ডিগ্রী প্রথম বর্ষ ২০২৩ ইতিহাস প্রথম পত্র (বাংলার ইতিহাস: ১১১৫০৩) রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।]

১। সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে? 

উঃ সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে।

২। বাংলার প্রথম স্বাধীন নৃপতি কে ছিলেন? 

উঃ রাজা শশাঙ্ক।

৩। শশাংকের রাজধানীর নাম কি ছিল? 

উঃ শশাঙ্কের রাজধানীর নাম কর্ণসুবর্ণ।

৪। চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উঃ চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা পূর্ণচন্দ্ৰ।

৫। ‘রামচরিত’ গ্রন্থটি কে রচনা করেন? 

উঃ সন্ধ্যাকর নন্দী। 

৬। বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন কে? 

উঃ বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কৈবর্ত সম্প্রদায়ের নেতা দিব্য।

৭। পাল বংশের শেষ রাজা কে ছিলেন? 

উঃ মদন পাল।

৮। বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে? 

উঃ সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্তসেন।

৯। দেওপাড়া শিলালিপি কে রচনা করেন? 

উঃ উমাপতিধর।

১০। কোন মুসলিম বিজেতা নদীয়া আক্রমণ করেন? 

উঃ ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি।

১১। দেব বংশের উদ্ভব হয় কখন? 

উঃ দেববংশের উদ্ভব হয় অষ্টম শতকের প্রথম ভাগে।

১২। পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উঃ গোপাল।

১৩। পাণ্ডুরাজার টিবি কোন জেলার অবস্থিত?

উঃ পাণ্ডুরাজার টিবি পশ্চিম বঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত।

১৪। পাল শাসকরা কোন ধর্মের অনুসারী ছিলেন?

উঃ পাল শাসকরা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন।

১৫। বখতিয়ার খলজি কোন পথে বাংলা আক্রমণ করেন?

উঃ ঝড়খণ্ডের অরন্য অঞ্চল দিয়ে।

১৬। হর্ষচরিত কে রচনা করেন?

উঃ বাণভট্ট রচনা করেন।

১৭। পাহাড়পুর কোন জেলার অবস্থিত?

উঃ পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত।

১৮। বিক্রমশীল বিহার কার নামানুসারে প্রতিষ্ঠিত হয়?

উঃ বিক্রমশীলা বিহার রাজা ধর্মপালের নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়।

১৯। সোমপুর বিহার কোথায় অবস্থিত?

উঃ নওগাঁ জেলার পাহাড়পুরে। 

২০। ভুক্তি কি?

উঃ গুপ্তযুগের প্রদেশকে ভুক্তি বলা হতো।

২১। বাংলায় ভূ প্রকৃতিতে প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ

বৈশিষ্ট্য কোনটি?

উঃ নদ-নদী।

২২। মাৎস্যন্যায় শব্দটি কোন ভাষার শব্দ?

উঃ সংস্কৃত ভাষার শব্দ।

২৩। ‘পাণ্ডু রাজার ঢিবি’ কোন জেলায় অবস্থিত?

উঃ পাণ্ডুরাজার ঢিবি পশ্চিম বঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত ।

২৪। ‘দেব পর্বত’ কোথায়?

উঃ কুমিল্লায়।

২৫। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লিখ। 

উঃ বাংলাদেশ।

২৬। ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থটি কে রচনা করেন? 

উঃ কলহন।

২৭। প্রাচীন পুণ্ড্রনগরের বর্তমান অবস্থান কোথায়? 

উঃ প্রাচীন পুণ্ড্রনগরের বর্তমান অবস্থান হচ্ছে বগুড়া জেলার মহাস্থানগড়ে।

২৮। কাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়? 

উঃ প্রথম মহিপাল। 

২৯। ‘বল্লালচরিত’ কে প্রথম রচনা করেন? 

উঃ বল্লাল চরিত গ্রন্থের রচয়িতা আনন্দভট্ট।

৩০। প্রাচীন বাংলার প্রথম রাজবংশ কে প্রতিষ্ঠা করেন? 

উঃ প্রাচীন বাংলার প্রথম রাজবংশ গোপাল প্রতিষ্ঠা করেন।

৩১। লক্ষণ সেনের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? 

উঃ বিক্রমপুরে।

৩২। চন্দ্র বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? 

উঃ শ্রীচন্দ্র।

৩৩। কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী? 

উঃ পদ্মা।

৩৪। ‘ওয়ারী বটেশ্বর’ কোন জেলায় অবস্থিত?

উঃ ‘ওয়ারী বটেশ্বর’ নরসিংদী জেলায় অবস্থিত।

৩৫। “শ্রী মহাসামন্ত শশাঙ্ক” নামটি কোথায় খোদিত আছে?

উঃ রোহিতাশ্বরের গিরিগাত্রে “শ্রী মহাসামন্ত শশাঙ্ক” এই নামটি খোদিত হয়েছে।

৩৬। খালিমপুর তাম্রলিপি কে উৎকীর্ণ করেন?

উঃ ধর্মপাল।

৩৭। মেঘনার পূর্বাঞ্চল কোন নামে পরিচিত ছিল?

উঃ মেঘনার পূর্বাঞ্চল সমতট নামে পরিচিত।

৩৮। ‘হরিকেল’ জনপদটির বর্তমান নাম কি?

উঃ ‘হরিকেল’ জনপদটির বর্তমান নাম সিলেট ।

৩৯। পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিল?

উঃ পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন।

৪০। দেব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ দেব বংশের প্রতিষ্ঠাতা শ্রী শান্তিদেব।

৪১। কৌলিন্য প্রথার প্রবর্তক কে? 

উঃ বল্লাল সেন।

৪২। সেন বংশের শেষ রাজা কে ছিলেন?

উঃ সেন বংশের শেষ শাসক ছিলেন লক্ষ্মণ সেন।

৪৩। চন্দ্রবংশের সার্বভৌম রাজা কে ছিলেন? 

উঃ চন্দ্রবংশের সার্বভৌম রাজা ছিলেন ত্রৈলোক্য চন্দ্ৰ।

৪৪। চন্দ্রগুপ্তের রাজধানীর নাম লিখ ।

উঃ পাটলিপুত্র।

৪৫। ‘উদয় সুন্দরী কথা’ কার রচিত?

উঃ কবি সোডঢোলের।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। ত্রিপক্ষীয় সংঘর্ষ কি? ১০০%

২। কৌলিণ্য প্রথা কি? ১০০%

৩। বাংলা নামের উৎপত্তি হয় কিভাবে? ১০০%

৪। রামপাল কিভাবে বরেন্দ্র পুনরুদ্ধার করেন? ১০০%

৫। প্রচীন বাংলার ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উৎসের গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%

অথবা, প্রচীন বাংলার প্রধান  প্রত্নতাত্ত্বিক উৎসসমূহ লিখ।

৬। বাংলার অধিবাসীদের উপর নদ-নদীর প্রভাব আলোচনা কর। ১০০%

৭। লক্ষণ সেন কেন মুসলিম আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হন? ১০০%

৮। “মাতসন্যায় বলতে কি বুঝ? ১০০%

৯। পরিচয় দাও : হেমন্ত সেন, শশাঙ্ক, হর্ষবর্ধন। ১০০%

১০। শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের যুদ্ধের বিবরণ দাও। ১০০%

১১। প্রাচীন বাংলার বঙ্গ, গৌড় ও সমতট সম্পর্কে লিখ। ৯৯%

১২। কৈবর্ত বিদ্রোহ বলতে কি বুঝ? ৯৯%

১৩। পাণ্ডুরাজার টিবি সম্পর্কে লিখ। ৯৯%

১৪। পরিচয় দাও : রামপাল, দ্বিতীয় মহীপাল। ৯৯%

১৫। চন্দ্রবংশ কী? চন্দ্রবংশ কিভা‌বে ক্ষমতায় এসেছিল? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। গোপাল কিভাবে বাংলার রাজক্ষমতা দখল করেছিলেন? ১০০%

২। প্রথম মহীপালকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কেন? ১০০%

৩। বল্লাল সেনের রাজত্বকালের ইতিহাস বর্ণনা কর। ১০০%

৪। শাসক হিসেবে লক্ষণ সেনের (রাজত্বকাল) মূল্যায়ন কর। ১০০%

৫। দক্ষিণ-পূর্ব বাংলার চন্দ্র বংশের ইতিহাস বর্ণনা কর। ১০০%

৬। পাল শাসনামলে প্রচীন বাংলার শাসন ব্যবস্থার বিবরণ দাও। ১০০%

৭। দেবপালের কৃতিত্ব আলোচনা কর। ১০০%

৮। প্রচীন বাংলার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর বিবরণ দাও। ১০০%

৯। প্রাচীন বাংলার উৎসসমূহ বর্ণনা কর। ১০০%

১০। বরেন্দ্র বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা কর। ১০০%

১১। সেন আমলের সাহিত্যের উন্নতির বিবরণ দাও। ৯৯%

১২। প্রাচীন বাংলার জনপদসমূহের বর্ণনা দাও। ৯৯%

১৩। রামপালকে পাল বংশের “শেষ মুকুটমনি” বলা হয় কেন? ৯৮%