অখবা, আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি (NASW) প্রদত্ত নৈতিক মানদণ্ড প্রণয়নের ঐতিহাসিক পটভূমি লিখ।
উত্তর।৷ ভূমিকা : প্রত্যেক পেশারই পেশাদার ব্যক্তিদের আচরণ নিয়ন্ত্রণের জন্য কতকগুলো সুনির্দিষ্ট নৈতিক মানদণ্ড রয়েছে । সমাজকর্মের ক্ষেত্রেও তেমনি কতকগুলো নৈতিক মানদণ্ড রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব মানদণ্ডগুলো অনুসরণ করেই সমাজকর্মীদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হয় ।এন.এ.এস.ডব্লিউ (NASW) প্রদত্ত নৈতিক মানদণ্ড প্রণয়ণের ঐতিহাসিক পটভূমি
আমেরিকার স্থানীয় সমাজকর্মী সমিতি (NASW) বিশ্বের সর্ববৃহৎ সমাজকর্মের পেশাদার সংগঠন । ১৯৫৫ সালে এটি গঠিত হলেও বর্তমানে এটিই সমাজকর্ম প্রতিষ্ঠানের প্রধান মুখপাত্র হিসেবে কাজ করে যাচ্ছে। আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতির (NASW) ২০০টি দেশের প্রায় ১৬০,০০০ সদস্য রয়েছে। এসব সদস্য বা সমাজকর্মীর জন্য সেবা প্রদানের মানদণ্ড তৈরি করছে NASW । সমাজকর্মের নৈতিক মানদণ্ড বা নীতিমালা নির্ধারণের জন্য ১৯৫৭ সালে আমেরিকার জাতীয় সমাজকর্ম সমিতি (National Association of Social Worker- NASW) বিশ্বের ৯টি দেশের সমাজকর্ম বিশেষজ্ঞদের নিয়ে একটি গবেষণা দল (Study Group) গঠন করে। এ দল বিভিন্ন বিষয় পরীক্ষানিরীক্ষার পর
সমাজকর্মের কতকগুলো নৈতিক মানদণ্ড প্রণয়ন করে। এ মানদণ্ড বা নীতিমালা ১৯৬০ সালের ১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। মানদণ্ডগুলো (Code of Ethics) ১৯৬৭ ও ১৯৭৯ সালে আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতির প্রতিনিধিসভার অধিবেশনে কিছুটা পরিবর্ধিত ও পরিমার্জিত হয় । এরপর নব্বইয়ের দশকে বেশ কয়েকবার এটি পরিমার্জিত হয় । সবশেষে ১৯৯৯ সালে সংস্থাটি পুনরায় সমাজকর্মের সংশোধিত নৈতিক মানদণ্ড তৈরি করে ।
উপসংহার : আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি (NASW) কর্তৃক প্রণীত মানদণ্ডগুলো আমেরিকা, কানাডা, ব্রিটেনসহ বিশ্বের সব দেশেই মেনে চলা হয় । এ মানদণ্ডগুলো অনেকটা সার্বজনীনতার রূপ লাভ করেছে ।