ডিগ্রী প্রথম বর্ষ ২০২৩ রসায়ন প্রথম পত্র (ভৌত রসায়ন: ১১২৮০১) রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। এনথালপি কী? 

উঃ কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির (E) সাথে তার PV শক্তি যোগ করলে মোট যে শক্তি পাওয়া যায়, তাকে ঐ সিস্টেমের এনথালপি বা ধৃততাপ বলে। একে H দ্বারা সূচিত করা হয়। সুতরাং H = E+ Pv.

২। কলয়েড কী? 

উঃ কলয়েড হচ্ছে ডিসপার্স ফেজ ও ডিসপার্শন মাধ্যমের সমন্বয়ে গঠিত সিস্টেম।

৩। দশা সূত্রটি লিখ। 

উঃ কোনো সিস্টেমের দশা বা ফেজ সংখ্যা ও ফ্রিডম- সংখ্যার যোগফল উপাদান সংখ্যার চেয়ে দুই বেশি, যদি পৃষ্ঠতল বল, মাধ্যাকর্ষণ বল ইত্যাদির প্রভাব না থাকে।

৪। বাফার দ্রবণ কী? 

উঃ যে দ্রবণে সামান্য পরিমাণ এসিড বা ক্ষারক যোগ করার পরও দ্রবণের pH এর মান অপরিবর্তিত থাকে তাকে বাফার দ্রবণ বলে।

৫। অভ্যন্তরীণ শক্তি কী?

উঃ প্রত্যেক পদার্থ বা সিস্টেমের মধ্যে সঞ্চিত এমন অন্তর্নিহিত শক্তি আছে যা বস্তুর রাসায়নিক প্রকৃতি ও তাপমাত্রার উপর নির্ভরশীল। এই শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বলে।

৬। ভ্যান্ডার ওয়ালস সমীকরণটি লিখ। 

উঃ 

৭। RMS বেগ কাকে বলে? 

উঃ কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসটির অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ বা RMS বেগ বলা হয়।

৮। সক্রিয়ন শক্তি কী? 

উঃ পারস্পরিক সংঘর্ষ বা অন্য কোনো উপায়ে কোনো অণু যে অতিরিক্ত শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণে উপযোগী হয় তাকে সক্রিয়ণ শক্তি বলে।

৯। আবিষ্ট প্রভাবক কী? 

উঃ কোনো ঘটমান বিক্রিয়ার যদি একটি বিক্রিয়কের উপস্থিতিতে যদি অন্য একটি বিক্রিয়া সংঘটিত হয় সাধারণত ঐ বিক্রিয়কের অনুপস্থিতিতে বিক্রিয়াটি ঘটে না। তবে ঐ বিক্রিয়াটিকে আবিষ্ট প্রভাবক বলা হয়।

১০। আংশিক চাপ কী? 

উঃ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ ঐ তাপমাত্রায় তার উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের যোগফলের সমান।

১১। কলিগেটিভ ধর্ম কী? 

উঃ লঘু দ্রবণের যে সকল ভৌত-রাসায়নিক ধর্ম কেবল দ্রবের কণা-সংখ্যার (অণু বা আয়ন) ওপর নির্ভর করে, কিন্তু তার প্রকৃতির ওপর নির্ভর করে না তাদেরকে কলিগেটিভ ধর্ম বলে।

১২। CaCO3(s) CaO(s) + CO2(g) বিক্রিয়াটিতে Kp এর একক কী? 

উঃ Kp = Kc(RT) 4″ → Kp = Kc (RT).

১৩। পরম শূন্য তাপমাত্রা কি?

উঃ যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরমশূন্য তাপমাত্রা বলে। এই তাপমাত্রার মান হলো ২৭৩°C।

১৪। অন্তরীত সিস্টেম কি?

উঃ যে সিস্টেম তার পরিবেশের সাথে শক্তি ও পদার্থ কোনোটিই আদান- প্রদান করতে পারে না তাকে অন্তরিত বা স্বতন্ত্র সিস্টেম বলে। যেমন- অন্তরিত পাত্রে পানি ও বাষ্পের সহ অবস্থান।

১৫। কলিগেটিভ ধর্ম কী?

উঃ লঘু দ্রবণের যে সকল ভৌত-রাসায়নিক ধর্ম কেবল দ্রবের কণা-সংখ্যার (অণু বা আয়ন) ওপর নির্ভর করে, কিন্তু তার প্রকৃতির ওপর নির্ভর করে না তাদেরকে কলিগেটিভ ধর্ম বলে।

১৬। দ্রাব্যতা বলতে কি বুঝ?

উঃ কোনো নির্দিষ্ট তাপমাত্রার ১০০ তরল পদার্থকে সম্পৃক্ত করতে যত গ্রাম কঠিন পদার্থের প্রয়োজন হয় তাকে ঐ তরল পদার্থে কঠিন পদার্থটির দ্রাব্যতা বলে।

১৭। পৃষ্ঠতল টান কি?

উঃ CGS এককে তরল পদার্থের 1 সে. মি. দীর্ঘ পৃষ্ঠতলের উপর ডাইনে প্রকাশিত যে বল লম্বভাবে ক্রিয়ারত এবং তরলের পৃষ্ঠতল সম্প্রসারণে বাধা দেয় তাকে ঐ তরলের পৃষ্ঠতল টান বলে। SI এককে তরল পদার্থের 1 মি. দীর্ঘ পৃষ্ঠতলের উপর নিউটনে প্রকাশিত যে বল লম্বভাবে ক্রিয়ারত এবং তরলের পৃষ্ঠতল সম্প্রসারণে বাধা দেয় তাকে ঐ তরলের পৃষ্ঠতল টান বলে ।

১৮। আইসোটোনিক দ্রবণ কী?

উঃ যদি দুই বা ততোধিক দ্রবণের অসমোটিক চাপের মান সমান হয় তাদেরকে পরস্পরের আইসোটনিক দ্রবণ বলা হয়।

১৯। ভ্যানডর ওয়ালস সমীকরণটি লিখ।

উঃ 

২০। অসমোটিক চাপ কি?

উঃ দ্রবণকে অর্ধপ্রবেশ্য পর্দা দ্বারা তার দ্রাবক হতে পৃথক করে রাখলে দ্রবণের বিতরে দ্রাবকের স্বতঃস্ফূর্ত অনুপ্রবেশ বন্ধ করে সিস্টেমটিকে সাম্যাবস্থায় রাখার জন্যে দ্রবণের উপর যে অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়, তাকে পরীক্ষাকালীন তাপমাত্রায় ঐ দ্রবণের অসমোটিক চাপ বলে।

২১। ভর ক্রিয়া সূত্রটি লিখ।

উঃ নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো সময়ে যে কোনো বিক্রিয়ার হার ঐ সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক।

২২। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কী?

উঃ লিটার মোল -1 সময়।

২৩। গড় মুক্ত পথ কী?

উঃ গ্যাস অণুসমূহ পাত্রের মধ্যে সর্বদা অতিদ্রুত বেগে সম্ভাব্য সকল দিকে ছুটাছুটি করে। এই ছুটাছুটির সময় গ্যাসাণুসমূহের পরস্পর নিজেদের মধ্যে ও গ্যাস পাত্রের গায়ে অবিরাম সংঘর্ষ ঘটতে থাকে। এরূপ পরপর দুটি সংঘর্ষের মধ্যে একটি অনু যতটুকু পথ অতিক্রম করে, তাকে মুক্ত পথ বলে এবং এ সকল পথের গড় মানকে গড় মুক্ত পথ বলে।

২৪। পরিশোষণ মাত্রা কী?

উঃ কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিশোষক যে পরিমাণ বাহ্যিক পদার্থ পরিশোষণ করে, তাকে পরিশোষণ মাত্রা বলে।

২৫। স্বাতন্ত্র্য মাত্রা কী?

উঃ স্বাতন্ত্র্য মাত্রার মাধ্যমে সাম্যাবস্থার কোন সিস্টেমের সম্পূর্ণ অবস্থার পরিচয় পাওয়া যায়।

২৬। অসমোসিস কি? 

উঃ দুটি অসমান ঘনমাত্রার দ্রবণের মধ্যে স্থাপিত একটি অর্ধপ্রবেশ্য পর্দার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে নিম্নতর ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চতর ঘনমাত্রার দ্রবণের দিকে দ্রাবক অণুর গমনকে অসমোসিস বলে।

২৭। pH কি? 

উঃ দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার লগারিদম মানকে ঋণাত্মক চিহ্নযুক্ত করলে যে মান পাওয়া যায় তাকে pH বলে। যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা [H+] হয় তাহলে গাণিতিকভাবে pH হচ্ছে- pH = log[H+]

২৮। সমতাপীয় রেখা কি? 

উঃ ধ্রুব তাপমাত্রার অবস্থার অধীনে ভলিউমস বা চাপ পরিবর্তন প্রতিনিধিত্বকারী একটি রেখা।

২৯। সি. জি. এস এককে R এর মান কত? 

উঃ C.G.S এককে জ-এর মান হল8.314 × 107 Arg k- mol-1.

৩০। আবদ্ধ সিস্টেম কি? 

উঃ যে সিস্টেম তার পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি আদান-প্রদান করতে পারে কিন্তু পদার্থ আদান-প্রদান করতে পারে না তাকে রুদ্ধ বা আবদ্ধ সিস্টেম বলে। যেমন- আবদ্ধ পাত্রে পানির বাষ্পীকরণ।

৩১। আদর্শ গ্যাসের তাপগতীয় বৈশিষ্ট্য লিখ। 

উঃ আদর্শ গ্যাসসমূহ সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস ও অ্যাভোগ্যাড্রোর সূত্র মেনে চলে।

৩২। প্রশমন তাপ কি?

উঃ একটি এসিডকে একটি ক্ষার দ্বারা প্রশমিত করে এক মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের উদ্ভব হয় তাকে প্রশমন তাপ বা এনথালপি বলে।

৩৩। পরাবর্ত প্রক্রিয়া কি? 

উঃ বাহ্যিক প্রযুক্ত বলের মান অতি সামান্য পরিমাণে বৃদ্ধি বা হ্রাস করে যে প্রক্রিয়াকে উভয় দিকে পরিচালিত করা যায় তাকে উভমুখী প্রক্রিয়া বলে।

৩৪। R দ্বারা কি বুঝানো হয়? 

উঃ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV = nRT এর অন্তর্গত ধ্রুবক R কে মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। কারণ যে-কোনো তাপমাত্রা ও চাপে 1 মোল পরিমাণ সকল গ্যাসের ক্ষেত্রেই R এর মান নির্দিষ্ট এবং পরস্পর সমান।

৩৫। Kp কি? 

উঃ কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদন পদার্থগুলোর আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়ক পদার্থগুলোর আংশিক চাপের গুণফলের অনুপাতকে সাম্য ধ্রুবক Kp বলে।

৩৬। শক্তির সমবণ্টন নীতি কি?

উঃ অণুর মোট শক্তি সকল স্বাতন্ত্র্য মাত্রার মধ্যে সমভাবে বিভক্ত হওয়ার নীতিকে শক্তির সমবণ্টন নীতি বলে।

৩৭। সংঘর্ষ ফ্রিকুয়েন্সী কী?

উঃ প্রতি সেকেন্ডে প্রতি ঘন সেমি গ্যাসে বিদ্যমান অণুসমূহের মধ্যে সংঘটিত সংঘর্ষসমূহকে বলা হয় সংঘর্ষ সংখ্যা বা সংঘর্ষ ফ্রিকুয়েন্সী।

৩৮। প্রভাবক কী?

উঃ যে সকল বস্তু কোনো রাসায়নিক বিক্রিয়ায় স্বল্প পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত বা মন্থর করে এমনকি বিক্রিয়া শেষে ঐ বস্তুটি ধর্ম ও ভরে অপরিবর্তিত থাকে তাদেরকে প্রভাবক বলা হয় ।

৩৯। সমবৈদ্যুতিক বিন্দু কি?

৪০। রূদ্ধতাপীয় প্রক্রিয়া কী?

উঃ যে প্রণালিতে কোনো পর্যায়েই পরিবেশ হতে সিস্টেমে এবং সিস্টেম হতে পরিবেশে তাপের আদান-প্রদান ঘটে না তাকে রুদ্ধতাপীয় প্রণালি বলে। এক্ষেত্রে dQ= 0।

৪১। RMS কী?

উঃ কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড়মানের বর্গমূলকে গ্যাসটির অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ বলে।

৪২। ডায়ালাইসিস কী?

উঃ সেলকোন পদার্থ দ্বারা কলয়েড থেকে ক্রিস্টালয়েড পৃথক করার প্রণালীকে ডায়ালাইসিস বলে।

৪৩। সন্ধিদ্রবণ তাপমাত্রা কাকে বলে?

উঃ যে তাপমাত্রায় কোন দ্রবণের মধ্যে দ্রাবক ও দ্রব সংমিশ্রিত হয় তাকে সন্ধিদ্রবণ তাপমাত্রা বলে।

৪৪। সক্রিয়ন শক্তি কী?

উঃ পারস্পরিক সংঘর্ষ বা অন্য কোনো উপায়ে কোনো অণু যে অতিরিক্ত শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণে উপযোগী হয় তাকে সক্রিয়ণ শক্তি বলে।

৪৫। বোল্টজম্যান ধ্রুবক কাকে বলে?

উঃ অণুপ্রতি গ্যাস ধ্রুবকের মানকে বোল্টজম্যান ধ্রুবকে বলা হয় । বোল্টজম্যান ধ্রুবক K = R/NA.

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। গ্যাসের গতীয় তত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ লিখ। ১০০%

২। বিক্রিয়ার ক্রম ও আণবিকত্বের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৩। রুদ্ধ ধারা এবং অন্তরিত ধারর মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৪। আংশিক চাপের সাথে মোল ভগ্নাংশের সম্পর্ক নির্ণয় কর। ১০০%

সেইম_প্রশ্নঃ দেখাও যে, কোনো গ্যাস মিশ্রণে যে কোনো উপাদানের আংশিক চাপ ঐ উপাদানের মোল ভগ্নাংশ এবং মিশ্রণের মোট চাপের গুণফলের সমান।

৫। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা কর। ১০০%

৬। বাষ্পচাপের অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্র ব্যাখ্যা কর। ১০০%

৭। মোলারিটি ও মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল -ব্যাখ্যা কর। ১০০%

অথবা, মোলারিটি ও মোলালিটির সংজ্ঞা দাও। এদের মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন?

৮। 300K/400k তাপমাত্রায় ও 1 atm চাপে N2O4(g)/PCl5 এর 80% বিয়োজিত হয় । সাম্য ধ্রুবক Kp নির্ণয় কর। ১০০%

৯। 25°C তাপমাত্রায় 10% গুকোজ দ্রবণের অসমোটিক চাপ নির্ণয় কর। ১০০%

১০। বাস্তব গ্যাসসমূহ কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? কারণসহ ব্যাখ্যা কর। ১০০%

১১। তাপগতিবিদ্যার সাহায্যে প্রমাণ কর যে, Cp>Cv. ৯৯%

১২। ল্যাংমুর সমীকরণের সীমাবদ্ধতাগুলো বর্ণনা কর। ৯৯%

১৩। রাসায়নিক সাম্যাবস্থা এক‌টি গতিশীল সাম্যাবস্থা – ব্যাখ্যা কর। ৯৯%

১৪। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বর্ণনা কর এবং এর গাণিতিক ব্যাখ্যা কর। ৯৯%

১৫। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় P-V লেখচিত্র সমতাপীয় প্রক্রিয়ার লেখচিত্র থেকে অধিকতর খাড়া কেন? ৯৯%

গ-বিভাগ (রসায়ন প্রথম পত্র)

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। (ক) আদর্শ গ্যাসের গতীয় স্বীকার্য হতে PV = ⅓ mnc² সমীকরণটি উপপাদন কর। ১০০%

(খ) অ্যাভোগেড্রোর সূত্রটি লিখ। STP তে 1/1.5L CO₂/O₂ গ্যাসে মোট অণুর সংখ্যা নির্ণয় কর। ১০০%

২। (ক) গিবস্-হেলমোজ সমীকরণটি উপপাদন কর। ১০০%

(খ) সম্পূর্ণ মিশ্রণীয় তরল যুগলের আংশিক পাতন তত্ত্ব বিশদভাবে আলোচনা কর। ১০০%

(গ) ১০% Na₂CO₃ দ্রবণের মোলার ঘনমাত্রা কত? ১০০%

৩। (ক) দেখাও যে, সমতাপীয় সম্প্রসারণজনিত কাজ একাভিমুখী সম্প্রসারণজনিত কাজের চেয়ে বেশি। ১০০%

(খ) 1/1.0 mole আদর্শ গ্যাসকে 25°C তাপমাত্রায় স্থির চাপে উভমুখীভাবে 10L হতে 20L-এ সম্প্রসারিত করা হলো। সম্পাদিত কাজে পরিমাণ হিসাব কর।

(গ) 64g/16g O₂ (অক্সিজেনের)

জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণ লিখ। ১০০%

৪। (ক) তরল পদার্থের পৃষ্ঠতল টান কী? তরলের সান্দ্রতা ও পৃষ্ঠতল টানের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা কর। ১০০%

(খ) সাম্যাংক কী? Kp ও Kc এর মধ্যে সম্পর্ক স্থাপন কর। ১০০%

(গ) পানির মোলাল উন্নয়ন ধ্রুবক Kₒ = 0.51K kg mole⁻¹ কোন পদার্থের 0.90g কে 45g পানিতে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণের স্ফুটনাংক 373.37 K হলে দ্রব পদার্থটির আণবিক ভর গণনা কর। ৯৯%

৫। (ক) তরল ও বাষ্পের সাম্যের জন্য ক্লসিয়াস-ক্ল্যাপেরন সমীকরণ প্রতিপাদন কর। ১০০%

(খ) কার্নোর চক্র বর্ণনা কর। ১০০%

(গ) দেখাও যে, ১ম ক্রম বিক্রিয়ার অর্ধ – জীবন প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল। ১০০%

৬। (ক) হেসের তাপ সমষ্টির নিত্যতার সূত্র বিবৃত ও ব্যাখ্যা কর। ১০০%

(খ) পরাবর্ত ও অপরাবর্ত প্রক্রিয়া বলতে কী বুঝ? ১০০%

(গ) 250mLদ্রবণের মধ্যে 5g Na₂CO₃ উপস্থিত আছে। দ্রবণের মোলার ঘনমাত্রা হিসেব কর। ৯৯%

৭। (ক) তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক কেন? ১০০%

(খ) অসমোটিক চাপ কী? তাপমাত্রা বাড়লে অসমোটিক চাপ বাড়ে কেন? ১০০%

(গ) কোনো বিক্রিয়ার আপেক্ষিক হার ধ্রুবকের মান 4×10⁻⁶s⁻¹। এ বিক্রিয়ার অর্ধায়ু হিসাব কর। ৯৯%

৮। (ক) প্রমাণ যে, Cp – Cv = R. ১০০%

(খ) দেখাও যে, আদর্শ গ্যাসের সমতাপীয় পরাবর্ত সম্প্রসারণ প্রাপ্ত কাজ সর্বোচ্চ। ১০০%

(গ) 25°C তাপমাত্রার 1 অণু CO₂ এর গড় গতিশক্তি গণনা কর। ১০০%

৯। (ক) ফেনল-পানি সিস্টেমের দশাচিত্র বর্ণনা কর। ১০০%

(খ) ১ম ক্রম বিক্রিয়ার জন্য বেগ ধ্রুবকের সমীকরণ উপপাদন কর। ১০০%

(গ) 0.005 M HSO4 এসিডের pH নির্ণয় কর। ১০০%

১০। টীকা লিখ : ১০০%

ছদ্ম এক আণবিক বিক্রিয়া; লা-শ্যাটেলিয়ারের নীতি; সমআয়ন প্রভাব; হেনরির সূত্র; ডায়ালাইসিস; সমআয়ন প্রভাব; জুল থমসন ফলাফল।

১১। (ক) পরিশোষণ কী? দেখাও যে, সকল পরিশোষণ প্রক্রিয়া তাপোৎপাদী। ৯৯%

(খ) ল্যাংমুরের সমতাপরেখা ব্যবহার করে কিভাবে কোনো শোষকের ক্ষেত্রফল নির্ণয় করা যায়? ৯৯%

(গ) দ্রাবক আকর্ষী ও দ্রাবক বিকর্ষী কলয়েডের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%

১২। (ক) ভরক্রিয়া সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর। এর গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা কর। ৯৯%

(খ) দশা সূত্রটি লিখ এবং দশা সূত্রের সমীকরণটি উতপাদন কর। ৯৯%

(গ) ছদ্ম এক আণবিক বিক্রিয়া ব্যাখ্যা কর। ১০০%

১৩। (ক) বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা কর। ৯৯%

(খ) প্রভাবক কিভাবে বিক্রিয়ার হারকে প্রভাবিত করে? ৯৯%

খ) দেখাও যে, পরিশোষণ একটি তাপোৎপাদী প্রক্রিয়া। ৯৯%

১৪। (ক) শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন কর। ৯৯%

(খ) এক‌টি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণ উতপাদন কর। ৯৯%

অথবা, দেখাও যে, প্রথম ক্রম বিক্রিয়া অর্ধজীবন আদি ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়।

(গ) কোলয়েডের তড়িৎগতীয় ধর্মাবলী ব্যাখ্যা কর। ৯৯%

১৫। (ক) পানির দশা চিত্রের বর্ণনা দাও। ৯৮%

(খ) ঊর্ধ্বপাতনের নীতির বর্ণনা দাও। ৯৮%

(গ) 0.2M HNO₃ এর pH এর কত? ৯৮%