মূল পদক্ষেপসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷৩৫।ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান পদ্ধতির বিভিন্ন পদক্ষেপের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
গ-বিভাগ
প্রশ্ন॥১॥ ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও। ব্যক্তি সমাজকর্মের মৌলিক নীতি আলোচনা কর।
প্রশ্ন॥২॥ ব্যক্তি সমাজকর্ম বলতে কী বুঝ? ব্যক্তি সমাজকর্মের বৈশিষ্ট্যাবলি আলোচনা কর ।
প্রশ্ন॥৩॥ব্যক্তি সমাজকর্ম বলতে কী বুঝ? ব্যক্তিসমাজের উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৪॥ব্যক্তি সমাজকর্মের উপাদানসমূহ আলোচনা কর ।
প্রশ্ন॥৫॥ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও। ব্যক্তি সমাজকর্মের তাৎপর্য আলোচনা কর ।
প্রশ্ন॥৬॥বাংলাদেশে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগক্ষেত্রগুলো আলোচনা কর।
প্রশ্ন॥৭॥ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো কী কী? ব্যক্তি সমাজকর্মের অনুশীলনে উপাদানগুলোর পারস্পরিক সম্পর্কের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন॥৮॥ব্যক্তি সমাজকর্মের উদ্দেশ্যের আলোকে উপাদানসমূহের পারস্পরিক সম্পর্ক আলোচনা কর ।
প্রশ্ন॥৯॥ব্যক্তি সমাজকর্মের বিষয়বস্তু আলোচনা কর।
প্রশ্ন৷১০৷ ব্যক্তি সমাজকর্ম কী? ব্যক্তি সমাজকর্মে গ্রহণনীতি ও ব্যক্তিস্বাতন্ত্র্যীকরণ নীতির গুরুত্ব বুঝিয়ে বল ।
প্ৰশ্ন৷১১৷৷সমাজকর্মের একটি স্বতন্ত্র পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের বিকাশ সম্পর্কে আলোচনা কর ।
প্রশ্ন।১২।ব্যক্তি সমাজকর্মে সাহায্যার্থীর অংশগ্রহণের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন।১৩।ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও। এর লক্ষ্য কী কী আলোচনা কর।
প্রশ্ন।১৪৷দল সমাজকর্ম ও সমষ্টি উন্নয়নের সাথে এর সম্পর্ক দেখাও।
প্রশ্ন।১৫।সমাজকর্মের একটি স্বতন্ত্র পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের উন্নয়ন আলোচনা কর ।
প্রশ্ন॥১৬৷ব্যক্তি সমাজকর্মের ধারণা দাও। পেশাদার সমাজকর্ম পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের বিকাশ সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥১৭।মৌলিক পদ্ধতি কী? বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে মৌলিক পদ্ধতির প্রয়োগ হচ্ছে, তা আলোচনা কর।
প্রশ্ন।১৮।ব্যক্তি সমাজকর্ম কী? বাংলাদেশে সমাজকর্ম অনুশীলন ধারা আলোচনা কর।
প্রশ্ন।১৯।বাংলাদেশে ব্যক্তি সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷২০৷সমস্যা নির্ণয় বলতে কী বুঝায়? সমস্যা নির্ণয় প্রক্রিয়ার শ্রেণিবিন্যাসগুলো কী তা আলোচনা কর।
প্রশ্ন৷২১। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়া বলতে কী বুঝ? ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ায় যেসব পর্যায় অনুসরণ করা হয় সেগুলো আলোচনা কর।
প্রশ্ন।২২৷ ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার যে কোন তিনটি স্তর উল্লেখপূর্বক সমস্যা সমাধান প্রক্রিয়ায় সাহায্যার্থীর অংশগ্রহণের গুরুত্ব উল্লেখ কর।
প্ৰশ্ন৷২৩৷৷ সমর্থনমূলক সমাধান পদ্ধতি বলতে কী বুঝ? সাহায্যার্থীকে সাহায্য করার ক্ষেত্রে সমর্থনমূলক প্রক্রিয়ায় যে কৌশলগুলো ব্যবহৃত হয় তা আলোচনা কর ।
প্রশ্ন৷২৪।সংশোধনমূলক সমাধান প্রক্রিয়া কী? সংশোধনমূলক সমস্যা সমাধান প্রক্রিয়ার কৌশলসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷২৫৷সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে ব্যক্তি সমাজকর্মের ভূমিকা ব্যাপক”- আলোচনা কর।
প্রশ্ন৷২৬৷ব্যক্তি -সমাজকর্মে সমস্যা সমাধান পদ্ধতির বিভিন্ন পদক্ষেপ কী কী? এগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন৷২৭৷৷ব্যক্তি সমাজকর্মে সমস্যা নির্ণয় বলতে কী বুঝ? গতিশীল সমস্যা নির্ণয় সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
প্রশ্ন॥২৮।ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মে মনোসামাজিক তথ্য আহরণ গুরুত্বপূর্ণ কেন? মনোসামাজিক তথ্য আহরণের বিভিন্ন কৌশলসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥২৯৷সমর্থনমূলক সমস্যা সমাধান পদ্ধতির কৌশলগুলো আলোচনা কর।
প্রশ্ন।৩০।ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়া বলতে কী বুঝ? উদাহরণসহ ব্যক্তি সমাজকর্মের প্রত্যক্ষ সমাধান পদ্ধতিসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷৩১৷পরিবার ও সমাজের সাথে ব্যক্তির সম্পর্কের ভিত্তিতে যে সকল মনোসামাজিক সমস্যা সৃষ্টি হয় সেগুলো বর্ণনা কর।
প্ৰশ্ন৷৩২৷ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।