কমল কাঁটার ঘা লেগেছে মর্ম মূলে মোর।বক্ষে আমার দুলে আঁখির সাতনরী হার লোর। ”ব্যাখ্যা কর।

উৎস : আলোচ্য পঙক্তিদ্বয় রোমান্টিক কবি কাজী নজরুল ইসলাম বিরচিত “চৈতী হাওয়া” শীর্ষক কবিতা থেকে চয়ন করা হয়েছে।
প্রসঙ্গ : আলোচ্য পংক্তিদ্বয়ে কবির মর্মবেদনার প্রকাশ ঘটেছে।
বিশ্লেষণ : কোন এক চৈতালি দিনে কবির জীবনে প্রেম এসেছিলো। প্রেমের পরশে কবি মাতোয়ারা হয়েছিলেন। প্রেম কবির হৃদয়কে পূর্ণ করে দিয়েছিলো। কিন্তু সে পূর্ণতা ছিল ক্ষণিকের। কোন এক অজানা অসীম দেশে তাঁর প্রিয়া হারিয়ে গেছে। তাই কবি ও প্রিয়ার মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়েছে। প্রিয়ার সাথে কবির আজ আর সাক্ষাৎ হয় না। তাই আজ কবি একা। কিন্তু কবি তাঁর প্রেমিকাকে ভুলতে পারেনি। কবিপ্রিয়ার পরশ কবিকে মুগ্ধ করেছে। কবি তাঁর মানস প্রিয়াকে যতটুকু ভালোবেসেছেন, বদলা হিসেবে পেয়েছেন প্রিয়হারা ব্যথা ও বেদনা। প্রিয়া হারানো ব্যথা কবির মর্মমূলে আঘাত করেছে। বেদনাঘন জীবনে কবি তাঁর মানস প্রিয়াকে খুঁজে পাননি। কবির জীবন এখন হালবিহীন নৌকার মতো অবস্থা। প্রিয়া হারিয়ে কবির হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন শুধু কবির চোখে জল। কবি তাঁর চোখের জল দিয়ে সৃষ্টি করেছেন সাতনরী হার। প্রিয়া হারানো স্মৃতি কবি ভুলতে পারছেন না। এ বেদনা কবি লালন করে চলেছেন। হারিয়ে যাওয়া প্রিয়া আর কোনদিন ফিরে আসবে না। ফিরে আসবে না সুখের সে দিনগুলো।
মন্তব্য : প্রিয়ার স্মৃতি কবির মর্মমূলে আঘাত করেছে। এ স্মৃতি কবি কখনো ভুলতে পারেননি।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a7%88%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%9c/