Download Our App

উপানুষ্ঠানিক শিক্ষা কী?

অথবা, উপানুষ্ঠানিক শিক্ষা কাকে বলে?
অথবা, উপানুষ্ঠানিক শিক্ষা বলতে কী বুঝ?
অথবা, উপানুষ্ঠানিক শিক্ষার সংজ্ঞা দাও।
উত্তর৷ ভূমিকা :
শিক্ষা ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। ব্যক্তির মেধা, বুদ্ধিমত্তা প্রভৃতির বিকাশ এবং সমাজে খাপখাইয়ে নিতে শিক্ষা ভূমিকা রাখে। মানুষ ব্যক্তিত্বের বিকাশের জন্যে বিভিন্ন পদ্ধতি ও মাধ্যম থেকে শিক্ষা গ্রহণ করে। উপানুষ্ঠানিক শিক্ষা এক ধরনের শিক্ষা পদ্ধতি। এ পদ্ধতিতে শিক্ষার্থীরা অপেক্ষাকৃত নমনীয়ভাবে শিক্ষা গ্রহণ করতে পারে।
উপানুষ্ঠানিক শিক্ষা : উপানুষ্ঠানিক শিক্ষা এক ধরনের শিক্ষা পদ্ধতি। এ শিক্ষা পদ্ধতি অনানুষ্ঠানিক শিক্ষা এবং আনুষ্ঠানিক শিক্ষার মধ্যবর্তী পর্যায়ের। উপানুষ্ঠানিক শিক্ষা প্রসঙ্গে দেলওয়ার হোসেন শেখ বলেছেন, “উপানুষ্ঠানিক শিক্ষা প্রকৃতপক্ষে একটি নমনীয় শিক্ষাব্যবস্থা। কোন বিশেষ দলের বিশেষ উদ্দেশ্য সামনে রেখে গৃহীত আনুষ্ঠানিক শিক্ষাব্যবস্থা বহির্ভূত সংগঠিত শিক্ষা কার্যক্রমকে উপানুষ্ঠানিক শিক্ষা বলা হয়।”
উপসংহার : সুতরাং উপানুষ্ঠানিক শিক্ষা বলতে বুঝায় নমনীয় পরিবেশে কোন বিশেষ দল বিশেষ উদ্দেশ্যে যে শিক্ষা গ্রহণ করে তাকে উপানুষ্ঠানিক শিক্ষা বলে।