আবদ্ধ প্রশ্নপত্রের সুবিধা ও অসুবিধা উল্লেখ কর।

অথবা, আবদ্ধ প্রশ্নপত্রের সুবিধা ও সীমাবদ্ধতা তুলে ধর।
অথবা, আবদ্ধ প্রশ্নপত্রের সুবিধা ও সমস্যাসমূহ লিখ।
উত্তর৷ ভূমিকা :
প্রশ্নমালায় ব্যবহৃত প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তরসমূহ যে প্রশ্নমালায় দেয়া থাকে কিংবা নির্ধারণ করা থাকে তাকে আবদ্ধ প্রশ্নমালা বলে। আবদ্ধ প্রশ্নমালার ক্ষেত্রে উত্তদাতা স্বাধীনভাবে নিজের পছন্দমতো উত্তর প্রদান করতে পারেন না । উত্তরদাতার পছন্দকে প্রশ্নের নির্ধারিত বিকল্প উত্তরের মধ্যে আবদ্ধ করা হয় ।
আবদ্ধ প্রশ্নমালার সুবিধা অসুবিধা : নিম্নে পর্যায়ক্রমে আবদ্ধ প্রশ্নমালার সুবিধা-অসুবিধা আলোচনা করা হলো :
আবদ্ধ প্রশ্নমালার সুবিধা : আবদ্ধ প্রশ্নমালার সুবিধা নিম্নরূপ :
১.এ প্রশ্নমালার উত্তরগুলোর সারণিবদ্ধকরণ, সংকেতায়ন এবং বিশ্লেষণ সহজতর হয় ।
এতে সময় কম লাগে এবং উত্তরদাতার ক্লান্তি আসে না ।
৩. এ প্রশ্নমালার অনেক জটিল প্রশ্নও বুঝতে সুবিধা হয় ।
আবদ্ধ প্রশ্নমালার অসুবিধা : নিম্নে আবদ্ধ প্রশ্নমালার কতিপয় অসুবিধা তুলে ধরা হলো :
১. এ প্রশ্নমালায় প্রশ্ন না বুঝে উত্তর দেয়ার প্রবণতা উত্তরদাতার মধ্যে লক্ষ করা যায়।
২. প্রশ্নের একাধিক উত্তর থাকার কারণে উত্তরদাতাকে অনেক সময় বিভ্রান্ত হতে দেখা যায় ।
৩. এ প্রশ্নমালা উত্তরদাতার স্বাধীনতাকে ক্ষুণ্ন করে প্রশ্নপত্রকেও কিছু সীমাবদ্ধ করে ফেলে ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আবদ্ধ প্রশ্নমালার কতিপয় সুবিধা যেমন রয়েছে, তেমনি কিছু অসুবিধাও রয়েছে। তবে অসুবিধা থাকলেও তথ্যসংগ্রহের ক্ষেত্রে আবদ্ধ প্রশ্নমালার গুরুত্বকে অস্বীকার করা যায় না।