Download Our App

জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য কী?

অথবা, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলো উল্লেখ কর।
অথবা, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী উচ্চশিক্ষার উদ্দেশ্য কী? অথবা, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কী?
উত্তর৷ ভূমিকা :
শিক্ষার মাধ্যমেই কোন জাতির উন্নয়ন সম্ভব। শিক্ষানীতি হলো শিক্ষার উদ্দেশ্য অনুযায়ী তদবিষয়ক কার্যাবলি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের দিক নির্দেশনা এবং এর ভিত্তিতে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন।

জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য : জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়নের ক্ষেত্রে সরকার বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করেছে। তন্মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়েছে।
শিক্ষানীতি ২০১০ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরূপ :
১.জ্ঞান সঞ্চারণ ও নতুন জ্ঞানের উদ্ভাবন এবং সেই সঙ্গে দক্ষ জনশক্তি গড়ে তোলা।
২.কার্যকরভাবে বিশ্বমানের শিক্ষাদান, শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসা জাগানো এবং মানবিক গুণাবলি অর্জনে সহায়তা দান।
৩. অবাধ বুদ্ধিচর্চা, মননশীলতা ও চিন্তার স্বাধীনতা বিকাশে সহায়তা দান করা।
৪. পাঠদান পদ্ধতিতে সম্ভাব্য সকল ক্ষেত্রে দেশের বাস্তবতাকে উচ্চশিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা, রাষ্ট্র ও সমাজের সমস্যা শনাক্ত করা ও সমাধান করা।
৫. নিরলস জ্ঞান চর্চা ও নিত্যনতুন বহুমুখী মৌলিক ও প্রায়োগিক গবেষণার ভিতর দিয়ে জ্ঞানের দিগন্তের ক্রমসম্প্রসারণ।
উপসংহার : জাতীয় শিক্ষানীতি-২০১০ এ উচ্চশিক্ষার ক্ষেত্রে জ্ঞানচর্চা, আধুনিকতা, সৃজনশীল ও মেধার বিকাশকে অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।