ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। ‘জুনুরাইন’ কার উপাধি ছিল?
উঃ হযরত ওসমান (রা.)-এর উপাধি ছিল।
২। কোন কবিকে আরবের শেক্সপিয়ার বলা হয়?
উঃ ইমরুল কায়েসকে।
৩। ‘হিলফুল ফুজুল’-এর অর্থ কি?
উঃ হিলফুল ফুজুল এর অর্থ হলো শান্তিসংঘ।
৪। মদিনার পূর্ব নাম কি?
উঃ মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব।
৫। খারেজী শব্দের অর্থ কি?
উঃ ‘খারেজী’ শব্দের অর্থ দলত্যাগ।
৬। কোন আন্দোলন উমাইয়া বংশের পতনকে ত্বরান্বিত করে?
উঃ আব্বাসীয় আন্দোলন উমাইয়া বংশের পতনকে ত্বরান্বিত করে।
৭। ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয়?
উঃ হযরত আবু বকর (রা.) কে।
৮। আইয়্যামে জাহিলিয়া শব্দের অর্থ কি?
উঃ ‘আইয়ামে জাহিলিয়া’ শব্দের অর্থ অন্ধকার যুগ।
৯। আল-মালা কি?
উঃ প্রাক-ইসলামি যুগে আরবে কুরাইশ গোত্রপতিদের নিয়ে গঠিত মন্ত্রণা পরিষদ।
১০। ‘আনসার’ শব্দের অর্থ কি?
উঃ ‘আনসার’ শব্দের অর্থ হলো- সাহায্যকারী।
১১। বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ বদর যুদ্ধ ৬২৪ খ্রিস্টাব্দের ১৭ মার্চ সংঘটিত হয়।
১২। কাকে কুরাইশদের বাজপাখি বলা হয়?
উঃ আব্দুর রহমান আদ দাখিলকে ‘কুরাইশদের বাজপাখি’ বলা হয়।
১৩। আনসার কারা?
উঃ মদীনায় হিযরতের পর যে সকল মদিনাবাসী মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে সাহায্য করেছিলেন তাদেরকে আনসার বলে।
১৪। ‘খলিফা’ শব্দের অর্থ কি?
উঃ ‘খলিফা’ শব্দের অর্থ প্রতিনিধি।
১৫। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া।
১৬। কারবালার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উঃ ৬৮০ খ্রিস্টাব্দে।
১৭। কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?
উঃ ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় ।
১৮। আরবের বৃহত্তম মরুভূমি কোনটি?
উঃ আরবের বৃহত্তম মরুভূমির নাম আল দাহনা।
১৯। তাবুকের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ তাবুকের যুদ্ধ ৬৩০ সালে সংঘটিত হয়।
২০। কোন সময়কে আইয়্যামে জাহেলিয়া বলা হয়?
উঃ মহানবি (সা.) এর জন্মের ১০০ বছর পূর্বের সময়কে আইয়্যামে জাহেলিয়া বলা হয়।
২১। প্রাক ইসলামী আরবের একজন বিখ্যাত কবির নাম লিখ।
উঃ প্রাক্-ইসলামি আরবের একজন বিখ্যাত কবির নাম হলো- ইমরুল কায়েস।
২২। মেরাজ শব্দের অর্থ কি?
উঃ মে’রাজ শব্দের অর্থ ঊর্ধ্ব গমন।
২৩। বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল?
উঃ ৩১৩ জন।
২৪। কে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন?
উঃ মুয়াবিয়া (রা.) সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন।
২৫। কোন খলিফাকে ‘আশির্বাদের চাবিকাঠি’ বলা হয়?
উঃ খলিফা সুলাইমানকে।
২৬। ‘মুসলমানদের আলেকজান্ডার’ কে?
উঃ ওকবা বিন নাফি।
২৭। ‘মুরজিয়া’ শব্দের অর্থ কী?
উঃ স্থগিত বা স্থগিতকারী।
২৮। আল নাদওয়া কি?
উঃ প্রাক-ইসলামি যুগে যে কক্ষে আল মালা বা মন্ত্রণাসভা বসত তাকে দার আল নাদওয়া বলা হতো।
২৯। বেদুঈন কারা?
উঃ মরুবাসী আরবদের বেদুঈন বলা হতো।
৩০। ‘কুরাইশ’ শব্দের অর্থ কি?
উঃ কুরাইশ শব্দের অর্থ বণিক বা সওদাগর।
৩১। ৬২২ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত?
উঃ মহানবীর হিজরতের জন্য।
৩২। খন্দকের যুদ্ধে পরিখা খনন পরামর্শ দেন কে?
উঃ সালমান ফারসি।
৩৩। ‘দিউয়ান’ এর প্রতিষ্ঠাতা কে?
উঃ হযরত ওমর।
৩৪। ‘মুসলমানদের আলেকজান্ডার’ কে?
উঃ ওকবা বিন নাফি।
৩৫। মজলিস-উস-শূরার অর্থ কি?
উঃ ‘মজলিশ-উশ-শুরা’ অর্থ উপদেষ্টা পরিষদ বা পরামর্শ সভা।
৩৬। সিফফিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ ৬৫৭ খ্রিস্টাব্দের ২৬ জুলাই সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়।
৩৭। উমাইয়া খলিফাদের রাজধানী কোথায় ছিল?
উঃ উমাইয়া খলিফাদের রাজধানী ছিল দামেস্কে।
৩৮। নসর বিন সাইয়ার কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন?
উঃ নসর বিন সাইয়ার খোরাসানের শাসনকর্তা ছিলেন।
৩৯। মুসলিম প্রশাসনকে আরবীয়করণ কে করেন?
উঃ মুসলিম প্রশাসনকে আরবীয়করণ করেন খ
লিফা আব্দুল মালিক ।
৪০। দিওয়ান কি?
উঃ রাজস্ব আদায় ও বণ্টন কার্যাদি নিয়ন্ত্রণ করার জন্য যে রাজস্ব বিভাগ হযরত ওমর (রা.) প্রতিষ্ঠা করেন তাকে দিওয়ান বলা হয়।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। মজলিশ-উশ-শূরা কি? ১০০%
২। মাওয়ালী ও কাদেরিয়া কারা? ১০০%
৩। মদিনা সনদের তাৎপর্য ব্যাখ্যা কর। ১০০%
অথবা, মদিনা সনদের দুটি ধারা লিখ।
৪। আব্দুল মালিককে ‘রাজেন্দ্র’ বলা হয় কেন? ১০০%
৫। প্রাক-ইসলামি যুগে আরব সমাজে নারীর অবস্থার উপর টীকা লিখ। ১০০%
৬। হযরত ওসমান (রা.)-এর বিরুদ্ধে আনীত তিনটি অভিযোগ উল্লেখ কর। ১০০%
৭। “আইয়্যামে জাহেলিয়া” বলতে কি বুঝ? ১০০%
৮। ওমর (রাঃ) এর দিওয়ান কী? ১০০%
৯। হাজ্জাজ বিন ইউসুফ এর পরিচয় দাও। ১০০%
১০। ‘সাব’আ মুয়াল্লাকা’ সম্পর্কে আলোচনা কর। ৯৯%
অথবা, “কুব্বাত আস সাখরা” সম্পর্কে লিখ।
১১। উহুদ/সিফফিনের যুদ্ধ সম্পর্কে লিখ। ৯৯%
১২। রিদ্দার ও দ্বিতীয় যাবের যুদ্ধ সম্পর্কে লিখ। ৯৯%
১৩। খারিজিদের ধর্মীয় মতবাদ কী? ৯৯%
১৪। যাকাতের গুরুত্ব বিশ্লেষণ কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। মহানবী (সা.)-এর মদিনায় হিজরতের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ কর। ১০০%
২। হযরত আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? ১০০%
৩। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে হযরত মুয়াবিয়া (রা.)-র কৃতিত্ব আলোচনা কর। ১০০%
৪। প্রথম ওয়ালিদের রাজত্বকালে মুসলমানদের স্পেন বিজয় সম্পর্কে বর্ণনা কর। ১০০%
৫। ওমর-বিন-আব্দুল আজিজ এর প্রশাসনিক সংস্কারসমূহ পর্যালোচনা কর। ১০০%
৬। উমাইয়া খিলাফতের পতনের কারণসমূহ বিশ্লেষণ কর। ১০০%
৭। মদিনা সনদের প্রধান ধারাগুলো উল্লেখ কর। ইসলামি রাষ্ট্র গঠনে এর গুরুত্ব নিরূপণ কর। ১০০%
৮। হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.) এর মধ্যে সংঘটিত সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৯। প্রাক-ইসলামি আরবের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা কর।
১০। যাকাত কি? যাকাতের আর্থসামাজিক গুরুত্ব নিরূপণ কর।
১১। সালাত কী? সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১২। কাদেরিয়া কারা? তাদের ধর্মীয় ও রাজনৈতিক মতবাদগুলো বিশ্লেষণ কর। ৯৯%
১৩। ওমর বিন আব্দুল আজিজের চরিত্র ও কৃতিত্ব বর্ণনা কর। ৯৮%
১৪। কারবালার বিয়োগান্ত ঘটনার কারণ ও ফলাফল আলোচনা কর। ৯৮%