চতুর্থ অধ্যায়, বাংলাদেশে পরিকল্পনা কর্মসূচি,

ক-বিভাগ

কর্মসূচি পরিকল্পনা কি?
উত্তর ঃ কর্মসূচি পরিকল্পনা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্যার্জনে সচেতন আসন্ন কার্যসম্পাদনের দিক নির্দেশনা।
৫টি পঞ্চবার্ষিক পরিকল্পনার বাইরে প্রণীত আরেকটি পরিকল্পনার নাম কি?
উত্তর ঃ দ্বি-বার্ষিক পরিকল্পনা।
সমাজকল্যাণ/সামাজিক পরিকল্পনা কি?
উত্তর : যে সব পরিকল্পনায় সমাজকর্ম শিক্ষা, সমষ্টি উন্নয়ন, সমাজকর্মের বাস্তব অনুশীলন ও অন্যান্য
সমাজকল্যাণ কর্মসূচি প্রতিফলিত হয় তাকে সমাজকল্যাণ পরিকল্পনা বলে।
বাংলাদেশে কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত ও বাস্তবায়িত হয়েছে?
উত্তর ঃ ৫টি।
পৃথিবীর কোন দেশে এবং কখন সর্ব প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয়?
অথবা, বিশ্বের কোন দেশে সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহিত হয়?
উত্তর ঃ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারনাটি সর্বপ্রথম বিংশ শতাব্দীর প্রথমার্ধে রাশিয়াতে উদ্ভব হয়।
প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্থের উৎস কি ছিল?
উত্তর ঃ অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস।
বাংলাদেশের অন্যতম জাতীয় উন্নয়ন পরিকল্পনা কোনটি?
উত্তর : পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
4.
দ্বিবার্ষিক পরিকল্পনা প্রণয়নের পিছনে কারণ কি ছিল?
উত্তর ঃ ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তন, আর্থ সামাজিক পরিবর্তন, বিদেশি সাহায্যপ্রাপ্ত সম্ভাব্যতা ইত্যাদি।
পরিকল্পনার অর্থসংস্থানে বৈদেশিক উৎস কি?
উত্তর ঃ ১. বিদেশি সাহায্য যেমন- ঋণ, অনুদান, কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা এবং ২. বিদেশি পুঁজি বিনিয়োগ।
বাংলাদেশে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় মোট ব্যয় বরাদ্দের পরিমাণ কত ছিল?
উত্তর : ২৫,৫৯৫।
পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়সীমা কি?
উত্তর ঃ (১৯৯৭-২০০০)
পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার সমাজকল্যাণ খাতে মোট কত টাকা বরাদ্দ করা হয়?
উত্তর : বরাদ্দকৃত টাকার পরিমাণ ১,৯৫,৯৫২ টাকা।
পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার সমাজকল্যাণ কর্মসূচি সমূহ কি কি?
উত্তর ঃ শহর ও গ্রামীণ সমষ্টি জনকল্যাণমূলক কার্যক্রম, শিশু, যুবক, বৃদ্ধ, অক্ষম, ভিক্ষুক, মাদকাসক্ত, নারী,
পতিতা প্রভৃতি শ্রেণির জন্য কর্মসূচি, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ইত্যাদি ।
মধ্যমেয়াদি পরিকল্পনার মেয়াদ কত?
উত্তর ঃ ১ বছরের অধিক কিন্তু ৫ বছরের কম সময়।
পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার ইতিবাচক দিক কি কি?
– উত্তর ঃ শিশু কল্যাণ ও মাদকাসক্তদের জন্য পর্যাপ্ত অর্থের ব্যবস্থা ও ব্যাপক কার্যক্রম গ্রহণ । এছাড়া বেসরকারি
(andelly?]
সংস্থাগুলো সমাজকল্যাণ কার্যক্রমে পদক্ষেপ গ্রহণ করে।
পঞ্চম পঞ্চ বার্ষিকী পরিকল্পনার দুর্বলতা কি কি?
Welgruof nigrinenly g
উত্তর ঃ সামাজিক নিরাপত্তা ও সমাজকল্যাণ খাতে অর্থ বরাদ্দ কম। এছাড়া সংশোধনমূলক কার্যক্রম, শহর ও
গ্রামীণ সমষ্টি উন্নয়নে তেমন সফলতা আসেনি।
দ্বি-বার্ষিক পরিকল্পনার মেয়াদ উল্লেখ কর।
উত্তর ঃ দ্বি-বার্ষিক পরিকল্পনার মেয়াদ হলো- ১৯৭৮-১৯৮০ সাল।

  • পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার দূর্বলতাসমূহ কি কি? (1) Meri
    উত্তর ঃ সামাজিক নিরাপত্তা ও সমাজকল্যাণ খাতে অর্থ বরাদ্দ ছিল খুবই নগণ্য। এছাড়া প্রতিবন্ধি সংশোধনমূলক
    কার্যক্রম, শহর ও গ্রামীণ সমষ্টি প্রভৃতি খাতেও তেমন সাফল্য অর্জন করেনি।
    • বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে প্রণতি হয় ও মেয়াদ কত?
    অথবা, বাংলাদেশে সর্বপ্রথম কখন পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা
    উত্তর ঃ ১৯৭৩-১৯৭৮ সাল পর্যন্ত।
    • বাংলাদেশ পরিকল্পনা কমিশন কখন প্রতিষ্ঠিত হয়?
    উত্তর ঃ ১৯৭৩ সালে।
    বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে এবং এর মেয়াদ কতঃ
    উত্তর : ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা। মেয়াদ-২০১১-২০১৫।
    বাংলাদেশে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল উল্লেখ কর।
    উত্তর ঃ ১৯৯০-৯৫ সালে।
    কখন সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়?
    উত্তর ঃ ১৯২৮ সালে রাশিয়াতে।
    গ্রামীণ সমাজসেবা কর্মসূচির কোন পরিকল্পনার সময় চালু হয়?
    উত্তর ঃ ২য় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়।
    বাংলাদশে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কয়টি সমস্যা উল্লেখ কর। এhire Enet লি
    উত্তর : মূলধনের স্বল্পতা, তথ্য-উপাত্তের
    অস্থিতিশীলতা, অনিশ্চয়তা, বাজার পদ্ধতি ইত্যাদি।
    অভাব,বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা সফল করার/সমস্যা সমাধানের কয়েকটি উপায় লিখ।DP6C
    উত্তর ঃ সমস্যা সমাধানের উপায়সমূহ- সঠিক ও পর্যাপ্ত তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশেষণ, সরকারি খাতের সংস্কার ৪
    বেসরকারি খাত সম্প্রসারণ ও একে উৎসাহিত করণ, বৈদেশিক বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি, বিশেষজ্ঞের
    জ্ঞান দক্ষতা বৃদ্ধি, জনঅংশগ্রহণ নিশ্চিতকরণ সুষ্ঠু নীত প্রণয়ন, দুর্নীতি রোধ ইত্যাদি।
    দারিদ্র্য বিমোচন কৌশলপত্র বলতে কি বুঝ?
    উত্তর ঃ জাতীয় উন্নয়ন পরিকল্পনার পরিকাঠামো পরিবর্তিত হয়ে বর্তমানে প্রবর্তিত হয়েছে দীর্ঘমেয়াদি দারিদ্র্য ও
    বিমোচন ও সামাজিক উন্নয়ন কৌশল পত্র।
    PRSP এর পূর্ণ রূপ কি?
    উত্তর : Poverty Reduction Strategy Paper.
    দুর্বলতা, অদক্ষতা, প্রাকৃতিক দুর্যোগ,
    HDI কি?
    উত্তর ঃ কান দেশের সামাজিক নীতি সম্পর্কে জানার উপায়গুলো হলো- (i) সংবিধান; (ii) সামাজিক আইন;
    (iii) উন্নয়ন পরিকল্পনা; (iv) সামাজিক প্রশাসন এবং (v) সমাজসেবা ইত্যাদি ।

খ-বিভাগ

৪.০১।প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
৪.০২।প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কর্মসূচিগুলো বর্ণনা কর।
৪.০৩।পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কর্মসূচি বর্ণনা কর ।
৪.০৪।দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর ।
৪.০৫।চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো উল্লেখ কর।
৪.০৬।পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার গৃহীত কৌশলসমূহ বর্ণনা কর।
৪.০৭।দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন বর্ণনা কর।
৪.০৮।তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
৪.০৯।দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কর্মসূচিগুলো বর্ণনা কর।
৪.১০।তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সমাজকল্যাণ কর্মসূচিগুলো বর্ণনা কর।
৪.১১।বাংলাদেশে জনসংখ্যা নীতির প্রয়োজনীয়তা বর্ণনা কর।
৪.১২। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ।

গ-বিভাগ

৪.১৩।চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সমাজকল্যাণ কর্মসূচিগুলো বর্ণনা কর ।
৪.১৪।প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কর্মসূচিগুলো কি ছিল এর মূল্যায়ন কর।
৪.১৫।দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কর্মসূচিগুলো মূল্যায়ন কর।
৪.১৬।দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি বর্ণনা কর ।
৪.১৭।দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কর্মসূচিগুলো কি? এর মূল্যায়ন কর।
৪.১৮।তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচিগুলো বর্ণনা কর ।
৪.১৯।চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৌশলসমূহ এবং এর মূল্যায়ন কর।
৪.২০।চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য, উদ্দেশ্য এবং কৌশলসমূহ আলোচনা কর।
৪.২১।চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কর্মসূচিগুলো কি ছিল। এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধর।
৪.২২।পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৌশল ও কর্মসূচির মূল্যায়ন আলোচনা কর ।
৪.২৩।পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বর্ণনা কর ।
৪.২৪।পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৌশলসমূহ এবং এ র ব্যর্থতা ও সফলতা বর্ণনা কর।

৪.২৫।পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সমাজকল্যাণের জন্য গৃহীত কার্যক্রম ও তার খাতওয়ারী বরাদ্দ আলোচনাপূর্বক চিহ্নিত কর।
৪.২৬।বাংলাদেশ সরকারের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্বরূপ কি? এর লক্ষ্য, উদ্দেশ্য ও কৌশলসমূহ আলোচনা কর।
৪.২৭।প্রথম দ্বিতীয় ও তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কর্মসূচি বর্ণনা কর ।
৪.২৮।চতুর্থ ও পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কর্মসূচি বর্ণনা কর।